Bollywood Actress Tripti Dimri aka Bhabi 2 talks about her marriage plans dgtl
Tripti Dimri
বাস্তবে বিয়ের পিঁড়িতে বলিউডের ‘ভাবী ২’? তাঁর স্বপ্নের পুরুষটি কেমন?
বাইরের জগতেও অনেকেই এই ভাবে ডাকছেন নায়িকাকে। তবে বাস্তব জীবনে কি এখনই ‘ভাবী’ হতে রাজি তৃপ্তি?
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৪ ১৬:১৫
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৩
বলিউডের ‘ভাবী ২’ তিনি। ‘অ্যানিমাল’ সিনেমা থেকে এই খেতাব পেয়েছেন তিনি। কিন্তু বাস্তবে কবে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তৃপ্তি? কেমন হবে তাঁর জীবনসঙ্গী? জানালেন নিজেই।
০২১৩
‘অ্যানিম্যাল’ মুক্তির পর থেকে দেশের ‘জাতীয় ক্রাশ’-এর তকমা রশ্মিকা মন্দনার কাছে থেকে রীতিমতো ছিনিয়ে নিয়েছিলেন তৃপ্তি ডিমরি।
০৩১৩
‘অ্যানিম্যাল’ হিট হওয়ার পর থেকে রাতারাতি প্রচারের আলোয় চলে এসেছেন তিনি। ‘লয়লা মজনু’, ‘বুলবুল’, ‘কলা’-র মতো ছবিতে আগে কাজ করেছেন তৃপ্তি।
০৪১৩
দর্শকের কাছে পরিচিত মুখ তিনি। তবে নিজের চেনা ছক থেকে বেরিয়ে ‘অ্যানিম্যাল’-এর মতো ছবিতে অভিনয় করেছেন তৃপ্তি।
বাইরের জগতেও অনেকেই এই ভাবে ডাকছেন নায়িকাকে। তবে বাস্তব জীবনে কি এখনই ‘ভাবী’ হতে রাজি তৃপ্তি?
০৭১৩
বিয়ে, হবু স্বামী নিয়ে পরিকল্পনার কথা জানালেন অভিনেত্রী।
০৮১৩
রোজ অসংখ্য প্রেম প্রস্তাব কিংবা বিয়ের প্রস্তাব পাচ্ছেন তৃপ্তি। তবে একটা সময় অভিনেত্রীর সঙ্গে অনুষ্কা শর্মার ভাই প্রযোজক কর্ণেশ শর্মার প্রেম চর্চায় ছিল।
০৯১৩
তাঁর প্রথম ছবি ‘বুলবুল’-এর প্রযোজক কর্ণেশের প্রেমে পড়েন তৃপ্তি। ২০২২ সালের শেষ রাতে নিজের জীবনের ভালবাসার মানুষ কর্ণেশের সঙ্গে সোহাগে ভরা ছবি দিয়ে সম্পর্কে সিলমোহর দেন।
১০১৩
কিন্তু তার কিছু দিন পর হঠাৎই ছন্দপতন, সম্পর্কে চিড় ধরে। বিচ্ছেদের পথে হাঁটেন তাঁরা। ‘অ্যানিম্যাল’-এ আকাশছোঁয়া সাফল্যের পর ফের তাঁকে নিয়ে গুঞ্জন ছড়ায়।
১১১৩
শোনা যায় মডেল-ব্যবসায়ী স্যাম মার্চেন্টের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। সম্প্রতি স্যামের সঙ্গে বেশ কিছু নিজস্বীতে ধরা দিয়েছেন তৃপ্তি।
১২১৩
তবে সে সব জল্পনা জিইয়ে রেখেছেন অভিনেত্রী। নিজের বিয়ে নিয়ে এখনই কোনও ভাবনাচিন্তা নেই বলেই জানিয়েছেন।
১৩১৩
তবে তৃপ্তির স্বামী যিনি হবেন, তাঁকে ভাল মনের মানুষ হতে হবে বলেই মনে করেন নায়িকা।