Can Telegram be banned in India after Pavel Durov arrest dgtl
Pavel Durov and telegram app
ভারতে কি বন্ধ হয়ে যাবে টেলিগ্রাম পরিষেবা? চলছে সরকারি তদন্ত, চিন্তায় লক্ষ লক্ষ ব্যহারকারী
টেলিগ্রাম অ্যাপের বিরুদ্ধে বেআইনি ভাবে টাকা তোলা এবং ওই অ্যাপ ব্যবহার করে জুয়া খেলার অভিযোগ উঠেছে ৷ সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ভারত সরকার ৷ এই অভিযোগ প্রমাণিত হলে ভারতে নিষিদ্ধ হতে পারে অ্যাপটি ৷
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২৪ ০৮:২৮
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৮
গত ২৪ অগস্ট প্যারিসের কাছে লে বর্গেট বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছিল টেলিগ্রাম-কর্তা পাভেল দুরভকে। বুধবার ফ্রান্সের আদালত শর্তসাপেক্ষে তাঁকে জামিন দেয়। প্রায় ৪৭ কোটি টাকার বিনিময়ে তাঁর জামিন মঞ্জুর হয়েছে।
০২১৮
তবে জামিন পেলেও এখনই ফ্রান্স ছাড়তে পারবেন না টেলিগ্রামের সিইও। সপ্তাহে দু’দিন করে তাঁকে থানায় হাজিরা দিতে হবে বলে নির্দেশ দিয়েছে ফ্রান্সের আদালত।
০৩১৮
দুরভের গ্রেফতারির পর স্বাভাবিক ভাবেই মেসেজ পাঠানোর এই অ্যাপের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অন্যান্য দেশের মতো ভারতেও জনপ্রিয় টেলিগ্রাম। তবে কি টেলিগ্রামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ভারতেও নিষিদ্ধ করা হতে পারে এই অ্যাপ?
০৪১৮
সেই সম্ভাবনাও খুব একটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ পাভেল দুরভের গ্রেফতারির পর ভারতের সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টার টেলিগ্রামের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে৷
০৫১৮
আইন অনুয়ায়ী টেলিগ্রামের মতো অ্যাপগুলিকে এক জন নোডাল অফিসার এবং একজন চিফ কমপ্লায়েন্স অফিসার নিয়োগ করতে হয়। প্রতি মাসে প্রকাশ করতে হয় কমপ্লায়েন্স রিপোর্ট।
০৬১৮
অ্যাপের বিরুদ্ধে বেআইনি ভাবে টাকা তোলা এবং অ্যাপ ব্যহার করে জুয়া খেলার অভিযোগ উঠেছে ৷ তিনি বলেন, সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ভারত সরকার৷ এই অভিযোগ প্রমাণিত হলে ভারতে নিষিদ্ধ হতে পারে অ্যাপটি৷
০৭১৮
টেলিগ্রামকে ব্যবহার করে ভারতে কোনও রকম অপরাধমূলক কার্যকলাপ হচ্ছে কি না, বিশেষত জুয়ার মতো কোনও কাজ হচ্ছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর।
০৮১৮
ভারতে এই অ্যাপটির ৫০ লক্ষেরও বেশি গ্রাহক রয়েছে। জনপ্রিয়তার নিরিখে হোয়াট্সঅ্যাপের পরেই রয়েছে এই মেসেজ পাঠানোর অ্যাপ। ব্যবহারকারীরা এর কয়েকটি বৈশিষ্ট্যের কারণে এটিকে পছন্দ করেন।
০৯১৮
হোয়াট্সঅ্যাপের মাধ্যমে তথ্য আদান-প্রদানের সময়, মাঝপথে ব্যক্তিগত বহু তথ্য বেহাত হয়ে যায় বলে অভিযোগ উঠেছে বার বার। তাই হোয়াট্সঅ্যাপ ছাড়া অন্য অ্যাপের উপর ভরসা করা যেতে পারে, এমনটাই দাবি করেছিলেন পাভেল। টেলিগ্রাম ব্যবহারের সপক্ষে একাধিক যুক্তিও দেখিয়েছিলেন তিনি।
১০১৮
অ্যাপটিতে চ্যাট মোডে নির্দিষ্ট ফোনটি ছাড়া আর কোনও জায়গা থেকে চ্যাট দেখতে পাওয়া যায় না। নির্দিষ্ট সময় পরে সেই চ্যাট আপনাআপনি মুছে ফেলার ব্যবস্থাও করতে পারেন ব্যবহারকারী।
১১১৮
বড় আকারের ফাইলও পাঠানো যেতে পারে টেলিগ্রামে। ফলে সিনেমা বা গান পরস্পরকে পাঠাতে কোনও অসুবিধা হয় না। বিভিন্ন গ্রুপ তৈরি করে সিনেমা, গানের অ্যালবাম বা পড়াশোনার পিডিএফ ভাগ করে নেন অসংখ্য টেলিগ্রাম ব্যবহারকারী।
১২১৮
ব্যবহারকারীরা প্রায়ই বলে থাকেন, এমন কোনও সিনেমা বা গান নেই, যা খুঁজে পাওয়া যাবে না এই অ্যাপটিতে। অনেকে আবার টাকা দিয়ে এর উন্নত সংস্করণটির গ্রাহক হন।
১৩১৮
মেসেজ পাঠানোর অ্যাপের মাধ্যমে শিশু পর্নোগ্রাফি, মাদক পাচার-সহ একাধিক গুরুতর অপরাধমূলক কাজকর্ম চলে, এই গুরুতর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় টেলিগ্রাম কর্তাকে। সংস্থার নিয়ন্ত্রক হিসাবে পাভেলের ভূমিকা নিয়েও উঠেছে নানা অভিযোগ।
১৪১৮
অ্যাপ ব্যবহার করে একাধিক সংগঠিত অপরাধচক্রকে বেআইনি আর্থিক লেনদেনের জায়গা করে দেওয়ার অভিযোগও রয়েছে দুরভের বিরুদ্ধে। এমনকি, তদন্তকারী আধিকারিকদের এ সংক্রান্ত বিষয়ে তথ্য ও নথিপত্র দিতেও তিনি অস্বীকার করেছেন বলে অভিযোগ।
১৫১৮
সম্প্রতি নেট ইউজিসি বিতর্কে উত্তাল হয়েছিল দেশ ৷ অভিযোগ, এই অ্যাপটি ব্যবহার করেই মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছিল ৷ টেলিগ্রামের মাধ্যমে এই পরীক্ষার প্রশ্নপত্র কয়েক হাজার টাকায় বিক্রি হয়েছে বলে অভিযোগ ওঠে সংশ্লিষ্ট মহলে৷
১৬১৮
এ ছাড়াও টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে ছোট ছোট বিনিয়োগে বড় লাভের লোভ দেখানো হচ্ছে, এই মর্মেও অভিযোগ জম পড়েছে দেশ জুড়ে। ছোট ছোট কাজের মাধ্যমে সহজে আয় করা যাবে, এই ফাঁদে ফেলে বড় লাভের লোভ দেখানো হয় গ্রাহকদের।
১৭১৮
এক সরকারি আধিকারিক জানিয়েছেন, ভারতে ৫০ লক্ষেরও বেশি টেলিগ্রাম ব্যবহারকারী রয়েছেন৷ অ্যাপটি বন্ধ হলে এই সমস্ত অ্যাকউন্টও বন্ধ হয়ে যাবে৷
১৮১৮
তবে এখনই সরকারি ভাবে কোনও ঘোষণা করা হয়নি। তদন্তের পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।