Bollywood actor Ajit Khan spent time with real life don to understand his character for Zanjeer movie dgtl
Bollywood Scoop
চরিত্র ফুটিয়ে তুলতে আসল ‘ডনের’ সঙ্গে দিনযাপন, বলি অভিনেতাকে সাহায্য করেন এক তারকার বাবা
বলিউড জগতের একাংশের মতে, খলনায়কের তালিকায় এগিয়ে রয়েছেন বলি অভিনেতা অজিত খান ওরফে হামিদ আলি খান।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৫ জুলাই ২০২৩ ১৩:৪২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান— বড় পর্দায় ‘ডন’-এর চরিত্রে অভিনয় করে বলিপাড়ার সেরা খলনায়কের তালিকায় নাম লিখিয়ে ফেলেছিলেন তাঁরা। কিন্তু বলিউডজগতের একাংশের মতে খলনায়কের তালিকায় এগিয়ে রয়েছেন বলি অভিনেতা অজিত খান ওরফে হামিদ আলি খান।
ছবি: সংগৃহীত।
০২১২
১৯৭৩ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল প্রকাশ মেহরা পরিচালিত ‘জঞ্জীর’ ছবিটি। এই ছবিতে অজিতের পাশাপাশি অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, প্রাণ, জয়া বচ্চনের মতো বলি তারকারা।
ছবি: সংগৃহীত।
০৩১২
‘জঞ্জীর’ ছবিটি অমিতাভের কেরিয়ারে একটি মাইলফলক। ইনস্পেক্টর বিজয় খন্নার চরিত্রে অমিতাভের অভিনয় পছন্দ হয়েছিল দর্শকের।
ছবি: সংগৃহীত।
০৪১২
‘জঞ্জীর’ ছবিতে ডনের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন অজিত। সেটে উপস্থিত কেউ কেউ তাঁকে জিজ্ঞাসা করতেন যে তিনি ডনের মতো নিখুঁত চালচলন রপ্ত করলেন কী করে? ডনেরা কি সত্যিই এ রকম হন? এই প্রশ্ন থাকত অনেকের।
ছবি: সংগৃহীত।
০৫১২
আসলে অনেকেই জানতেন না যে বড় পর্দায় নিজের চরিত্র নিখুঁত ভাবে ফুটিয়ে তুলতে এক জন আসল ডনের সঙ্গে দিনের পর দিন সময় কাটিয়েছিলেন অজিত।
ছবি: সংগৃহীত।
০৬১২
‘জঞ্জীর’ ছবির চিত্রনাট্য রচনার দায়িত্বে ছিলেন সেলিম খান এবং জাভেদ আখতারের জুটি। তাঁরা একত্রে সেলিম-জাভেদ জুটি নামে অধিক পরিচিত।
ছবি: সংগৃহীত।
০৭১২
বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, সেলিমের সঙ্গে নাকি যোগাযোগ ছিল এক ডনের।
ছবি: সংগৃহীত।
০৮১২
সেলিমের যোগসূত্রে সেই ডনের সঙ্গে দেখা করতে যান অজিত। সেলিম নিজে থেকেই অজিতের সঙ্গে ওই ডনের দেখা করিয়ে দেন বলেও শোনা যায়।
ছবি: সংগৃহীত।
০৯১২
অজিত জানান, সিনেমায় যেমন দেখানো হয় যে কথায় কথায় খলনায়কেরা, বিশেষত ডনেরা খুব চিৎকার করেন, আদতে তা হয় না।
ছবি: সংগৃহীত।
১০১২
ডনের বাড়িতে গিয়ে অনেকটা সময় কাটান অজিত। ডনেরা কী ভাবে হাঁটাচলা করেন, তাঁদের হাবভাব কী রকম সবই আসল ডনের সঙ্গে থেকে রপ্ত করেন অজিত।
ছবি: সংগৃহীত।
১১১২
ডনের সঙ্গে কিছু দিন সময় কাটানোর পর শুটিংয়ে ফেরেন অজিত।
প্রতীকী ছবি।
১২১২
‘জঞ্জীর’ ছবিতে খলনায়কের চরিত্রে নিখুঁত অভিনয় করেন অজিত। বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, সেলিমের দৌলতে ডনের সঙ্গে আলাপ হয়েছিল বলেই ‘জঞ্জীর’ ছবিতে নিজের শ্রেষ্ঠ অভিনয় করেছেন অজিত।