Bollywood celebrities pay 7 to 12 lakhs rent for their homes dgtl
Bollywood stars
মাসিক ভাড়াই গাড়ির দামের সমান! মায়ানগরীতে লক্ষ লক্ষ টাকা ভাড়া দিয়ে থাকেন এই বলি তারকারা
মুম্বইয়ের বিভিন্ন প্রান্তে নিজেদের বাড়ি থাকা সত্ত্বেও মাসে লক্ষ লক্ষ টাকা খরচ করে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকেন বলিউডের একাধিক তারকা।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২২ ০৮:২৪
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৬
টিনসেল নগরীতে তারকারা তাঁদের জীবনে গাঁটছড়া বেঁধেছেন, জীবনসঙ্গীর সঙ্গে নতুন জীবন শুরু করবেন বলে কিনেছেন বহুমূল্য বাড়ি। আবার কোনও কোনও তারকা বাড়ি ভাড়া নিয়ে মুম্বইয়ের বিভিন্ন প্রান্তে থাকেন।
০২১৬
তবে এ রকম ভাবার কোনও কারণ নেই যে এই তারকারা আয় কম হওয়ায় বাড়ি ভাড়া নিয়ে থাকেন। বেশির ভাগ ক্ষেত্রেই তাঁরা বাড়ি ভাড়া করেন স্রেফ শখে। প্রতি মাসে দেন বিপুল পরিমাণে ভাড়াও। সেই খরচ এতটাই যে তারকারা মাসপিছু যা ভাড়া দিচ্ছেন তা দিয়ে নামী ব্র্যান্ডের গাড়িও কেনা সম্ভব।
০৩১৬
বলিউডজগতে অভিনয় ও নৃত্য পারদর্শিতায় দর্শকদের মন জয় করে নিয়েছেন মাধুরী দীক্ষিত। সম্প্রতি অভিনেত্রী তাঁর স্বামীর সঙ্গে মুম্বইয়ের বোরলি এলাকায় পাঁচ হাজার বর্গফুটের একটি ফ্ল্যাটে থাকতে শুরু করেছেন।
০৪১৬
সংবাদ সংস্থা সূত্রের খবর অনুযায়ী, এই বাড়িতে থাকতে মাসপিছু সাড়ে ১২ লক্ষ টাকা ভাড়া দিতে হয় মাধুরীকে।
০৫১৬
২০২১ সালের ডিসেম্বর মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলিপাড়ার দুই তারকা— ভিকি কৌশল এবং ক্যাটরিনা কইফ। ভিকি-ক্যাট জুটি নিয়ে তাঁদের অনুরাগীদের আগ্রহও কম নয়।
০৬১৬
সম্প্রতি এই দম্পতি মুম্বইয়ের রাজমহল বিল্ডিংয়ে একটি বিলাসবহুল ফ্ল্যাটে তাঁদের সংসার পেতেছেন। পাঁচ হাজার বর্গফুটের এই ফ্ল্যাটের প্রতি মাসের ভাড়া আট লক্ষ টাকা।
০৭১৬
রণবীর সিংহ এবং দীপিকা পাড়ুকোন— বলিউডের এই জুটির দিকে নজর সকলের। সম্প্রতি ১১৯ কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল বাড়ি কিনেছেন তাঁরা।
০৮১৬
এ ছাড়াও বিউমন্ড টাওয়ারসে চারটি বেডরুমবিশিষ্ট একটি ফ্ল্যাটও রয়েছে দীপিকার। এই ফ্ল্যাটটির মূল্য ১৬ কোটি টাকা।
০৯১৬
একই বিল্ডিংয়ে রণবীরও একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন। প্রতি মাসে সওয়া সাত লক্ষ টাকা ভাড়া দিতে হয় রণবীরকে।
১০১৬
বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমার এবং তাঁর স্ত্রী টুইঙ্কল খন্নার নতুন প্রতিবেশী হয়ে এসেছেন রোশন-পুত্র হৃতিক।
১১১৬
জুহুর সমুদ্রসৈকতের সামনে একটি বিলাসবহুল পেন্টহাউস ভাড়া নিয়েছেন অভিনেতা। প্রতি মাসে সাড়ে আট লক্ষ টাকা ভাড়া দিতে হয় হৃতিককে।
১২১৬
সংবাদ সংস্থা সূত্রের খবর অনুযায়ী,হৃতিক আগে যেখানে থাকতেন তা নতুন করে তৈরি করা হবে। আরও বড় এলাকা জুড়ে থাকবেন বলে পাশাপাশি তিনটি ফ্ল্যাট কিনেছেন। এই ফ্ল্যাটগুলি জুড়েই তৈরি হবে হৃতিকের নতুন ঠিকানা।
১৩১৬
মুম্বইয়ের জুহু সমুদ্রসৈকতের ধারে একটি পাঁচ বেডরুমবিশিষ্ট ডুপ্লে, শ্রীলঙ্কায় একটি ব-দ্বীপও কিনেছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ।
১৪১৬
এ ছাড়াও প্রিয়ঙ্কা চোপড়ার কাছ থেকে একটি ফ্ল্যাট তিন বছরের জন্য লিজে নিয়েছেন জ্যাকলিন। মাসপ্রতি পৌনে সাত লক্ষ টাকা ভাড়া দেন অভিনেত্রী।
১৫১৬
মায়ানগরীতে নিজেদের বাড়ি থাকতেও অন্ধেরির উইন্ডসর গ্র্যান্ডে একটি চার হাজার বর্গফুটের একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন আয়ুষ্মান খুরানা। স্ত্রী ও দুই পুত্র-সহ সেখানে গিয়ে মাঝেমধ্যেই থাকেন তিনি।
১৬১৬
মাসপিছু সওয়া পাঁচ লক্ষ টাকা ফ্ল্যাট ভাড়া দেন আয়ুষ্মান। তাঁর স্ত্রী তাহিরা কাশ্যপের বান্ধবী তানিশা ভাটিয়া এই ফ্ল্যাটের অভ্যন্তরীণ সাজসজ্জার দায়িত্বে ছিলেন।