হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল চিনের প্রাক্তন প্রধানমন্ত্রী লি খ্যছিয়াংয়ের। প্রায় ১০ বছর ধরে চিনের প্রধানমন্ত্রীর পদ সামলেছেন খ্যছিয়াং। তিনি ছিলেন চিনের সপ্তম ‘প্রিমিয়ার’। তাঁর সঙ্গে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ‘বিবাদ’ এক সময় সর্বজনবিদিত ছিল। লিয়ের মৃত্যুর পর সেই প্রসঙ্গও ফের প্রকাশ্যে চলে এল।