Advertisement
০৩ জানুয়ারি ২০২৫
Billionaires

রেকর্ড ক্ষতির মুখে বেজ়োস, জ়াকারবার্গরা, হু হু করে কমছে সম্পত্তি! কে কত অর্থের মালিক?

পৃথিবীর ধনীতম ব্যক্তিদের প্রতি দিনের সম্পত্তির হিসাব অনুযায়ী, শুধু মাত্র চলতি বছরেই প্রথম সারিতে থাকা ধনকুবেররা হারিয়েছেন ৪৮ হাজার কোটি ডলার। সিঁদুরে মেঘ দেখছেন বিনিয়োগকারীরা।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২২ ১৮:৩২
Share: Save:
০১ ১৫
শেয়ার বাজারের ওঠানামায় এ বছর প্রবল ক্ষতির সম্মুখীন হয়েছেন ইলন মাস্ক, মার্ক জ়াকারবার্গ কিংবা জেফ বেজ়োসের মতো ধনপতিরা। পরিসংখ্যান বলছে, বছরে প্রায় ৫০ হাজার কোটি ডলার (৪১ লক্ষ ১৪ হাজার কোটি টাকা) ক্ষতি হয়েছে তাঁদের।

শেয়ার বাজারের ওঠানামায় এ বছর প্রবল ক্ষতির সম্মুখীন হয়েছেন ইলন মাস্ক, মার্ক জ়াকারবার্গ কিংবা জেফ বেজ়োসের মতো ধনপতিরা। পরিসংখ্যান বলছে, বছরে প্রায় ৫০ হাজার কোটি ডলার (৪১ লক্ষ ১৪ হাজার কোটি টাকা) ক্ষতি হয়েছে তাঁদের।

ছবি: সংগৃহীত।

০২ ১৫
পৃথিবীর ধনীতম ব্যক্তিদের প্রতি দিনের সম্পত্তির হিসাব রাখে ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্স। তাদের তথ্য অনুযায়ী, শুধু মাত্র চলতি বছরেই প্রথম সারিতে থাকা ধনকুবেররা হারিয়েছেন ৪৮ হাজার কোটি ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৪০ লক্ষ কোটি টাকা)।

পৃথিবীর ধনীতম ব্যক্তিদের প্রতি দিনের সম্পত্তির হিসাব রাখে ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্স। তাদের তথ্য অনুযায়ী, শুধু মাত্র চলতি বছরেই প্রথম সারিতে থাকা ধনকুবেররা হারিয়েছেন ৪৮ হাজার কোটি ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৪০ লক্ষ কোটি টাকা)।

ছবি: সংগৃহীত।

০৩ ১৫
এই পরিসংখ্যানে সিঁদুরে মেঘ দেখছেন বিনিয়োগকারীরা। আগামী দিনে বিশ্বজুড়ে শেয়ার বাজারে ধস ও চরম অর্থনৈতিক মন্দার আশঙ্কা করা হচ্ছে।

এই পরিসংখ্যানে সিঁদুরে মেঘ দেখছেন বিনিয়োগকারীরা। আগামী দিনে বিশ্বজুড়ে শেয়ার বাজারে ধস ও চরম অর্থনৈতিক মন্দার আশঙ্কা করা হচ্ছে।

ছবি: সংগৃহীত।

০৪ ১৫
সম্প্রতি বড় ক্ষতির সম্মুখীন হয়েছেন মেটার কর্ণধার মার্ক জ়ুকারবার্গ। শুধু বৃহস্পতিবার তাঁর সম্পত্তি কমেছে ১ হাজার ১২০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৯৩ হাজার কোটি টাকা)। ২০২২ সালে এখনও পর্যন্ত তাঁর ক্ষতির পরিমাণ ৮ হাজার ৭০০ কোটি ডলার ( ভারতীয় মুদ্রায় ৭ লক্ষ কোটি টাকা)।

সম্প্রতি বড় ক্ষতির সম্মুখীন হয়েছেন মেটার কর্ণধার মার্ক জ়ুকারবার্গ। শুধু বৃহস্পতিবার তাঁর সম্পত্তি কমেছে ১ হাজার ১২০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৯৩ হাজার কোটি টাকা)। ২০২২ সালে এখনও পর্যন্ত তাঁর ক্ষতির পরিমাণ ৮ হাজার ৭০০ কোটি ডলার ( ভারতীয় মুদ্রায় ৭ লক্ষ কোটি টাকা)।

ছবি: সংগৃহীত।

০৫ ১৫
বছরের শুরুর দিকে জ়াকারবার্গ ধনীতম ব্যক্তিদের তালিকায় প্রথম দশের মধ্যে ছিলেন। এখন তিনি নেমে গিয়েছেন আঠাশে। মেটার মালিকের সম্পত্তির পরিমাণ ৩ হাজার ৭৭০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৩ লক্ষ কোটি টাকা)।

বছরের শুরুর দিকে জ়াকারবার্গ ধনীতম ব্যক্তিদের তালিকায় প্রথম দশের মধ্যে ছিলেন। এখন তিনি নেমে গিয়েছেন আঠাশে। মেটার মালিকের সম্পত্তির পরিমাণ ৩ হাজার ৭৭০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৩ লক্ষ কোটি টাকা)।

ছবি: সংগৃহীত।

০৬ ১৫
বিশ্বের ধনীতম ব্যক্তির শীর্ষে এখনও রয়েছেন ইলন মাস্ক। টেসলার কর্ণধার সম্প্রতি কিনে ফেলেছেন টুইটারও। তাঁর সার্বিক সম্পত্তির পরিমাণ ২১ হাজার ২০০ কোটি (ভারতীয় মুদ্রায় প্রায় ১৭ লক্ষ ৫০ হাজার কোটি টাকা)। ১ নম্বর পদটি ধরে রাখলেও চলতি বছরে বড় ক্ষতির সম্মুখীন হয়েছেন তিনিও।

বিশ্বের ধনীতম ব্যক্তির শীর্ষে এখনও রয়েছেন ইলন মাস্ক। টেসলার কর্ণধার সম্প্রতি কিনে ফেলেছেন টুইটারও। তাঁর সার্বিক সম্পত্তির পরিমাণ ২১ হাজার ২০০ কোটি (ভারতীয় মুদ্রায় প্রায় ১৭ লক্ষ ৫০ হাজার কোটি টাকা)। ১ নম্বর পদটি ধরে রাখলেও চলতি বছরে বড় ক্ষতির সম্মুখীন হয়েছেন তিনিও।

ছবি: সংগৃহীত।

০৭ ১৫
আমাজ়ন কর্ণধার জেফ বেজ়োসের সম্পত্তির পরিমাণ ১৩ হাজার ৪০০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় ১১ লক্ষ কোটি টাকা)। শুক্রবার আমাজ়নের শেয়ার পড়েছে ৭ শতাংশ। বেজ়োস এবং মাস্ক সম্মিলিত ভাবে চলতি বছরে ৫ হাজার ৮০০ কোটি ডলারের (ভারতীয় মুদ্রায় প্রায় ৪ লক্ষ ৭৮ হাজার কোটি টাকা) সম্পত্তি হারিয়েছেন।

আমাজ়ন কর্ণধার জেফ বেজ়োসের সম্পত্তির পরিমাণ ১৩ হাজার ৪০০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় ১১ লক্ষ কোটি টাকা)। শুক্রবার আমাজ়নের শেয়ার পড়েছে ৭ শতাংশ। বেজ়োস এবং মাস্ক সম্মিলিত ভাবে চলতি বছরে ৫ হাজার ৮০০ কোটি ডলারের (ভারতীয় মুদ্রায় প্রায় ৪ লক্ষ ৭৮ হাজার কোটি টাকা) সম্পত্তি হারিয়েছেন।

ছবি: সংগৃহীত।

০৮ ১৫
গুগলের মূল সংস্থা অ্যালফাবেট আইএনসির প্রতিষ্ঠাতা ল্যারি পেজ এবং সারজারি ব্রিন যৌথ ভাবে বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় প্রথম দশের মধ্যেই রয়েছেন। চলতি বছরে তাঁদের প্রত্যেকের ৪ হাজার কোটি ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৩ লক্ষ ৩০ হাজার কোটি টাকা) করে ক্ষতি হয়েছে।

গুগলের মূল সংস্থা অ্যালফাবেট আইএনসির প্রতিষ্ঠাতা ল্যারি পেজ এবং সারজারি ব্রিন যৌথ ভাবে বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় প্রথম দশের মধ্যেই রয়েছেন। চলতি বছরে তাঁদের প্রত্যেকের ৪ হাজার কোটি ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৩ লক্ষ ৩০ হাজার কোটি টাকা) করে ক্ষতি হয়েছে।

ছবি: সংগৃহীত।

০৯ ১৫
চিনের ধনকুবের জ্যাক মা-র এ বছরের ক্ষতির পরিমাণ প্রায় ৯৩০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় ৭৬ হাজার ৫২৭ কোটি টাকা)। বর্তমানে তাঁর সম্পত্তির পরিমাণ ২ হাজার ৯১০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ২ লক্ষ ৪০ হাজার কোটি টাকা)।

চিনের ধনকুবের জ্যাক মা-র এ বছরের ক্ষতির পরিমাণ প্রায় ৯৩০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় ৭৬ হাজার ৫২৭ কোটি টাকা)। বর্তমানে তাঁর সম্পত্তির পরিমাণ ২ হাজার ৯১০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ২ লক্ষ ৪০ হাজার কোটি টাকা)।

ছবি: সংগৃহীত।

১০ ১৫
এই মুহূর্তে বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় প্রথম কুড়ির মধ্যে রয়েছেন এক জন মাত্র মহিলা। তিনি জেফ বেজ়োসের প্রাক্তন স্ত্রী ম্যাককেনজ়ি স্কট। আমাজন গড়ে তোলায় বেজ়োসের পাশাপাশি তাঁরও অবদান রয়েছে। এ বছর তাঁর সম্পত্তিতে ২ হাজার ৯০০ কোটি ডলারের (ভারতীয় মুদ্রায় প্রায় ২ লক্ষ ৩৮ হাজার কোটি টাকা) বেশি ঘাটতি দেখা দিয়েছে। তবে অনেক ক্ষেত্রেই স্কট বিভিন্ন প্রতিষ্ঠান ও ত্রাণশিবিরে দান করেছেন।

এই মুহূর্তে বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় প্রথম কুড়ির মধ্যে রয়েছেন এক জন মাত্র মহিলা। তিনি জেফ বেজ়োসের প্রাক্তন স্ত্রী ম্যাককেনজ়ি স্কট। আমাজন গড়ে তোলায় বেজ়োসের পাশাপাশি তাঁরও অবদান রয়েছে। এ বছর তাঁর সম্পত্তিতে ২ হাজার ৯০০ কোটি ডলারের (ভারতীয় মুদ্রায় প্রায় ২ লক্ষ ৩৮ হাজার কোটি টাকা) বেশি ঘাটতি দেখা দিয়েছে। তবে অনেক ক্ষেত্রেই স্কট বিভিন্ন প্রতিষ্ঠান ও ত্রাণশিবিরে দান করেছেন।

ছবি: সংগৃহীত।

১১ ১৫
পরিসংখ্যান বলছে, ধনপতিদের তালিকায় প্রথম কুড়ি জনের মধ্যে মাত্র ২ জন ২০২২ সালে নিজেদের সম্পত্তির পরিমাণ কিছুটা বাড়াতে পেরেছেন।

পরিসংখ্যান বলছে, ধনপতিদের তালিকায় প্রথম কুড়ি জনের মধ্যে মাত্র ২ জন ২০২২ সালে নিজেদের সম্পত্তির পরিমাণ কিছুটা বাড়াতে পেরেছেন।

ছবি: সংগৃহীত।

১২ ১৫
চিনের ধনকুবের টিকটকের প্রতিষ্ঠাতা জ়্যাং ইমিং-এর সম্পত্তি বেড়েছে ১ হাজার ৪০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৮৫ হাজার ৫০০ কোটি টাকা)। বর্তমানে তাঁর সম্পত্তির পরিমাণ ৫ হাজার ৪৯০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৪ লক্ষ ৫১ হাজার কোটি টাকা)।

চিনের ধনকুবের টিকটকের প্রতিষ্ঠাতা জ়্যাং ইমিং-এর সম্পত্তি বেড়েছে ১ হাজার ৪০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৮৫ হাজার ৫০০ কোটি টাকা)। বর্তমানে তাঁর সম্পত্তির পরিমাণ ৫ হাজার ৪৯০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৪ লক্ষ ৫১ হাজার কোটি টাকা)।

ছবি: সংগৃহীত।

১৩ ১৫
এ ছাড়া বেতার সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা ইউবিকুইটি-র প্রতিষ্ঠাতা রবার্ট পেরার সম্পত্তিও বেড়েছে। চলতি বছরে মোট ১৩০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় ১০ হাজার ৭০০ কোটি টাকা) সম্পত্তি বৃদ্ধি হয়েছে তাঁর। মোট সম্পত্তির পরিমাণ ১ হাজার ৪৭০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১ লক্ষ ২০ হাজার কোটি টাকা)।

এ ছাড়া বেতার সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা ইউবিকুইটি-র প্রতিষ্ঠাতা রবার্ট পেরার সম্পত্তিও বেড়েছে। চলতি বছরে মোট ১৩০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় ১০ হাজার ৭০০ কোটি টাকা) সম্পত্তি বৃদ্ধি হয়েছে তাঁর। মোট সম্পত্তির পরিমাণ ১ হাজার ৪৭০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১ লক্ষ ২০ হাজার কোটি টাকা)।

ছবি: সংগৃহীত।

১৪ ১৫
বিশ্বজুড়ে করোনা অতিমারি চলাকালীন প্রথম ২ বছর ধনপতিদের সম্পত্তিতে রেকর্ড বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছিল। এমনকি অতিমারির সূচনাপর্বে প্রতি ৩০ ঘণ্টায় এক জন করে ধনপতি তৈরি হচ্ছিলেন বলে দাবি করেছে কিছু কিছু পরিসংখ্যান।

বিশ্বজুড়ে করোনা অতিমারি চলাকালীন প্রথম ২ বছর ধনপতিদের সম্পত্তিতে রেকর্ড বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছিল। এমনকি অতিমারির সূচনাপর্বে প্রতি ৩০ ঘণ্টায় এক জন করে ধনপতি তৈরি হচ্ছিলেন বলে দাবি করেছে কিছু কিছু পরিসংখ্যান।

ছবি: সংগৃহীত।

১৫ ১৫
কিন্তু তার পর হঠাৎ উল্টো স্রোতে বইতে শুরু করে আর্থিক বৃদ্ধির গতিপথ। ২০২২ সালে এসে ধনপতিদের সম্পত্তিতে রেকর্ড পতন পরিলক্ষিত হচ্ছে। ছবি সংগৃহীত।

কিন্তু তার পর হঠাৎ উল্টো স্রোতে বইতে শুরু করে আর্থিক বৃদ্ধির গতিপথ। ২০২২ সালে এসে ধনপতিদের সম্পত্তিতে রেকর্ড পতন পরিলক্ষিত হচ্ছে। ছবি সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy