Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Bollywood Actors

একই অঙ্গে এত রূপ! নারী চরিত্রে অভিনয় করে নায়িকাদেরও মাত দিয়েছেন যে বলি নায়করা

আয়ুষ্মান একাই নন, চিত্রনাট্যের প্রয়োজনে বলিপাড়ার বহু অভিনেতাই নারীচরিত্রে অভিনয় করে দর্শকের নজর কে়ড়েছেন। তালিকায় কারা রয়েছেন?

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৩ ১২:০৬
Share: Save:
০১ ১৫
Bollywood actors who played female roles in hindi movies

একতা কপূর এবং শোভা কপূরের প্রযোজনায় চলতি বছরের ২৫ অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ড্রিম গার্ল ২’। এই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা, অনন্যা পান্ডে, পরেশ রাওয়াল, বিজয় রাজ, রাজপাল যাদব, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো তারকারা। নায়কের চরিত্রের পাশাপাশি এই ছবিতে নারীচরিত্রেও অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন আয়ুষ্মান।

০২ ১৫
Bollywood actors who played female roles in hindi movies

তবে আয়ুষ্মান একাই নন, চিত্রনাট্যের প্রয়োজনে বলিপাড়ার বহু অভিনেতাই নারীচরিত্রে অভিনয় করে দর্শকের নজর কে়ড়েছেন। প্রয়োজনমতো মেকআপ এবং বেশভূষায় নিজেদের সাজিয়ে তুলেছেন সেই অভিনেতারা। এই তালিকায় রয়েছেন ঋষি কপূর, আমির খান, সলমন খানের মতো তারকারা।

০৩ ১৫
Bollywood actors who played female roles in hindi movies

১৯৬৮ সালে প্রকাশ মেহরার পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘হাসিনা মান জায়েগি’। এই ছবিতে অভিনয় করেন শশী কপূর, ববিতা কপূর এব‌ং গোবিন্দ-সহ আরও অনেকে। শশীকে এই ছবির দৃশ্যে নারীচরিত্রে অভিনয় করতে দেখা যায়।

০৪ ১৫
Bollywood actors who played female roles in hindi movies

১৯৭৫ সালে নরেন্দ্র বেদীর পরিচালনায় মুক্তি পায় ‘রফু চক্কর’। এই ছবিতে অভিনয় করেন ঋষি কপূর এবং নিতু সিংহ। চিত্রনাট্যের প্রয়োজনে এই ছবিতে নারীর সাজে ধরা দিয়েছিলেন ঋষি।

০৫ ১৫
Bollywood actors who played female roles in hindi movies

১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘বাজি’ ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেন আমির খান এবং মমতা কুলকার্নি। এই ছবি পরিচালনার দায়িত্বে ছিলেন আশুতোষ গোয়ারিকর।

০৬ ১৫
Bollywood actors who played female roles in hindi movies

‘বাজি’ ছবিতে ইনস্পেক্টর অমর দামজি রাঠৌরের চরিত্রে অভিনয় করতে দেখা যায় আমিরকে। কিন্তু চিত্রনাট্যের প্রয়োজনে মিস্ জুলি চতুর্বেদী নামের এক নারীচরিত্রেও অভিনয় করেন আমির।

০৭ ১৫
Bollywood actors who played female roles in hindi movies

নব্বইয়ের দশকে নারীচরিত্রে অভিনয় করে দর্শককে তাক লাগিয়ে দেন দক্ষিণী অভিনেতা কমল হাসন। ১৯৯৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘চাচি ৪২০’।

০৮ ১৫
Bollywood actors who played female roles in hindi movies

পরিচালনা এবং প্রযোজনায় পাশাপাশি ‘চাচি ৪২০’ ছবিতে অভিনয়ও করেন কমল। কমলের পাশাপাশি এই ছবিতে অভিনয় করতে দেখা যায় তব্বু, অমরীশ পুরী, ওম পুরী, পরেশ রাওয়াল, আয়েশা জুলকা, জনি ওয়াকারের মতো তারকাদের।

০৯ ১৫
Bollywood actors who played female roles in hindi movies

‘চাচি ৪২০’ ছবিতে দ্বৈতচরিত্রে অভিনয় করতে দেখা যায় কমলকে। কখনও জয়প্রকাশ কখনও বা লক্ষ্মীর চরিত্রে অভিনয় করে দর্শকের মন কাড়েন অভিনেতা। লক্ষ্মীর চরিত্রে অভিনয় করে নারীচরিত্র নিপুণ ভাবে পর্দায় ফুটিয়ে তুলতে সফল হন কমল।

১০ ১৫
Bollywood actors who played female roles in hindi movies

২০০৬ সালে সুভাষ ঘাইয়ের প্রযোজনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় কমেডি ঘরানার ছবি ‘আপনা স্বপ্না মানি মানি’। এই ছবিতে সুনীল শেট্টি, শ্রেয়স তলপড়ে, রীতেশ দেশমুখ, জ্যাকি শ্রফ, চাঙ্কি পান্ডে, রাজপাল যাদব, কোয়েনা মিত্র, সেলিনা জেটলি, রিয়া সেনের মতো বলি তারকারা অভিনয় করেন।

১১ ১৫
Bollywood actors who played female roles in hindi movies

‘আপনা স্বপ্না মানি মানি’তে একাধিক তারকা থাকলেও চিত্রনাট্যের প্রয়োজনে বড় পর্দায় নিপুণ ভাবে অভিনয় করে নারীচরিত্র ফুটিয়ে তোলেন রীতেশ।

১২ ১৫
Bollywood actors who played female roles in hindi movies

২০০৬ সালে শিরীষ কুন্দ্রের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘জানেমন’ ছবিটি। এই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেন অক্ষয় কুমার, সলমন খান এবং প্রীতি জ়িন্টা।

১৩ ১৫
Bollywood actors who played female roles in hindi movies

চিত্রনাট্যের প্রয়োজনে ‘জানেমন’ ছবিতে নারীচরিত্রে অভিনয় করতে দেখা যায় সলমনকে। এমনকি অ্যাকশন দৃশ্যেও অভিনয় করেন ‘মহিলা’ সলমন।

১৪ ১৫
Bollywood actors who played female roles in hindi movies

২০০১ সালে সতীশ কৌশিকের পরিচালনায় মুক্তি পায় ‘মিলেঙ্গে মিলেঙ্গে’ ছবিটি। এই ছবিতে অভিনয় করেছিলেন বলিপাড়ার বহুল চর্চিত জুটি শাহিদ কপূর এব‌ং করিনা কপূর খান। শাহিদ এই ছবির দৃশ্যে নারীচরিত্রে অভিনয় করেন।

১৫ ১৫
Bollywood actors who played female roles in hindi movies

২০০৯ সালে সুভাষ ঘাই প্রযোজিত ‘পেয়িং গেস্টস’ ছবিতে অভিনয় করেন শ্রেয়স তলপড়ে, জাভেদ জাফ্রে, বৎসল শেঠ, আশিস চৌধুরি, সেলিনা জেটলি, রিয়া সেন, নেহা ধুপিয়ার মতো তারকারা। এই ছবিতে নারীচরিত্রে অভিনয় করতে দেখা যায় শ্রেয়সকে।

সব ছবি সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy