Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Kareena Kapoor Khan

বাগ্‌দানের পরেও ভেঙে যায় অভিষেক-করিশ্মার বিয়ে, হিট ছবি থেকে বাদ পড়ে ‘মূল্য চোকান’ করিনা

২০০২ সালে অমিতাভ বচ্চনের জন্মদিনেই বাগ্‌দান পর্ব সেরে ফেলেন অভিষেক এবং করিশ্মা। আংটিবদল হয়ে যাওয়ার পর অবশ্য তাঁদের সম্পর্ক বেশি দিন টেকেনি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৫ মে ২০২৩ ১৭:০৮
Share: Save:
০১ ১৪
দু’দশকের বেশি সময় বলিজগতে কাটিয়ে ফেলেছেন করিনা কপূর খান। বচ্চন পরিবারের হাত ধরে নিজের কেরিয়ার শুরু করেছিলেন অভিনেত্রী। কিন্তু তাঁর বোন করিশ্মা কপূরের জন্যই নাকি সুপারহিট হিন্দি ছবি থেকে বাদ পড়তে হয়েছিল করিনাকে।

দু’দশকের বেশি সময় বলিজগতে কাটিয়ে ফেলেছেন করিনা কপূর খান। বচ্চন পরিবারের হাত ধরে নিজের কেরিয়ার শুরু করেছিলেন অভিনেত্রী। কিন্তু তাঁর বোন করিশ্মা কপূরের জন্যই নাকি সুপারহিট হিন্দি ছবি থেকে বাদ পড়তে হয়েছিল করিনাকে।

০২ ১৪
২০০০ সালে অভিষেক বচ্চন এবং করিনা দু’জনেই ‘রিফিউজি’ ছবির মাধ্যমে বলিপাড়ায় পা রাখেন। কিন্তু বচ্চন-পুত্র মন বাঁধেন করিশ্মার সঙ্গে।

২০০০ সালে অভিষেক বচ্চন এবং করিনা দু’জনেই ‘রিফিউজি’ ছবির মাধ্যমে বলিপাড়ায় পা রাখেন। কিন্তু বচ্চন-পুত্র মন বাঁধেন করিশ্মার সঙ্গে।

০৩ ১৪
অভিষেক এবং করিশ্মাকে ‘হা ম্যায়নে ভি প্যার কিয়া’ ছবিতে জু়টি বাঁধতেও দেখা যায়। ২০০২ সালে মুক্তি পায় সেই ছবি। সেই সময় থেকে বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, অভিষেক এবং করিশ্মা নাকি পাঁচ বছর আগে থেকেই নাকি সম্পর্কে রয়েছেন। দুই তারকা নাকি বিয়ে করার সিদ্ধান্তও নিয়ে ফেলেছেন।

অভিষেক এবং করিশ্মাকে ‘হা ম্যায়নে ভি প্যার কিয়া’ ছবিতে জু়টি বাঁধতেও দেখা যায়। ২০০২ সালে মুক্তি পায় সেই ছবি। সেই সময় থেকে বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, অভিষেক এবং করিশ্মা নাকি পাঁচ বছর আগে থেকেই নাকি সম্পর্কে রয়েছেন। দুই তারকা নাকি বিয়ে করার সিদ্ধান্তও নিয়ে ফেলেছেন।

০৪ ১৪
২০০২ সালে অমিতাভ বচ্চনের জন্মদিনে বাগ্‌দান পর্ব সেরে ফেলেন অভিষেক এবং করিশ্মা। আংটিবদল হয়ে যাওয়ার পর তাঁদের সম্পর্ক বেশি দিন টেকেনি। ২০০৩ সালের ফেব্রুয়ারি মাসে তাঁদের সম্পর্ক ভেঙে যায়।

২০০২ সালে অমিতাভ বচ্চনের জন্মদিনে বাগ্‌দান পর্ব সেরে ফেলেন অভিষেক এবং করিশ্মা। আংটিবদল হয়ে যাওয়ার পর তাঁদের সম্পর্ক বেশি দিন টেকেনি। ২০০৩ সালের ফেব্রুয়ারি মাসে তাঁদের সম্পর্ক ভেঙে যায়।

০৫ ১৪
কিন্তু ঠিক কী কারণে অভিষেক এবং করিশ্মার বিচ্ছেদ ঘটে সে বিষয়ে বচ্চন এবং কপূর পরিবার মুখে কুলুপ আঁটে। ২০০৩ সালে শিল্পপতি সঞ্জয় কপূরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন করিশ্মা। কিন্তু ২০১৪ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়।

কিন্তু ঠিক কী কারণে অভিষেক এবং করিশ্মার বিচ্ছেদ ঘটে সে বিষয়ে বচ্চন এবং কপূর পরিবার মুখে কুলুপ আঁটে। ২০০৩ সালে শিল্পপতি সঞ্জয় কপূরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন করিশ্মা। কিন্তু ২০১৪ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়।

০৬ ১৪
করিশ্মার সঙ্গে বিচ্ছেদের চার বছরের মধ্যে ঐশ্বর্যা রাইকে বিয়ে করেন অভিষেক। করিশ্মা এবং অভিষেকের সম্পর্কে ভাঙনের প্রভাব এসে পড়ে করিনার কেরিয়ারে।

করিশ্মার সঙ্গে বিচ্ছেদের চার বছরের মধ্যে ঐশ্বর্যা রাইকে বিয়ে করেন অভিষেক। করিশ্মা এবং অভিষেকের সম্পর্কে ভাঙনের প্রভাব এসে পড়ে করিনার কেরিয়ারে।

০৭ ১৪
করিনা একাধিক ছবিতে অভিনয়ের প্রস্তাব পেলেও নায়কের নাম শোনার পর সেই প্রস্তাব খারিজ করে দেন। যে যে ছবিতে অমিতাভ এবং অভিষেক অভিনয় করতেন, সেই ছবিগুলিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিতেন করিনা।

করিনা একাধিক ছবিতে অভিনয়ের প্রস্তাব পেলেও নায়কের নাম শোনার পর সেই প্রস্তাব খারিজ করে দেন। যে যে ছবিতে অমিতাভ এবং অভিষেক অভিনয় করতেন, সেই ছবিগুলিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিতেন করিনা।

০৮ ১৪
আদরের বোন ‘লোলো’র সম্পর্ক ভাঙার জন্য বচ্চন পরিবারের উপর রেগে গিয়েছিলেন করিনা। তাই অমিতাভ এবং অভিষেকের সঙ্গে একই ছবিতে কাজ করতে চাইতেন না অভিনেত্রী।

আদরের বোন ‘লোলো’র সম্পর্ক ভাঙার জন্য বচ্চন পরিবারের উপর রেগে গিয়েছিলেন করিনা। তাই অমিতাভ এবং অভিষেকের সঙ্গে একই ছবিতে কাজ করতে চাইতেন না অভিনেত্রী।

০৯ ১৪
কিন্তু এর ফলে করিনা নিজেই তাঁর বিপদ ডেকে আনেন। ‘ব্ল্যাক’ ছবিতে অভিনয়ের জন্য বলি পরিচালক সঞ্জয় লীলা ভন্সালী অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন করিনাকে। কানাঘুষো শোনা যায়, অমিতাভ সেই ছবিতে অভিনয় করছেন বলে পরে পরিচালক নিজেই করিনাকে সেই ছবি থেকে বাদ দিয়ে দেন।

কিন্তু এর ফলে করিনা নিজেই তাঁর বিপদ ডেকে আনেন। ‘ব্ল্যাক’ ছবিতে অভিনয়ের জন্য বলি পরিচালক সঞ্জয় লীলা ভন্সালী অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন করিনাকে। কানাঘুষো শোনা যায়, অমিতাভ সেই ছবিতে অভিনয় করছেন বলে পরে পরিচালক নিজেই করিনাকে সেই ছবি থেকে বাদ দিয়ে দেন।

১০ ১৪
কিন্তু বলিপাড়ার একাংশের দাবি, ‘ব্ল্যাক’ ছবির চিত্রনাট্য শোনার পর তা পছন্দ হয়নি করিনার। করিনার মনে হয়েছিল, এই ছবি বক্স অফিসে ব্যবসা করতে পারবে না, তাই সঞ্জয়ের প্রস্তাব খারিজ করে দেন করিনা।

কিন্তু বলিপাড়ার একাংশের দাবি, ‘ব্ল্যাক’ ছবির চিত্রনাট্য শোনার পর তা পছন্দ হয়নি করিনার। করিনার মনে হয়েছিল, এই ছবি বক্স অফিসে ব্যবসা করতে পারবে না, তাই সঞ্জয়ের প্রস্তাব খারিজ করে দেন করিনা।

১১ ১৪
করিনা প্রস্তাব ফিরিয়ে দিলে রানি মুখোপাধ্যায়ের কাছে অভিনয়ের প্রস্তাব নিয়ে যান সঞ্জয়। সঞ্জয়ের প্রস্তাবে রাজিও হয়ে যান রানি। পরে ‘ব্ল্যাক’ ছবিটি মুক্তি পেলে বক্স অফিসে তা সুপারহিট হয়।

করিনা প্রস্তাব ফিরিয়ে দিলে রানি মুখোপাধ্যায়ের কাছে অভিনয়ের প্রস্তাব নিয়ে যান সঞ্জয়। সঞ্জয়ের প্রস্তাবে রাজিও হয়ে যান রানি। পরে ‘ব্ল্যাক’ ছবিটি মুক্তি পেলে বক্স অফিসে তা সুপারহিট হয়।

১২ ১৪
শুধুমাত্র ‘ব্ল্যাক’ ছবি থেকেই নয়, সঞ্জয় পরিচালিত ‘রাম লীলা’র মতো হিট ছবি থেকেও বাদ পড়েন করিনা। করিশ্মার কারণে বচ্চন পরিবারের কাছ থেকে মুখ ফেরাতে গিয়ে নিজের কেরিয়ারের ক্ষতি করেন করিনা।

শুধুমাত্র ‘ব্ল্যাক’ ছবি থেকেই নয়, সঞ্জয় পরিচালিত ‘রাম লীলা’র মতো হিট ছবি থেকেও বাদ পড়েন করিনা। করিশ্মার কারণে বচ্চন পরিবারের কাছ থেকে মুখ ফেরাতে গিয়ে নিজের কেরিয়ারের ক্ষতি করেন করিনা।

১৩ ১৪
‘হা ম্যায়নে ভি প্যার কিয়া’ ছবির প্রযোজক সুনীল দর্শন এক সাক্ষাৎকারে করিশ্মা এবং অভিষেকের সম্পর্ক নিয়ে মুখ খোলেন। তিনি বলেন, ‘‘অভিষেক এবং করিশ্মার সম্পর্কের বিষয়ে বলিপাড়ার সকলে জানতেন। তাঁদের যে বিয়ে হবে, তাও সকলে অনুমান করে নিয়েছিলেন। কিন্তু ওঁদের জুটি আমার ভাল লাগত না।’’

‘হা ম্যায়নে ভি প্যার কিয়া’ ছবির প্রযোজক সুনীল দর্শন এক সাক্ষাৎকারে করিশ্মা এবং অভিষেকের সম্পর্ক নিয়ে মুখ খোলেন। তিনি বলেন, ‘‘অভিষেক এবং করিশ্মার সম্পর্কের বিষয়ে বলিপাড়ার সকলে জানতেন। তাঁদের যে বিয়ে হবে, তাও সকলে অনুমান করে নিয়েছিলেন। কিন্তু ওঁদের জুটি আমার ভাল লাগত না।’’

১৪ ১৪
সুনীল জানান, ছবির সেটে অভিষেক এবং করিশ্মার প্রায়ই ঝগড়া হত। দু’জনের মতের মিল কখনওই হত না। সুনীল বলেন, ‘‘অভিষেক এবং করিশ্মা যে একে অপরের জন্য নয়, তা আমি দেখেই বুঝেছিলাম।’’ সুনীলের মন্তব্য, ‘‘অভিষেক ভীষণ মিষ্টি একটা ছেলে। করিশ্মাও খুব ভাল মানুষ। কিন্তু জুটি হিসাবে তারা একদম মানানসই ছিল না।’’

সুনীল জানান, ছবির সেটে অভিষেক এবং করিশ্মার প্রায়ই ঝগড়া হত। দু’জনের মতের মিল কখনওই হত না। সুনীল বলেন, ‘‘অভিষেক এবং করিশ্মা যে একে অপরের জন্য নয়, তা আমি দেখেই বুঝেছিলাম।’’ সুনীলের মন্তব্য, ‘‘অভিষেক ভীষণ মিষ্টি একটা ছেলে। করিশ্মাও খুব ভাল মানুষ। কিন্তু জুটি হিসাবে তারা একদম মানানসই ছিল না।’’

ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy