পশ্চিম এশিয়ার যুদ্ধের শঙ্খনাদ! রণভেরি বাজিয়ে মুখোমুখি ইরান-ইজ়রায়েল। পশ্চিম এশিয়ার শিয়া-ইহুদি ফৌজের মধ্যে সংঘর্ষ ব্যাপক আকার নিলে তার প্রভাব যে ভারতের উপর পড়বে, তা বলাই বাহুল্য। এতে কতটা রক্তাক্ত হবে এ দেশের অর্থনীতি? বাড়বে মূদ্রাস্ফীতি? আকাশ ছোঁবে খনিজ তেলের দাম? সেই হিসেব-নিকেশ শুরু করে দিয়েছেন অর্থ মন্ত্রকের কর্তাব্যক্তিরা।