Brazil girl promises to give away free nudes if they wing FIFA World Cup 2022 dgtl
FIFA World Cup 2022
ব্রাজিল জিতলে নিজের নগ্ন ছবি বিলি করবেন, বিশ্বকাপের মাঝেই পাকা কথা দিলেন তন্বী মডেল
ব্রাজিলের এক তরুণী মডেল দেশের প্রথম জয়ে এতই উচ্ছ্বসিত যে, তিনি বড়সড় এক ঘোষণা করে বসেছেন। তরুণী ব্রিটিশ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিশ্বকাপে ব্রাজিল জিতলে তিনি নিজের নগ্ন ছবি বিলি করবেন।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২২ ১২:৪৭
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
সার্বিয়ার বিরুদ্ধে ২-০ গোলে দুরন্ত জয় পেয়েছে ব্রাজিল। বিশ্বকাপের শুরুর ম্যাচেই তাদের খেলা মন জয় করে নিয়েছে আপামর ফুটবলপ্রেমীর। ব্রাজিলের খেলায় খুশি সে দেশের মানুষও।
ছবি: সংগৃহীত।
০২১৫
ব্রাজিলের এক তরুণী দেশের প্রথম জয়ে এতই উচ্ছ্বসিত যে, তিনি উত্তেজনার বশে বড়সড় এক প্রতিজ্ঞা করে বসেছেন। তরুণী এক ব্রিটিশ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিশ্বকাপে ব্রাজিল জিতলে তিনি একটি বিশেষ কাজ করবেন। এমন কাজ যা এর আগে তিনি কখনও করেননি।
ছবি: সংগৃহীত।
০৩১৫
কী কাজ? তরুণী কথা দিয়েছেন, এ বারের বিশ্বকাপ যদি ব্রাজিলের ঘরে যায়, তা হলে তিনি ক্যামেরার সামনে নগ্ন হবেন। নিজের নগ্ন ছবি তুলে তিনি তা বিনামূল্যে বিলি করবেন ফুটবল সমর্থকদের মধ্যে।
ছবি: সংগৃহীত।
০৪১৫
ব্রাজিলীয় এই তরুণীর নাম মায়রা লোপেস। ৩৫ বছর বয়সি মায়রা একা মা (সিঙ্গল মাদার)। ফুটবল নিয়ে তাঁর দারুণ উৎসাহ। সেই উৎসাহের বশেই বিশ্বকাপ চলাকালীন নগ্ন ছবি বিলি করার ঘোষণা করে ফেলেছেন তিনি।
ছবি: সংগৃহীত।
০৫১৫
সাক্ষাৎকারে তরুণী জানিয়েছেন, ‘ওনলি ফ্যান’ নামের একটি ওয়েবসাইটে তিনি নগ্ন ছবি বিলি করার পরিকল্পনা করেছেন। অনলাইনে নিজস্ব ছবি বা ভিডিয়ো বিক্রি করার ওয়েবসাইট এই ‘ওনলি ফ্যান’। সেখানেই বিনামূল্যে সাবস্ক্রিপশনের ব্যবস্থা করে দেবেন তিনি।
ছবি: সংগৃহীত।
০৬১৫
কারা পাবেন ব্রাজিলীয় তরুণীর নগ্ন ছবি? মায়রা জানিয়েছেন, প্রথম ১ হাজার জনকে এই ছবি তিনি দেবেন। অর্থাৎ, সংশ্লিষ্ট ওয়েবসাইটটিতে প্রথম ১ হাজার জনকে তিনি বিনামূল্যে সাবস্ক্রিপশন দেবেন।
ছবি: সংগৃহীত।
০৭১৫
মায়রা মনে করেন, বিশ্বকাপে ব্রাজিল জিতলে অন্য দলগুলির সমর্থকদের মন ভারাক্রান্ত হয়ে উঠবে। তাঁদের উৎসাহ দিতে, খুশি করতেই নগ্ন ছবি বিলি করার পরিকল্পনা করেছেন তিনি। একই সঙ্গে ব্রাজিলের জয় উদ্যাপনও করা হবে এ ভাবেই।
ছবি: সংগৃহীত।
০৮১৫
ব্রাজিলীয় তরুণী বলেছেন, ‘‘আমাদের কাছে বিশ্বকাপ একটি উৎসবের সমান। আমরাই সারা পৃথিবীতে সেরা। আমাদের বেশির ভাগ ফুটবলার বিদেশি ক্লাবের হয়ে খেলেন। তাঁদের সকলকে এক সঙ্গে এক দলের হয়ে খেলার সুযোগ আসে এই বিশ্বকাপের মতো টুর্নামেন্টে।’’
ছবি: সংগৃহীত।
০৯১৫
বিশ্বকাপ ব্রাজিলের সাধারণ মানুষের কাছে যে কতটা গুরুত্বপূর্ণ, মায়রার কথায় তার ইঙ্গিতও মিলেছে। তিনি বলেছেন, ‘‘বিশ্বকাপ আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। এখানে যাঁরা চাকরি করেন, বিশ্বকাপ চলাকালীন তাঁরা কাজ ফেলে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসেন। বিশ্বকাপে ব্রাজিলের খেলা মানে আমাদের কাছে একটা পার্টি। ছোট্টবেলা থেকে কখনও আমি ব্রাজিলের কোনও খেলা বাদ দিইনি। সব খেলা দেখেছি।’’
ছবি: সংগৃহীত।
১০১৫
চলতি বিশ্বকাপে ব্রাজিল জিতবে বলেই আশা করছেন মায়রা। তিনি বলেছেন, ‘‘আমরা স্বপ্ন দেখতে ভালবাসি। আমার বিশ্বাস ব্রাজিল এ বারের বিশ্বকাপ জিতবে। অনেক দিন ধরে কাপের জন্য আমরা অপেক্ষা করে আছি। তাই আমরাই এর যোগ্য।’’
ছবি: সংগৃহীত।
১১১৫
ব্রাজিলের জয়ের সঙ্গে সঙ্গে আর্জেন্টিনার হার নিয়েও উচ্ছ্বসিত মায়রা। তাঁর কথায়, ‘‘আর্জেন্টিনা হার দিয়ে বিশ্বকাপ শুরু করল। আমরা দারুণ খুশি। ফুটবলের ময়দানে আমরা চিরপ্রতিদ্বন্দ্বী।’’
ছবি: সংগৃহীত।
১২১৫
মায়রার পেশা মডেলিং। তিনি ‘অনলি ফ্যান’ ওয়েবসাইটের মাধ্যমে রোজগার করেন। সেখানে নানা ধরনের ছবি ও ভিডিয়ো বিক্রি করেন। নিজের রোজগারে সন্তানকে একাই মানুষ করেন মায়রা।
ছবি: সংগৃহীত।
১৩১৫
বস্তুত, বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় অভিনেত্রী বা মডেলদের প্রকাশ্যে নগ্ন হওয়ার ঘোষণা নতুন নয়। এর আগে বলিউড অভিনেত্রী পুনম পান্ডে একাধিক বার ভারত জিতলে নগ্ন হওয়ার কথা বলেছিলেন।
ছবি: সংগৃহীত।
১৪১৫
২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন এমন একটি ঘোষণা করেছিলেন পুনম। পরে তিনি জানান, ভারতীয় ক্রিকেট বোর্ড তাঁকে এমন কিছু করার অনুমতি দেয়নি। এর পর ২০২১ সালে ফের নগ্ন হওয়ার ঘোষণা করেন পুনম। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত এবং নিউজ়িল্যান্ড। তখনও তিনি ভারত জিতলে নগ্ন হওয়ার ইঙ্গিত দিয়ে শিরোনামে উঠে এসেছিলেন।
ছবি: সংগৃহীত।
১৫১৫
২০১৫ সালে কোপা আমেরিকা চলাকালীন ভেনেজ়ুয়েলার ৮ মহিলা সাংবাদিক ঘোষণা করেছিলেন, ভেনেজ়ুয়েলা কোপা আমেরিকায় সব কটি ম্যাচ জিতলে তাঁরা প্রকাশ্যে নগ্ন হবেন। নগ্ন-ঘোষণার এই ইতিহাসে নাম লিখিয়ে ফেলল কাতার বিশ্বকাপও।