করোনাকালে লকডাউনের জেরে ধ্বস্ত হয়েছে দেশের অর্থনীতি। কাজ হারিয়েছেন অগণিত মানুষ। তবে বছরের শুরুতে ফের নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়তে শুরু করতে পারেন ছোটখাটো ব্যবসা। কিন্তু তা নিয়ে চিন্তা-ভাবনা করলেই তো হল না! পুঁজি কোথায়? তার সমাধান করতে পারে নরেন্দ্র মোদী সরকারের বিভিন্ন পরিকল্পনা। তবে কোন ব্যবসা করলে ভাগ্য বদলে যেতে পারে?
স্টার্ট-আপ হোক বা ছোট ও মাঝারি মাপের ব্যবসা— নতুন করে ঘুরে দাঁড়াতে কেন্দ্রীয় সরকারের নানা প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য পেতে পারেন। ব্যবসা শুরুর জন্য বেশ কয়েকটি ক্ষেত্রেই আর্থিক সাহায্য দেয় মোদী সরকার। তার মধ্যে ‘প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা’ (পিএমএমওয়াই) অন্যতম। ২০১৫ সালের ৮ এপ্রিল এই ঋণপ্রকল্পের যাত্রা শুরু হয়েছিল। এতে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন কর্পোরেট নন, এমন ক্ষেত্রের উদ্যোগপতিরা বা কৃষিক্ষেত্রের বাইরে ছোট ও মাঝারি সংস্থা। এ ছাড়া রয়েছে ‘স্টার্ট-আপ ইন্ডিয়া’ বা ‘মেক ইন ইন্ডিয়া’-র মতো প্রকল্প।