Brazilian Influencer Nubia Cristina Braga shot at her residence dgtl
Influencer Murder
মুখোশ পরে বাড়িতে ঢুকে পর পর গুলি! মাটিতে লুটিয়ে পড়ল ২৩ বছরের ইনস্টাগ্রাম তারকার দেহ
নুবিয়ার মৃত্যুর খবরে তাঁর অনুরাগীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দোষীদের শাস্তির দাবিতে ইতিমধ্যেই তোলপাড় সমাজমাধ্যম।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২২ ১৩:৫৯
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৩
গুলি করে খুন করা হল ব্রাজিলের জনপ্রিয় ইনস্টাগ্রাম তারকা নুবিয়া ক্রিস্টিনা ব্রাহাকে। ১৪ অক্টোবর দুই অজ্ঞাতপরিচয় আততায়ীর হাতে খুন হন নুবিয়া।
০২১৩
পুলিশ সূত্রে খবর, মুখোশ পরে মোটরবাইকে চেপে এসে নুবিয়ার বাড়িতে ঢোকে দুই আততায়ী।
০৩১৩
এর পর নুবিয়াকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালান দুষ্কৃতীরা। গুলি লাগার পরই মাটিতে লুটিয়ে পড়েন ২৩ বছরের তরুণী।
০৪১৩
নুবিয়াকে খুন করার পর আততায়ীরা ঘটনাস্থল ছেড়ে আবার মোটরবাইকে চেপে পালিয়ে যান।
০৫১৩
পালিয়ে যাওয়ার আগে নুবিয়ার মৃত্যু নিশ্চিত করতে চালানো হয় আরও কয়েক রাউন্ড গুলি।
০৬১৩
গুলির আওয়াজ পেয়ে নুবিয়ার প্রতিবেশীরা পুলিশ ফোন করে পুরো বিষয়টি জানান।
০৭১৩
নুবিয়ার বাড়ি ব্রাজিলের আরাকাজুর সান্তা মারিয়ায়। পুলিশ জানিয়েছে, মৃত্যুর আগে নুবিয়াকে শেষ বার দেখা গিয়েছিল একটি সেলুনে। তিনি প্রায়ই রূপচর্চা করাতে ওই সেলুনে যেতেন বলেও পুলিশ জানিয়েছে।
০৮১৩
নুবিয়ার কাকিমা ক্লডিয়া মেনেজেসের দাবি, নুবিয়ার সঙ্গে কারও শত্রুতা ছিল না। তবে এর আগে মৃতাকে কোনও রকম হুমকি দেওয়া হয়েছিল কি না, সে সম্পর্কে তিনি কিছু জানেন না বলেও ক্লডিয়া জানিয়েছেন। ক্লডিয়া বলেন, ‘‘নুবিয়ার সঙ্গে কারা এ রকম করল তা আমরা জানতে চাই। ও কোনও দিন কারও ক্ষতি করেনি।’’
০৯১৩
নুবিয়ার মৃত্যুর খবরে তাঁর পরিবারের সদস্যরা ভেঙে পড়েছেন বলেও ক্লডিয়া জানিয়েছেন।
১০১৩
পুলিশ জানিয়েছে, মুখোশধারী দুষ্কৃতীদের পরিচয় এবং খুন করার উদ্দেশ্য এখনও অজানা। ইতিমধ্যেই পুলিশ খুনের তদন্ত করতে শুরু করেছে।
১১১৩
সাধারণ মানুষকেও খুনিদের পরিচয় সম্পর্কে কোনও তথ্য পেলে জানানোর জন্য আহ্বান জানিয়েছে পুলিশ।
১২১৩
নুবিয়ার মৃত্যুর খবরে তাঁর অনুরাগীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দোষীদের শাস্তির দাবিতে ইতিমধ্যেই তোলপাড় সমাজমাধ্যম।
১৩১৩
নুবিয়ার ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা ছিল ৬০ হাজারেরও বেশি।