শিঙাড়ায় যত দিন আলু থাকবে, বিহারে তত দিন লালু থাকবেন— বলেছিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব। ভবিষ্যদ্বাণীটি মেলেনি। বিহারে লালুরাজ সাঙ্গ হয়ে নীতীশরাজ শুরু হয়েছে। আর নিন্দকেরা এখন বলছেন, লালু বা নীতীশকুমার নয়, বিহারের মসনদে যিনিই থাকুন, বিহার বিহারেই থাকবে। সঙ্গে থাকবে এমন কিছু ঘটনা যা শুধুমাত্র বিহারেই ঘটা সম্ভব।
গত রবিবারের ঘটনার পর নতুন করে এই চেতনাবোধ জেগেছে বিহারের মানুষের মনে। রবিবার বিহারের একটি নির্মীয়মাণ সেতু ধসে পড়েছে নদীতে। প্রায় তৈরি হয়ে যাওয়া একটি সেতুকে তাসের ঘরের মতো ভেঙে নদীগর্ভে মিলিয়ে যেতে জনগণের মনে দু’টি প্রশ্ন উঠেছে— সেতুটি যদি জনগণের জন্য ইতিমধ্যেই খুলে দেওয়া হত তা হলে কী পরিণতি হত! আর দ্বিতীয়টি হল, দু’টি কংক্রিটের পিলার এবং অজস্র ধাতব তারের ভরে ঝুলে থাকা সেতুটি কী দিয়ে তৈরি হয়েছিল যে কাজ শেষ না হতেই এ ভাবে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল!