Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Invisibility Cloak in China

হ্যারি পটারের ‘অস্ত্র’ বাস্তবে বানিয়ে ফেলল চিন! অদৃশ্য হয়েই কি এ বার যুদ্ধ করবে বেজিং?

জে কে রাওলিংয়ের হ্যারি পটার সিরিজ়ে ‘ইনভিজ়িবিলিটি ক্লোক’-এর জনপ্রিয়তা সকলের জানা। লেখকের সেই কল্পনাকে এ বার বাস্তবে তুলে আনলেন চিনের গবেষক। ওই ‘ক্লোক’ তিনি নিজেই বানিয়ে ফেললেন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২২ জুন ২০২৪ ১৪:৪৫
Share: Save:
০১ ১৮
হ্যারি পটারের জাদুর দুনিয়ার সঙ্গে কমবেশি পরিচয় রয়েছে সকলেরই। জে কে রাওলিংয়ের অমর সৃষ্টি এই নভেল সিরিজ়। বিশ্বের সবচেয়ে বেশি বিক্রিত বইয়ের তালিকায় অন্যতম হিসাবে নাম রয়েছে হ্যারি পটারের।

হ্যারি পটারের জাদুর দুনিয়ার সঙ্গে কমবেশি পরিচয় রয়েছে সকলেরই। জে কে রাওলিংয়ের অমর সৃষ্টি এই নভেল সিরিজ়। বিশ্বের সবচেয়ে বেশি বিক্রিত বইয়ের তালিকায় অন্যতম হিসাবে নাম রয়েছে হ্যারি পটারের।

০২ ১৮
বইয়ের পাশাপাশি হ্যারি পটারের গল্পকে কেন্দ্র করে আটটি সিনেমাও তৈরি হয়েছে। হলিউডের গণ্ডি পেরিয়ে যার জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে বিভিন্ন দেশে, মহাদেশে। জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছেন চরিত্রগুলির কলাকুশলীরাও।

বইয়ের পাশাপাশি হ্যারি পটারের গল্পকে কেন্দ্র করে আটটি সিনেমাও তৈরি হয়েছে। হলিউডের গণ্ডি পেরিয়ে যার জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে বিভিন্ন দেশে, মহাদেশে। জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছেন চরিত্রগুলির কলাকুশলীরাও।

০৩ ১৮
হ্যারি পটারের বইগুলির পাতায় পাতায় রয়েছে চমক। জাদুবিদ্যাকে এমন আকর্ষণীয় ভাবে গল্পের মাধ্যমে উপস্থাপিত করেছেন লেখক, যা আট থেকে আশি কাউকেই নিরাশ করে না। বরং, সকলেই গোগ্রাসে গেলে সেই কাহিনি।

হ্যারি পটারের বইগুলির পাতায় পাতায় রয়েছে চমক। জাদুবিদ্যাকে এমন আকর্ষণীয় ভাবে গল্পের মাধ্যমে উপস্থাপিত করেছেন লেখক, যা আট থেকে আশি কাউকেই নিরাশ করে না। বরং, সকলেই গোগ্রাসে গেলে সেই কাহিনি।

০৪ ১৮
এ হেন হ্যারি পটারে ব্যবহৃত একটি ‘অস্ত্র’ এ বার হাতে পেল চিন। সৌজন্যে তাঁদের গবেষক চু জুনহাও। তিনি সম্প্রতি একটি অত্যাশ্চর্য আবিষ্কার করেছেন, যা বিজ্ঞানী মহলে সাড়া ফেলে দিয়েছে।

এ হেন হ্যারি পটারে ব্যবহৃত একটি ‘অস্ত্র’ এ বার হাতে পেল চিন। সৌজন্যে তাঁদের গবেষক চু জুনহাও। তিনি সম্প্রতি একটি অত্যাশ্চর্য আবিষ্কার করেছেন, যা বিজ্ঞানী মহলে সাড়া ফেলে দিয়েছে।

০৫ ১৮
লেখকের কল্পনাকে বাস্তবে সত্যি করে তুলেছেন চিনের ওই গবেষক। তিনি বানিয়ে ফেলেছেন বাস্তবের ‘ইনভিজ়িবিলিটি ক্লোক’। এটি এক ধরনের পোশাক, হ্যারি পটারের সাতটি বই জুড়ে যার একাধিক চমকপ্রদ ব্যবহার লক্ষ করা গিয়েছে।

লেখকের কল্পনাকে বাস্তবে সত্যি করে তুলেছেন চিনের ওই গবেষক। তিনি বানিয়ে ফেলেছেন বাস্তবের ‘ইনভিজ়িবিলিটি ক্লোক’। এটি এক ধরনের পোশাক, হ্যারি পটারের সাতটি বই জুড়ে যার একাধিক চমকপ্রদ ব্যবহার লক্ষ করা গিয়েছে।

০৬ ১৮
কী এই ‘ইনভিজ়িবিলিটি ক্লোক’? চিনা গবেষকই বা আসলে কী করে দেখালেন? জে কে রাওলিংয়ের কাহিনি অনুযায়ী, এটি একটি জাদু-পোশাক যা পরলে যে কোনও ব্যক্তি অদৃশ্য হয়ে যান। তাঁকে আর দেখা যায় না। চোখের সামনে ঘোরাফেরা করলেও তাঁর উপস্থিতি দেখতে পাবেন না কেউ।

কী এই ‘ইনভিজ়িবিলিটি ক্লোক’? চিনা গবেষকই বা আসলে কী করে দেখালেন? জে কে রাওলিংয়ের কাহিনি অনুযায়ী, এটি একটি জাদু-পোশাক যা পরলে যে কোনও ব্যক্তি অদৃশ্য হয়ে যান। তাঁকে আর দেখা যায় না। চোখের সামনে ঘোরাফেরা করলেও তাঁর উপস্থিতি দেখতে পাবেন না কেউ।

০৭ ১৮
চিনা সংবাদমাধ্যম সূত্রে খবর, আলোর তারতম্যকারী অত্যাধুনিক উপাদান (অ্যাডভান্সড লাইট ম্যানিপুলেটিং মেটেরিয়াল) দিয়ে এই বিশেষ ‘ক্লোক’ বানিয়েছেন চু জুনহাও। প্রথাগত দৃশ্যমানতার নিয়মকে যা চ্যালেঞ্জ করে। প্রকাশ্যে তা ব্যবহার করেও দেখানো হয়েছে।

চিনা সংবাদমাধ্যম সূত্রে খবর, আলোর তারতম্যকারী অত্যাধুনিক উপাদান (অ্যাডভান্সড লাইট ম্যানিপুলেটিং মেটেরিয়াল) দিয়ে এই বিশেষ ‘ক্লোক’ বানিয়েছেন চু জুনহাও। প্রথাগত দৃশ্যমানতার নিয়মকে যা চ্যালেঞ্জ করে। প্রকাশ্যে তা ব্যবহার করেও দেখানো হয়েছে।

০৮ ১৮
‘ইনভিজ়িবিলিটি ক্লোক’-এর মধ্যে দিয়ে প্রযুক্তিকে কাজে লাগিয়ে যেন আলোকে ধোঁকা দিয়েছেন চিনা গবেষক। যা খালি চোখে দেখা যায় আর যা দেখা যায় না, তার মধ্যেকার সূক্ষ্ম পার্থক্য তিনি আবছা করে দিয়েছেন।

‘ইনভিজ়িবিলিটি ক্লোক’-এর মধ্যে দিয়ে প্রযুক্তিকে কাজে লাগিয়ে যেন আলোকে ধোঁকা দিয়েছেন চিনা গবেষক। যা খালি চোখে দেখা যায় আর যা দেখা যায় না, তার মধ্যেকার সূক্ষ্ম পার্থক্য তিনি আবছা করে দিয়েছেন।

০৯ ১৮
চু জুনহাওয়ের এই আবিষ্কারকে ‘যুগান্তকারী’ বলে মনে করছেন বিজ্ঞানীদের একাংশ। বাস্তবে এর প্রয়োগ হতে পারে মারাত্মক। এমনকি সামরিক কাজেও এই পোশাক ব্যবহার করতে পারে চিন।

চু জুনহাওয়ের এই আবিষ্কারকে ‘যুগান্তকারী’ বলে মনে করছেন বিজ্ঞানীদের একাংশ। বাস্তবে এর প্রয়োগ হতে পারে মারাত্মক। এমনকি সামরিক কাজেও এই পোশাক ব্যবহার করতে পারে চিন।

১০ ১৮
প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ‘ইনভিজ়িবিলিটি ক্লোক’ ব্যবহার করে সবার আগে অদৃশ্য ঘর তৈরির দিকে নজর দিতে পারেন চিনা আধিকারিকেরা। তা যদি সম্ভব হয়, বিভিন্ন ক্ষেত্রে তা প্রয়োগ করা হবে।

প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ‘ইনভিজ়িবিলিটি ক্লোক’ ব্যবহার করে সবার আগে অদৃশ্য ঘর তৈরির দিকে নজর দিতে পারেন চিনা আধিকারিকেরা। তা যদি সম্ভব হয়, বিভিন্ন ক্ষেত্রে তা প্রয়োগ করা হবে।

১১ ১৮
জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে ‘ইনভিজ়িবিলিটি ক্লোক’-এর ব্যবহার চালু করতে পারে বেজিং। এমনকি, সামরিক কাজেও তা লাগানো হতে পারে। এই ধরনের ‘অস্ত্র’ আগে কখনও কোনও দেশের হাতে পড়েনি।

জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে ‘ইনভিজ়িবিলিটি ক্লোক’-এর ব্যবহার চালু করতে পারে বেজিং। এমনকি, সামরিক কাজেও তা লাগানো হতে পারে। এই ধরনের ‘অস্ত্র’ আগে কখনও কোনও দেশের হাতে পড়েনি।

১২ ১৮
‘ইনভিজ়িবিলিটি ক্লোক’ সামরিক কাজে ব্যবহার করা হলে যে কোনও সংঘর্ষ বা যুদ্ধে প্রথম থেকেই কয়েক ধাপ এগিয়ে থাকবে শি জিনপিংয়ের দেশ। চিনা যোদ্ধারা বাস্তবিক ‘অদৃশ্য’ হয়ে যুদ্ধ করতে পারবেন, ভবিষ্যতে তেমন সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না পর্যবেক্ষকেরা।

‘ইনভিজ়িবিলিটি ক্লোক’ সামরিক কাজে ব্যবহার করা হলে যে কোনও সংঘর্ষ বা যুদ্ধে প্রথম থেকেই কয়েক ধাপ এগিয়ে থাকবে শি জিনপিংয়ের দেশ। চিনা যোদ্ধারা বাস্তবিক ‘অদৃশ্য’ হয়ে যুদ্ধ করতে পারবেন, ভবিষ্যতে তেমন সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না পর্যবেক্ষকেরা।

১৩ ১৮
বিশেষজ্ঞদের একাংশের মতে, ‘ইনভিজ়িবিলিটি ক্লোক’-এর ব্যবহার পুরোদমে চালু হলে অপটিক্যাল টেকনোলজির এক নতুন দিগন্ত খুলে যাবে। এই প্রযুক্তি বদলে দিতে পারে জাতীয় নিরাপত্তা ব্যবস্থার সংজ্ঞা।

বিশেষজ্ঞদের একাংশের মতে, ‘ইনভিজ়িবিলিটি ক্লোক’-এর ব্যবহার পুরোদমে চালু হলে অপটিক্যাল টেকনোলজির এক নতুন দিগন্ত খুলে যাবে। এই প্রযুক্তি বদলে দিতে পারে জাতীয় নিরাপত্তা ব্যবস্থার সংজ্ঞা।

১৪ ১৮
একাধিক গোপন সামরিক অভিযানে ‘ইনভিজ়িবিলিটি ক্লোক’-এর ব্যবহার বেজিংয়ের হাতে তুলে দিতে পারে ‘ব্রহ্মাস্ত্র’। আগামী দিনে এটি নিরাপত্তা ব্যবস্থাকে আমূল বদলে ফেলতে বাধ্য করবে বলেও মনে করছেন বিজ্ঞানীরা।

একাধিক গোপন সামরিক অভিযানে ‘ইনভিজ়িবিলিটি ক্লোক’-এর ব্যবহার বেজিংয়ের হাতে তুলে দিতে পারে ‘ব্রহ্মাস্ত্র’। আগামী দিনে এটি নিরাপত্তা ব্যবস্থাকে আমূল বদলে ফেলতে বাধ্য করবে বলেও মনে করছেন বিজ্ঞানীরা।

১৫ ১৮
তবে শুধু সামরিক নয়, ‘ইনভিজ়িবিলিটি ক্লোক’-এর ব্যবহার চালু হলে তার দ্বারা রাজনীতি, সমাজ, চিকিৎসা ব্যবস্থা, বিজ্ঞানেরও প্রভূত উন্নতির সম্ভাবনা দেখতে পাচ্ছেন বিশেষজ্ঞেরা।

তবে শুধু সামরিক নয়, ‘ইনভিজ়িবিলিটি ক্লোক’-এর ব্যবহার চালু হলে তার দ্বারা রাজনীতি, সমাজ, চিকিৎসা ব্যবস্থা, বিজ্ঞানেরও প্রভূত উন্নতির সম্ভাবনা দেখতে পাচ্ছেন বিশেষজ্ঞেরা।

১৬ ১৮
চিনা গবেষকের আবিষ্কার এখনও প্রাথমিক স্তরে রয়েছে। তার ব্যবহার চালু হয়নি। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ধাপ পেরিয়ে আগামী দিনে এটি বেজিংয়ের অন্যতম শক্তিশালী ‘অস্ত্র’ হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।

চিনা গবেষকের আবিষ্কার এখনও প্রাথমিক স্তরে রয়েছে। তার ব্যবহার চালু হয়নি। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ধাপ পেরিয়ে আগামী দিনে এটি বেজিংয়ের অন্যতম শক্তিশালী ‘অস্ত্র’ হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।

১৭ ১৮
হ্যারি পটারের ‘ইনভিজ়িবিলিটি ক্লোক’ ছিল অভেদ্য এবং অক্ষয়। মানুষ তো বটেই, কোনও পশুপাখিও তার পিছনে লুকিয়ে থাকা ব্যক্তিকে দেখতে পেত না। এই পোশাক নষ্ট হত না। বছরের পর বছর ধরে তা একই অবস্থায় রয়ে গিয়েছিল।

হ্যারি পটারের ‘ইনভিজ়িবিলিটি ক্লোক’ ছিল অভেদ্য এবং অক্ষয়। মানুষ তো বটেই, কোনও পশুপাখিও তার পিছনে লুকিয়ে থাকা ব্যক্তিকে দেখতে পেত না। এই পোশাক নষ্ট হত না। বছরের পর বছর ধরে তা একই অবস্থায় রয়ে গিয়েছিল।

১৮ ১৮
চিনে তৈরি ‘ইনভিজ়িবিলিটি ক্লোক’-এ অবশ্য কিছু সীমাবদ্ধতা রয়েছে। সেগুলিকে আপাতত উপেক্ষাই করছেন বিজ্ঞানীদের একাংশ। ‘যুগান্তকারী’ তকমা পেয়ে গিয়েছে চু জুনহাওয়ের সৃষ্টি।

চিনে তৈরি ‘ইনভিজ়িবিলিটি ক্লোক’-এ অবশ্য কিছু সীমাবদ্ধতা রয়েছে। সেগুলিকে আপাতত উপেক্ষাই করছেন বিজ্ঞানীদের একাংশ। ‘যুগান্তকারী’ তকমা পেয়ে গিয়েছে চু জুনহাওয়ের সৃষ্টি।

সকল ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy