Advertisement
২১ ডিসেম্বর ২০২৪
Chinese ‌Zodiac

শুরু হল ‘খরগোশের বছর’, চিনা রাশিচক্র মতে কী রয়েছে আপনার কপালে?

চিরাচরিত চিনা রাশিচক্র মেনে গত বছর ছিল বাঘের বছর (ইয়ার অফ দ্য টাইগার)। ২২ জানুয়ারি, চিনা নববর্ষ থেকে তাতে বদল ঘটছে। কারণ, এই দিনটি থেকেই শুরু হচ্ছে ‘ইয়ার অফ দ্য র‌্যাবিট’ খরগোশের বছর।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৩ ১১:১৪
Share: Save:
০১ ২৭
বাঘকে পিছনে ফেলে এগিয়ে এল খরগোশ। ভাববেন না, কোনও রেসের কথা হচ্ছে। গোদা বাংলায় বলা যেতে পারে, চিরাচরিত চিনা রাশিচক্র মেনে গত বছর ছিল বাঘের বছর। ২২ জানুয়ারি, চিনা নববর্ষ থেকে তাতে বদল ঘটছে। কারণ এই দিনটি থেকেই চিনা ক্যালেন্ডার মেনে শুরু হচ্ছে ‘ইয়ার অফ দ্য র‌্যাবিট’, অর্থাৎ খরগোশের বছর।

বাঘকে পিছনে ফেলে এগিয়ে এল খরগোশ। ভাববেন না, কোনও রেসের কথা হচ্ছে। গোদা বাংলায় বলা যেতে পারে, চিরাচরিত চিনা রাশিচক্র মেনে গত বছর ছিল বাঘের বছর। ২২ জানুয়ারি, চিনা নববর্ষ থেকে তাতে বদল ঘটছে। কারণ এই দিনটি থেকেই চিনা ক্যালেন্ডার মেনে শুরু হচ্ছে ‘ইয়ার অফ দ্য র‌্যাবিট’, অর্থাৎ খরগোশের বছর।

০২ ২৭
চিনা রাশিচক্র মেনে খরগোশ, ড্র্যাগন, সাপ, ঘোড়া— এ হেন মোট ১২টি প্রাণীর রাজত্ব এক-একটি বছরে। নিজের জন্মসাল দিয়ে অঙ্ক কষে ওই প্রাণীটিকে বার করতে পারেন। আবার জন্মসাল অনুযায়ী এক-একটি প্রাণীর চারিত্রিক বৈশিষ্ট্য আপনার মধ্যে দেখা যেতে পারে। তবে সে সব কথা পরে হবে। তার আগে জানানো যাক, কোন প্রাণীর বছরে কার কপালে কী রয়েছে?

চিনা রাশিচক্র মেনে খরগোশ, ড্র্যাগন, সাপ, ঘোড়া— এ হেন মোট ১২টি প্রাণীর রাজত্ব এক-একটি বছরে। নিজের জন্মসাল দিয়ে অঙ্ক কষে ওই প্রাণীটিকে বার করতে পারেন। আবার জন্মসাল অনুযায়ী এক-একটি প্রাণীর চারিত্রিক বৈশিষ্ট্য আপনার মধ্যে দেখা যেতে পারে। তবে সে সব কথা পরে হবে। তার আগে জানানো যাক, কোন প্রাণীর বছরে কার কপালে কী রয়েছে?

০৩ ২৭
আগেই বলেছি, চলতি বছরটি খরগোশের। যাঁরা এই প্রাণীর বছরে জন্মান, তাঁদের জন্য খারাপ খবর রয়েছে বলে দাবি। চিনা রাশিচক্রে আস্থা রাখা মানুষজনের বিশ্বাস, খরগোশের বছরে নানা বাধাবিঘ্ন এবং অস্থিরতা আসতে পারে।

আগেই বলেছি, চলতি বছরটি খরগোশের। যাঁরা এই প্রাণীর বছরে জন্মান, তাঁদের জন্য খারাপ খবর রয়েছে বলে দাবি। চিনা রাশিচক্রে আস্থা রাখা মানুষজনের বিশ্বাস, খরগোশের বছরে নানা বাধাবিঘ্ন এবং অস্থিরতা আসতে পারে।

০৪ ২৭
খরগোশ রাশির জাতকেরা স্পর্শকাতর, দয়ালু, মিশুকে হন। এদের সৌন্দর্যবোধও থাকে বেশি। হংকংয়ের এক বিশেষজ্ঞ থিরেরি চাও বলেন, ‘‘শরীরস্বাস্থ্য, কেরিয়ার এবং ব্যক্তিগত সম্পর্কে বড়সড় বদল ঘটবে এই বছর। তবে মনে রাখবেন, সবই যে খারাপ হবে এমনটা নয়। পরিবর্তনের অর্থ উন্নতির সুযোগও বটে। ভ্রমণেই সুযোগ আসবে।’’

খরগোশ রাশির জাতকেরা স্পর্শকাতর, দয়ালু, মিশুকে হন। এদের সৌন্দর্যবোধও থাকে বেশি। হংকংয়ের এক বিশেষজ্ঞ থিরেরি চাও বলেন, ‘‘শরীরস্বাস্থ্য, কেরিয়ার এবং ব্যক্তিগত সম্পর্কে বড়সড় বদল ঘটবে এই বছর। তবে মনে রাখবেন, সবই যে খারাপ হবে এমনটা নয়। পরিবর্তনের অর্থ উন্নতির সুযোগও বটে। ভ্রমণেই সুযোগ আসবে।’’

০৫ ২৭
চিনা রাশিচক্র মেনে যাঁরা ড্রাগনের বছরে জন্মেছেন, তাঁদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সহজাত। আদর্শবাদী এবং খুঁতখুঁতে হন এঁরা।

চিনা রাশিচক্র মেনে যাঁরা ড্রাগনের বছরে জন্মেছেন, তাঁদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সহজাত। আদর্শবাদী এবং খুঁতখুঁতে হন এঁরা।

০৬ ২৭
আপনার জন্মসন মেনে রাশি ড্র্যাগন হলে তবে চলতি বছর ভাল যাবে বলে মত চাওয়ের। তিনি বলেন, ‘‘চলতি বছরে স্বাস্থ্য ছাড়া বিশেষ কিছু নিয়ে চিন্তাভাবনা নেই ড্র্যাগনদের। তবে মানসিক চাপ অনুভব করতে পারেন। কর্মক্ষেত্রে হুড়োহুড়ি করে কোনও সিদ্ধান্ত নেবেন না।’’

আপনার জন্মসন মেনে রাশি ড্র্যাগন হলে তবে চলতি বছর ভাল যাবে বলে মত চাওয়ের। তিনি বলেন, ‘‘চলতি বছরে স্বাস্থ্য ছাড়া বিশেষ কিছু নিয়ে চিন্তাভাবনা নেই ড্র্যাগনদের। তবে মানসিক চাপ অনুভব করতে পারেন। কর্মক্ষেত্রে হুড়োহুড়ি করে কোনও সিদ্ধান্ত নেবেন না।’’

০৭ ২৭
সকলের মন জয়ে নাকি এই রাশির জাতকদের জুড়ি নেই। চিনা রাশিচক্র মেনে যাঁরা সাপের বর্ষে জন্মেছেন, তাঁরা সাধারণত ঠান্ডা মাথার মানুষ হন। বিশেষ আর্থিক সঙ্কটেও পড়েন না। ব্যর্থ হতেও পছন্দ করেন না এঁরা।

সকলের মন জয়ে নাকি এই রাশির জাতকদের জুড়ি নেই। চিনা রাশিচক্র মেনে যাঁরা সাপের বর্ষে জন্মেছেন, তাঁরা সাধারণত ঠান্ডা মাথার মানুষ হন। বিশেষ আর্থিক সঙ্কটেও পড়েন না। ব্যর্থ হতেও পছন্দ করেন না এঁরা।

০৮ ২৭
চাওয়ের মতে, ‘স্লেক ইয়ার্স’-এ জন্মগ্রহণ করেছেন, এমন মানুষেরা সুসংবাদ আশা করতে পারেন। বে়ড়াতে গিয়ে মনের মানুষকে খুঁজে পেতে পারেন। কর্মক্ষেত্রে নতুন সুযোগ, উন্নতিও হতে পারে। তবে কর্মক্ষেত্র এবং ব্যক্তিজীবনে ভারসাম্য বজায় রাখতে হবে।

চাওয়ের মতে, ‘স্লেক ইয়ার্স’-এ জন্মগ্রহণ করেছেন, এমন মানুষেরা সুসংবাদ আশা করতে পারেন। বে়ড়াতে গিয়ে মনের মানুষকে খুঁজে পেতে পারেন। কর্মক্ষেত্রে নতুন সুযোগ, উন্নতিও হতে পারে। তবে কর্মক্ষেত্র এবং ব্যক্তিজীবনে ভারসাম্য বজায় রাখতে হবে।

০৯ ২৭
চিনা রাশিচক্রের নিয়মে যাঁদের ঘোড়ার সঙ্গে চিহ্নিত করা যায়, তাঁরা প্রাণশক্তিতে ভরপুর হন। ঘোরাফেরা করতে পছন্দ করেন। এমনকি, সহজেই তাঁদের প্রতি আকৃষ্ট হন সকলে।

চিনা রাশিচক্রের নিয়মে যাঁদের ঘোড়ার সঙ্গে চিহ্নিত করা যায়, তাঁরা প্রাণশক্তিতে ভরপুর হন। ঘোরাফেরা করতে পছন্দ করেন। এমনকি, সহজেই তাঁদের প্রতি আকৃষ্ট হন সকলে।

১০ ২৭
চাও বলেন, ‘‘ঘোড়া রাশির জাতকেরা নতুন সুযোগের সন্ধান পাবেন। অসীম শক্তিও তাঁদের পাশে থাকবে। সুসম্পর্ক বজায় থাকায় চলতি বছর তাঁদের বিয়ের জন্য ভাল। তবে নিজের এবং পরিবারের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে।’’

চাও বলেন, ‘‘ঘোড়া রাশির জাতকেরা নতুন সুযোগের সন্ধান পাবেন। অসীম শক্তিও তাঁদের পাশে থাকবে। সুসম্পর্ক বজায় থাকায় চলতি বছর তাঁদের বিয়ের জন্য ভাল। তবে নিজের এবং পরিবারের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে।’’

১১ ২৭
ভেড়ার সঙ্গে মিল রয়েছে যে রাশির জাতকদের তাঁরা সৃজনশীল হলেও নিরাপত্তার অভাব বোধ করেন। সুব্যবহারের জন্য অনেক বন্ধুবান্ধব জুটে যায়। তবে প্রচলিত পথের বাইরে সিদ্ধান্ত নিতে সাহস পান না।

ভেড়ার সঙ্গে মিল রয়েছে যে রাশির জাতকদের তাঁরা সৃজনশীল হলেও নিরাপত্তার অভাব বোধ করেন। সুব্যবহারের জন্য অনেক বন্ধুবান্ধব জুটে যায়। তবে প্রচলিত পথের বাইরে সিদ্ধান্ত নিতে সাহস পান না।

১২ ২৭
ভেড়া রাশির জাতকদের জন্য চাওয়ের পরামর্শ, ‘‘নিজেকে জানার জন্য কিছুটা সময় ব্যয় করুন। কর্মক্ষেত্রেও বিচক্ষণতার পরিচয় দিতে হবে। ঠিক সময়ে সুযোগ আসবে। চলতি বছরে নতুন মানুষের দেখা পেতে পারেন।’’

ভেড়া রাশির জাতকদের জন্য চাওয়ের পরামর্শ, ‘‘নিজেকে জানার জন্য কিছুটা সময় ব্যয় করুন। কর্মক্ষেত্রেও বিচক্ষণতার পরিচয় দিতে হবে। ঠিক সময়ে সুযোগ আসবে। চলতি বছরে নতুন মানুষের দেখা পেতে পারেন।’’

১৩ ২৭
সব সময় হাসিঠাট্টায় মেতে থাকেন বাঁদর রাশির জাতকেরা। পার্টিতে হইহুল্লোড় করতে পারেন। সব সমস্যার সমাধানও যেন হাতের মুঠোয় থাকে।

সব সময় হাসিঠাট্টায় মেতে থাকেন বাঁদর রাশির জাতকেরা। পার্টিতে হইহুল্লোড় করতে পারেন। সব সমস্যার সমাধানও যেন হাতের মুঠোয় থাকে।

১৪ ২৭
চাওয়ের মতে, ‘‘চলতি বছরে কর্মক্ষেত্রে প্রশংসা কুড়োবেন বাঁদর রাশির জাতকেরা। তবে ভেবেচিন্তে পা ফেলুন। প্রিয় মানুষটির সঙ্গে ঝগড়াঝাঁটি হতে পারে।’’

চাওয়ের মতে, ‘‘চলতি বছরে কর্মক্ষেত্রে প্রশংসা কুড়োবেন বাঁদর রাশির জাতকেরা। তবে ভেবেচিন্তে পা ফেলুন। প্রিয় মানুষটির সঙ্গে ঝগড়াঝাঁটি হতে পারে।’’

১৫ ২৭
চিনা রাশিচক্র অনুযায়ী, যাঁরা মোরগের সঙ্গে মিল খুঁজে পেয়েছেন, তাঁরা অত্যন্ত বিশ্বস্ত এবং স্পষ্টবাদী। এঁদের পর্যবেক্ষণ ক্ষমতাও বেশি।

চিনা রাশিচক্র অনুযায়ী, যাঁরা মোরগের সঙ্গে মিল খুঁজে পেয়েছেন, তাঁরা অত্যন্ত বিশ্বস্ত এবং স্পষ্টবাদী। এঁদের পর্যবেক্ষণ ক্ষমতাও বেশি।

১৬ ২৭
মোরগের জাতকদের প্রতি চাওয়ের পরামর্শ, ‘‘চলতি বছর ভ্রমণে বেরিয়ে পড়ুন। দ্বন্দ্বের মুখে পড়লেও তা ভালর জন্যই হবে।’’

মোরগের জাতকদের প্রতি চাওয়ের পরামর্শ, ‘‘চলতি বছর ভ্রমণে বেরিয়ে পড়ুন। দ্বন্দ্বের মুখে পড়লেও তা ভালর জন্যই হবে।’’

১৭ ২৭
চিনা রাশিচক্র অনুযায়ী, কুকুরের জাতকেরা অত্যন্ত সোজাসাপ্টা এবং বিশ্বস্ত হন। সাহসের অভাব নেই, আত্মবিশ্বাসী এবং নেতৃত্ব দেওয়ার সহজাত ক্ষমতাও রয়েছে এঁদের।

চিনা রাশিচক্র অনুযায়ী, কুকুরের জাতকেরা অত্যন্ত সোজাসাপ্টা এবং বিশ্বস্ত হন। সাহসের অভাব নেই, আত্মবিশ্বাসী এবং নেতৃত্ব দেওয়ার সহজাত ক্ষমতাও রয়েছে এঁদের।

১৮ ২৭
চলতি বছরে এই রাশির জাতকদের আর্থিক এবং পেশাগত দিকে উন্নতি হবে বলে মত চাওয়ের। তবে এই রাশির জাতকদের অন্যের কথা শোনায় মন দিতে পরামর্শ দিয়েছেন তিনি।

চলতি বছরে এই রাশির জাতকদের আর্থিক এবং পেশাগত দিকে উন্নতি হবে বলে মত চাওয়ের। তবে এই রাশির জাতকদের অন্যের কথা শোনায় মন দিতে পরামর্শ দিয়েছেন তিনি।

১৯ ২৭
অপরিসীম সহ্যক্ষমতার অধিকারী শূকর রাশির জাতকেরা সকলের বিশ্বাসের মর্যাদা দেন। তবে প্রতারিত হতে পারেন।

অপরিসীম সহ্যক্ষমতার অধিকারী শূকর রাশির জাতকেরা সকলের বিশ্বাসের মর্যাদা দেন। তবে প্রতারিত হতে পারেন।

২০ ২৭
এই রাশির জাতকদের কাজ এবং অবসরের সময়ে ভারসাম্য মেনে চলতে পরামর্শ দিয়েছেন চাও। দলগত কাজে মনোনিবেশ করলে পেশাগত ক্ষেত্রে সাফল্য আসতে পারে।

এই রাশির জাতকদের কাজ এবং অবসরের সময়ে ভারসাম্য মেনে চলতে পরামর্শ দিয়েছেন চাও। দলগত কাজে মনোনিবেশ করলে পেশাগত ক্ষেত্রে সাফল্য আসতে পারে।

২১ ২৭
যে কোনও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারেন ইঁদুরের জাতকেরা। সাধারণত অর্থের অভাবে ভোগেন না এঁরা।

যে কোনও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারেন ইঁদুরের জাতকেরা। সাধারণত অর্থের অভাবে ভোগেন না এঁরা।

২২ ২৭
এই রাশির জাতকদের জন্য চাওয়ের সর্তকবাণী, ‘‘এই রাশির জাতকেরা চলতি বছরে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। তবে মনে রাখবেন, সব কিছুই যে খারাপ হবে, এমনও নয়। কর্মক্ষেত্র এবং শরীরস্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতে হবে।’’

এই রাশির জাতকদের জন্য চাওয়ের সর্তকবাণী, ‘‘এই রাশির জাতকেরা চলতি বছরে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। তবে মনে রাখবেন, সব কিছুই যে খারাপ হবে, এমনও নয়। কর্মক্ষেত্র এবং শরীরস্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতে হবে।’’

২৩ ২৭
ষাঁড় রাশির জাতকেরা কঠোর পরিশ্রমী হওয়ার পাশাপাশি অসীম ধৈর্যের অধিকারী হন। আত্মবিশ্বাসী হলেও সামাজিক মেলামেশায় অভ্যস্ত নন এঁরা।

ষাঁড় রাশির জাতকেরা কঠোর পরিশ্রমী হওয়ার পাশাপাশি অসীম ধৈর্যের অধিকারী হন। আত্মবিশ্বাসী হলেও সামাজিক মেলামেশায় অভ্যস্ত নন এঁরা।

২৪ ২৭
চাওয়ের মতে, ‘‘চলতি বছরে ভ্রমণের সুযোগ রয়েছে এই রাশির জাতকদের। আর্থিক দিক দিয়েও কপাল খুলবে। পেশা বা ব্যক্তিগত কারণে ভ্রমণের সুযোগও মিলবে। তবে শরীরস্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতে হবে।’’

চাওয়ের মতে, ‘‘চলতি বছরে ভ্রমণের সুযোগ রয়েছে এই রাশির জাতকদের। আর্থিক দিক দিয়েও কপাল খুলবে। পেশা বা ব্যক্তিগত কারণে ভ্রমণের সুযোগও মিলবে। তবে শরীরস্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতে হবে।’’

২৫ ২৭
নেতৃত্বের সহজাত গুণ রয়েছে বাঘের। যা দেখা যায় এই রাশির জাতকদের মধ্যে। অন্য দিকে, যথেষ্ট সাহসী হন এই রাশির জাতকেরা। লড়াকু হওয়ার পাশাপাশি নিজে যা ঠিক মনে করেন, তার জন্য প্রাণপণ চেষ্টা করতে পারেন এঁরা। আবার, অন্যদের সহজেই আকৃষ্ট করতে পারেন।

নেতৃত্বের সহজাত গুণ রয়েছে বাঘের। যা দেখা যায় এই রাশির জাতকদের মধ্যে। অন্য দিকে, যথেষ্ট সাহসী হন এই রাশির জাতকেরা। লড়াকু হওয়ার পাশাপাশি নিজে যা ঠিক মনে করেন, তার জন্য প্রাণপণ চেষ্টা করতে পারেন এঁরা। আবার, অন্যদের সহজেই আকৃষ্ট করতে পারেন।

২৬ ২৭
চাওয়ের মতে, কঠিন সময়ের মধ্যে দিয়ে গেলেও এই রাশির জাতকদের জন্য সুসময় অপেক্ষা করছে। চলতি বছরে বড়সড় পরিবর্তন আসবে।

চাওয়ের মতে, কঠিন সময়ের মধ্যে দিয়ে গেলেও এই রাশির জাতকদের জন্য সুসময় অপেক্ষা করছে। চলতি বছরে বড়সড় পরিবর্তন আসবে।

২৭ ২৭
প্রতিটি রাশির জাতকদের সম্পর্কে তো জানলেন। তবে জানেন কি, আপনি কোন রাশির জাতক? তা জানতে হলে জন্মসালকে ১২ দিয়ে ভাগ করুন। ধরুন, পপগায়িকা সিলিন ডিয়নের জন্ম ১৯৬৮ সালে। তা হলে ১২ দিয়ে ১৯৬৮-কে ভাগ করলে হয় ১৬৪। কোনও কিছু বাকি থাকছে না অর্থাৎ ‘০’। চিনা রাশিচক্র অনুযায়ী, যা বাঁদরের চিহ্ন। এ ভাবেই ১ হল মোরগ, ২ কুকুর, ৩ শূকর, ৪ ইঁদুর, ৫ ষাঁড়, ৬ বাঘ, ৭ খরগোশ, ৮ ড্র্যাগন, ৯ সাপ, ১০ ঘোড়া এবং ১১ ভেড়া।

প্রতিটি রাশির জাতকদের সম্পর্কে তো জানলেন। তবে জানেন কি, আপনি কোন রাশির জাতক? তা জানতে হলে জন্মসালকে ১২ দিয়ে ভাগ করুন। ধরুন, পপগায়িকা সিলিন ডিয়নের জন্ম ১৯৬৮ সালে। তা হলে ১২ দিয়ে ১৯৬৮-কে ভাগ করলে হয় ১৬৪। কোনও কিছু বাকি থাকছে না অর্থাৎ ‘০’। চিনা রাশিচক্র অনুযায়ী, যা বাঁদরের চিহ্ন। এ ভাবেই ১ হল মোরগ, ২ কুকুর, ৩ শূকর, ৪ ইঁদুর, ৫ ষাঁড়, ৬ বাঘ, ৭ খরগোশ, ৮ ড্র্যাগন, ৯ সাপ, ১০ ঘোড়া এবং ১১ ভেড়া।

সমস্ত ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy