Advertisement
২১ ডিসেম্বর ২০২৪
Death During Sex

সঙ্গমরত অবস্থায় ছাদ থেকে পড়ে গেলেন যুগল! মিলনের পরেই মৃত্যু

২০০৭ সালে কলম্বিয়া শহরের এক প্রেমিক যুগলের মৃত্যুতে রহস্য ঘনিয়েছিল। যৌন মিলনের উদ্দেশ্যে অফিসের ছাদে উঠেছিলেন তাঁরা। সেখান থেকে সঙ্গমরত অবস্থায় একসঙ্গে নীচে পড়ে যান।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৩ ১০:৫৩
Share: Save:
০১ ১৫
Columbian couple died after falling from high terrace while having sex.

বন্ধ ঘরের গোপন পরিসরকে খোলা আকাশের নীচে নিয়ে গিয়েছিলেন যুগল। প্রকৃতির মাঝে নিজেদের নতুন করে আবিষ্কার করতে চেয়েছিলেন। পেতে চেয়েছিলেন তৃপ্তির আস্বাদ।

০২ ১৫
Columbian couple died after falling from high terrace while having sex.

কিন্তু প্রথাগত নিয়মের বাইরে বেরিয়ে সেই সুখলাভের ইচ্ছাই তাঁদের সামনে কাল হয়ে এসে দাঁড়ায়। প্রকৃতির মাঝে সঙ্গমের সময় আচমকা নেমে আসে মর্মান্তিক মৃত্যু।

০৩ ১৫
Columbian couple died after falling from high terrace while having sex.

আমেরিকার দক্ষিণ ক্যারোলিনা প্রদেশের কলম্বিয়া শহরের এই ঘটনা প্রকাশ্যে আসার পর সাড়া ফেলে দিয়েছিল চারদিকে। ২০০৭ সালের জুলাই মাসে সেখানেই মৃত্যু হয় এক প্রেমিক যুগলের।

০৪ ১৫
Columbian couple died after falling from high terrace while having sex.

মৃত যুগলের নাম ব্রেন্ট টাইলার এবং চেলসি টিউবলস্টন। দু’জনের বয়সই ২০ থেকে ৩০ বছরের মধ্যে। তাঁদের অস্বাভাবিক মৃত্যুর তদন্ত করে খুঁটিনাটি তথ্য প্রকাশ করেছিল পুলিশ। যা কলম্বিয়ার প্রেমিক যুগলকে স্মরণীয় করে রেখেছে।

০৫ ১৫
Columbian couple died after falling from high terrace while having sex.

কোনও এক ভোরবেলায় যুগলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় স্থানীয় অফিসের সামনের রাস্তা থেকে। ভোর ৫টা নাগাদ সেখান থেকে যাচ্ছিলেন এক ট্যাক্সিচালক। তিনিই যুগলকে দেখতে পান।

০৬ ১৫
Columbian couple died after falling from high terrace while having sex.

সম্পূর্ণ নগ্ন অবস্থায় রাস্তায় পড়েছিলেন যুগল। কারও পরনে কোনও পোশাক ছিল না। দু’জনেরই শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছিল। ট্যাক্সিচালক তাঁদের দেখে থানায় খবর দেন। অবিলম্বে ঘটনাস্থলে আসে পুলিশ।

০৭ ১৫
Columbian couple died after falling from high terrace while having sex.

গুরুতর আহত অবস্থায় যুগলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পথেই তাঁদের মৃত্যু হয় বলে জানায় পুলিশ। যুগলের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তারা তদন্তে নামে।

০৮ ১৫
Columbian couple died after falling from high terrace while having sex.

যুগলের এই অস্বাভাবিক মৃত্যুর নেপথ্যে অন্য কোনও রহস্য লুকিয়ে আছে কি না, তা খতিয়ে দেখেছিল পুলিশ। কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও কোনও অপরাধের হদিস মেলেনি।

০৯ ১৫
Columbian couple died after falling from high terrace while having sex.

তদন্তের শেষে পুলিশ জানায়, যে অফিসের সামনে থেকে যুগলকে উদ্ধার করা হয়েছিল, সেই ভবনটি ৫০ ফুট উঁচু। ওই অফিসের ছাদে ভোরবেলা যৌন মিলনের উদ্দেশ্যে গিয়েছিলেন যুগল।

১০ ১৫
Columbian couple died after falling from high terrace while having sex.

চার দেওয়ালের মাঝে আবদ্ধ মিলন তাঁদের কাছে সম্ভবত একঘেয়ে হয়ে উঠেছিল। সেই কারণে মিলনের জন্য অফিসের ছাদকে বেছে নিয়েছিলেন।

১১ ১৫
Columbian couple died after falling from high terrace while having sex.

কিন্তু অসাবধানতায় যুগল খেয়াল করেননি, তাঁরা ছাদের একেবারে কিনারায় এসে পৌঁছেছেন। ছাদটি ঢালু ছিল। ফলে আচমকা পা পিছলে পড়ে যান তাঁরা। নগ্ন অবস্থাতেই ৫০ ফুট উচ্চতা থেকে নীচে পড়েন।

১২ ১৫
Columbian couple died after falling from high terrace while having sex.

কলম্বিয়ার এই যুগলের মতো পরিণতি হয়েছিল ইকুয়েডরের এক যুগলেরও। সঙ্গমের নেশা তাঁদেরও মৃত্যুর মুখে ঠেলে দেয়। উঁচু বারান্দা থেকে পড়ে মৃত্যু হয় দু’জনের।

১৩ ১৫
Columbian couple died after falling from high terrace while having sex.

২০১৯ সালের ঘটনা। ইকুয়েডরের রাজধানী শহর কুইটোতে মৃত্যু হয় ২৮ বছরের তরুণী এবং ৩৫ বছরের যুবকের। অস্বাভাবিক মৃত্যুর কারণ খতিয়ে দেখে পুলিশ জানতে পারে, ফ্ল্যাটের বারান্দায় দাঁড়িয়ে সঙ্গমে লিপ্ত হয়েছিলেন তাঁরা।

১৪ ১৫
Columbian couple died after falling from high terrace while having sex.

যৌন মিলনের সময় এ ক্ষেত্রেও যুগল খেয়াল করেননি যে, তাঁরা চার তলার বারান্দার একেবারে ধারে পৌঁছে গিয়েছেন। আচমকা সেখান থেকে দু’জন একসঙ্গে নীচে পড়ে যান।

১৫ ১৫
Columbian couple died after falling from high terrace while having sex.

যুগলের রক্তাক্ত দেহ ফ্ল্যাটের নীচে রাস্তায় পড়ে থাকতে দেখেন প্রতিবেশী। তিনিই পুলিশে খবর দেন। ওই মহিলার ৮ বছর বয়সি এক সন্তান ছিল। মর্মান্তিক এই দুর্ঘটনা মাতৃহারা করেছে তাকেও।

ছবি: প্রতীকী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy