Catfight between Sonam Kapoor and Sonakshi Sinha dgtl
Sonam Kapoor
ফিল্ম ফ্লপ করায় প্রেমে ইতি পড়ে, অর্জুনকে নিয়ে মুখ দেখাদেখি বন্ধ হয়ে যায় দুই নায়িকার
অর্জুনের সঙ্গে সোনাক্ষীর সম্পর্কে চির ধরায় শত্রুঘ্ন-কন্যার সঙ্গে মুখ-দেখাদেখি বন্ধ করে দিয়েছিলেন সোনম কপূর আহুজা।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২২ ১৬:৪০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৬
অর্জুন কপূর। ২০১২ সালে ‘ইশকজাদে’ ছবির মাধ্যমে বলিউডে প্রথম পা রাখেন এই অভিনেতা। বিগত এক দশকে হাতে গোনা ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে অর্জুনকে। কিন্তু বলিপাড়ায় তাঁকে নিয়ে গুঞ্জন চলে অনবরত।
০২১৬
মালাইকা অরোরার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে টিনসেল নগরী বহু দিন মেতেছিল। এমনকি, সলমন খানের বোন অর্পিতার সঙ্গে অর্জুনের দীর্ঘ দিনের সম্পর্ক নিয়েও জলঘোলা হয়।
০৩১৬
কিন্তু শুধু অর্পিতা বা মালাইকা নন, বলিউডের আরও এক অভিনেত্রীর সঙ্গে অর্জুনের নাম জড়িয়ে পড়ে। এমনকি, এই নিয়ে দুই বলি তারকার মধ্যে বহু দিন ঠান্ডা লড়াইও চলে।
০৪১৬
২০১৫ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় অমিত রবিন্দরনাথ পরিচালিত ‘তেভর’ ছবিটি। এই ছবিতে অর্জুন কপূরের বিপরীতে অভিনয় করেছিলেন শত্রুঘ্ন-কন্যা সোনাক্ষী।
০৫১৬
শ্যুটিং চলাকালীন শোনা যায়, অর্জুন ও সোনাক্ষী ডেট করছিলেন। কিন্তু সিনেমাটি মুক্তি পাওয়ার পর বক্স অফিস থেকে সাড়া পায় না।
০৬১৬
কানাঘুষো শোনা যায়, ছবি ফ্লপ করার পর সোনাক্ষী ও অর্জুনের সম্পর্কে চিড় ধরে। সোনাক্ষীই নাকি কথা বলা বন্ধ করে দেন অর্জুনের সঙ্গে।
০৭১৬
এর ফলে সোনাক্ষীর উপর ক্ষুব্ধ হয়ে পড়েন বলিপাড়ার আর এক অভিনেত্রী সোনম। অর্জুন সম্পর্কে তাঁর ভাই। অভিনেত্রীর মতে, স্বার্থের জন্যই সোনাক্ষী অর্জুনের সঙ্গে সম্পর্কে ছিলেন।
০৮১৬
এই ঘটনার পর সোনাক্ষীর সঙ্গে কথা বলা বন্ধ করে দেন সোনম। কোনও অনুষ্ঠানে দেখা হলেও মুখ ফিরিয়ে চলে যেতেন তিনি।
০৯১৬
এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রথম সারির আসনে বসেছিলেন সোনাক্ষী। সেখানে উপস্থিত ছিলেন সোনমও। সোনাক্ষীর সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় সোনম তাঁর সঙ্গে কথা না বলে এগিয়ে যাচ্ছিলেন।
১০১৬
সোনাক্ষীর পাশেই বসেছিলেন রণবীর সিংহ। রণবীরকে দেখে হাসিমুখে এগিয়ে যান সোনম। সোনাক্ষীর সামনেই রণবীরের সঙ্গে কথা বলেন। তার পর সেখান থেকে চলে যান।
১১১৬
দুই অভিনেত্রীর মধ্যে সম্পর্কের চিড় আরও বাড়তে থাকে। এক অনুষ্ঠানে সোনাক্ষীকে সাক্ষাৎকার দিতে দেখে সোনম সেখান থেকে দূরে সরে যান।
১২১৬
অভিনেত্রীর সাক্ষাৎকার শেষ হলে তিনি আবার সেই রাস্তা দিয়ে ফিরে যান। বলিপাড়ায় তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জনও বাড়তে শুরু করে।
১৩১৬
কিন্তু সকলকে চমকে দেয় দুই অভিনেত্রীর বার্তালাপ। টুইটের মাধ্যমে একে অপরের সঙ্গে বার্তালাপে জড়িয়ে পড়েন এই দুই অভিনেত্রী।
১৪১৬
সোনম টুইট করে সোনাক্ষীকে জিজ্ঞাসা করেন তাঁদের মধ্যে সম্পর্ক খারাপ হল কবে? এই প্রশ্নের উত্তরে সোনাক্ষী জানান, দুই অভিনেত্রীর নাকি কিছু দিন আগেই দেখা হয়েছিল। কিন্তু ছবি তুলতে ভুলে গিয়েছেন।
১৫১৬
পরের বার দেখা হলে তাঁরা ছবি তোলার কথা মাথায় রাখবেন— মজার ছলে সোনমের প্রশ্নের উত্তর দেন সোনাক্ষী। দুই অভিনেত্রী এই টুইটগুলি অন্য কথা বলে।
১৬১৬
তাঁদের দু’জনের গভীর বন্ধুত্ব রয়েছে এমনটাই প্রমাণ করেন দু’জনে। সবটাই নাকি বলিপাড়ার গুঞ্জন। তবে এই নিয়ে প্রশ্ন থেকেই যায়। বলিপাড়ার অধিকাংশের দাবি, এই ঘটনা পুরোপুরি সাজানো।