Bollywood actor Akshay Kumar’s movie got delayed for ten years, film released without climax dgtl
Akshay Kumar
রক্ষা করেন বডি ডাবল, শুটিংয়ের ১০ বছর পর অন্তিম দৃশ্য ছাড়াই মুক্তি পায় অক্ষয়ের ব্যর্থ ছবি
অক্ষয় কুমারের কেরিয়ারে হিট ছবির পাশাপাশি রয়েছে ফ্লপ ছবিও। তবে অভিনেতার কেরিয়ারের ‘সবচেয়ে ফ্লপ’ ছবি কোনটি জানেন?
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৪ ১০:১২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৭
অক্ষয় কুমার। বলিউডের ‘খিলাড়ি’। হিন্দি চলচ্চিত্রজগতে সর্বোচ্চ উপার্জনকারী অভিনেতাদের মধ্যে প্রথম সারিতে রয়েছে তাঁর নাম। তিন দশকের বেশি সময় ধরে বলিপাড়ায় রয়েছেন তিনি। কেরিয়ারের ঝুলিতে হিট ছবির পাশাপাশি রয়েছে ফ্লপ ছবিও। তবে অভিনেতার কেরিয়ারের ‘সবচেয়ে ফ্লপ’ ছবি কোনটি জানেন?
০২১৭
২০০৪ সালের জুলাই মাসে পঙ্কজ পরাশরের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘মেরি বিবি কা জবাব নহি’। এই ছবিতে অক্ষয়ের বিপরীতে জুটি বেঁধে অভিনয় করেন শ্রীদেবী।
০৩১৭
বলিপাড়া সূত্রে খবর, ‘মেরি বিবি কা জবাব নহি’ ছবিটি শুটিং হওয়ার ১০ বছর পর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এমনকি এই ছবির অধিকাংশ দৃশ্যে নাকি অভিনয়ই করেননি অক্ষয় এবং শ্রীদেবী।
০৪১৭
১৯৯৪ সালে মুক্তি পাওয়ার কথা ছিল ‘মেরি বিবি কা জবাব নহি’ ছবিটির। ১৯৯২ সালে মুক্তি পাওয়া তেলুগু ছবি ‘মোন্ডি মোগুরু পেনকি পেল্লাম’-এর চিত্রনাট্যের উপর ভিত্তি করে তৈরি হয় অক্ষয়ের এই ছবিটি।
০৫১৭
কিন্তু ‘মেরি বিবি কা জবাব নহি’ ছবির শুটিংই নাকি শেষ হয়নি। অন্তিম দৃশ্য শুট করা বাকি ছিল। নানা কারণে ছবির শুটিংয়ের কাজ পিছিয়ে যেতে থাকে। তার সঙ্গে সঙ্গে পিছিয়ে যেতে থাকে ছবির মুক্তির দিন।
০৬১৭
অভিনয়ের জগতে যখন অক্ষয়ের মাত্র তিন বছর পেরিয়েছে, তখনই ‘মেরি বিবি কা জবাব নহি’ ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু এই ছবির কাজ দিনের পর দিন পিছিয়ে যেতে থাকায় অক্ষয় অন্য ছবির কাজ নিয়ে ব্যস্ত হয়ে প়ড়েন।
০৭১৭
২০০৪ সালের জানুয়ারি মাসে রাজকুমার সন্তোষীর পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় অ্যাকশন ঘরানার ছবি ‘খাকি’। এই ছবিতে অভিনয় করেন অমিতাভ বচ্চন, অজয় দেবগন, অক্ষয় কুমার, ঐশ্বর্যা রাই বচ্চনের মতো বলি তারকারা।
০৮১৭
‘খাকি’ ছবিতে অভিনয়ের জন্য দর্শকের কাছে ভূয়সী প্রশংসা পান অক্ষয়। বলিপাড়ায় তখন অধিকাংশের মুখেই অক্ষয়ের অভিনয়ের প্রশংসা শোনা যাচ্ছে। ‘খাকি’ মুক্তির কয়েক মাসের মধ্যে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘মেরি বিবি কা জবাব নহি’।
০৯১৭
বলিপাড়ার একাংশের দাবি, ‘খাকি’ মুক্তির পর অক্ষয়ের কেরিয়ারে নয়া মাইলফলক জু়ড়ে যায়। সেই সুযোগ নিয়েই নাকি ‘মেরি বিবি কা জবাব নহি’ ছবিটি রাতারাতি প্রেক্ষাগৃহে মুক্তির সিদ্ধান্ত নেন নির্মাতারা।
১০১৭
বলিপাড়ার অন্দরমহল সূত্রে খবর, শুটিংয়ের ১০ বছর পর হলেও অন্তিম দৃশ্য ছাড়াই নাকি মুক্তি পায় ‘মেরি বিবি কা জবাব নহি’। এমনকি যে দৃশ্যগুলিতে অক্ষয় এবং শ্রীদেবী অভিনয় করেননি, ছবির কাহিনি দাঁড় করানোর জন্য সেই সব দৃশ্যে দুই বলি তারকার বডি ডাবলদের দিয়ে অভিনয় করানো হয়েছে।
১১১৭
‘মেরি বিবি কা জবাব নহি’ ছবিটি তৈরি করতে খরচ হয় দু’কোটি ২৫ লক্ষ টাকা। মুক্তির প্রথম দিনে ৪ লক্ষ ৭৫ হাজার টাকা আয় করে সেই ছবি।
১২১৭
সর্বসাকুল্যে বক্স অফিস থেকে মাত্র ৩৯ লক্ষ টাকা উপার্জন করে ‘মেরি বিবি কা জবাব নহি’ ছবিটি।
১৩১৭
বলিপাড়া সূত্রে খবর, অক্ষয়ের কেরিয়ারে এমন ছবি খুব কমই রয়েছে যা বক্স অফিসে ব্যবসার ক্ষেত্রে এক কোটি টাকার গণ্ডি পার করেনি।
১৪১৭
‘মেরি বিবি কা জবাব নহি’ ছবিটি ভারতীয় বক্স অফিসে ৫০ লক্ষ টাকার গণ্ডি পার করতেও ব্যর্থ হয়। তাই এই ছবিটিকে অক্ষয়ের কেরিয়ারের সবচেয়ে ফ্লপ ছবি হিসাবে বলিপাড়ার অধিকাংশ দাবি করেন।
১৫১৭
২০১৬ সালে বলিউডের ছবিনির্মাতা কর্ণ জোহর সঞ্চালিত একটি রিয়্যালিটি শোয়ে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অক্ষয়। তখন ‘মেরি বিবি কা জবাব নহি’ ছবি নিয়েও আলোচনা করেন অভিনেতা।
১৬১৭
‘মেরি বিবি কা জবাব নহি’ ছবি প্রসঙ্গে অক্ষয় বলেছিলেন, ‘‘ছবিতে একটি দৃশ্য ছিল যেখানে আমি এবং অভিনেত্রী (শ্রীদেবী) একে অপরের হাত ধরে ছিলাম। ‘প্রতিশোধ নিতে হবে’ এই ধরনের সংলাপও বলেছিলাম। কিন্তু প্রতিশোধ নেওয়ার দৃশ্যে আর অভিনয় করা হল না।’’
১৭১৭
মজার ছলে অক্ষয় বলেছিলেন, ‘‘আমরা (অক্ষয় এবং শ্রীদেবী) প্রতিশোধ নেওয়ার দৃশ্যগুলিতে অভিনয় করিনি। শেষে পর্দায় একটি বার্তা ভেসে ওঠে— ‘তার পর দু’জনে বদলা নেয়’। ব্যস্। ছবি ওখানেই শেষ হয়ে যায়।’’