Big budget bollywood movies which flopped at box office after their releases dgtl
Bollywood Box Office Collection
তৈরি করতে খরচ কয়েকশো কোটি! বক্স অফিসে ব্যর্থ হয়েছে বলিউডের যে সব বড় বাজেটের ছবি
বলিপাড়ায় এমন বহু ছবি রয়েছে, যেগুলির নির্মাণে ২০০ থেকে ৩০০ কোটি টাকা খরচ হলেও বক্স অফিসে সেগুলি মুখ থুবড়ে পড়ে। এই তালিকায় রয়েছে বলিপাড়ার তিন খানের ছবিও।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১২ মার্চ ২০২৪ ১৬:৩৯
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৮
ছবি তৈরির সময় বাজেট বিপুল পরিমাণ হলেও মুক্তির পর বক্স অফিসে তেমন ব্যবসা করতে পারে না অসংখ্য ছবি। বলিপাড়ায় এমন বহু ছবি রয়েছে যেগুলির নির্মাণে ২০০ থেকে ৩০০ কোটি টাকা খরচ হলেও বক্স অফিসে সেগুলি মুখ থুবড়ে পড়ে। এই তালিকায় আমির খান থেকে শুরু করে রয়েছে শাহরুখ খান এবং অক্ষয় কুমারের মতো বলি তারকার একাধিক ছবি।
০২১৮
২০১৮ সালে বিজয়কৃষ্ণ আচার্যের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ঠগস অফ হিন্দোস্তান’। আমির খান, অমিতাভ বচ্চন, ক্যাটরিনা কইফ এবং ফতিমা সানা শেখ অভিনীত এই ছবি তৈরি করতে খরচ হয় আনুমানিক ৩১০ কোটি টাকা।
০৩১৮
মুক্তির পর বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে আমির-অমিতাভের ‘ঠগস অফ হিন্দোস্তান’। বলিপাড়া সূত্রে খবর, মুক্তির পর ভারতীয় বক্স অফিসে মাত্র ১৫০ কোটি টাকার ব্যবসা করে ছবিটি।
০৪১৮
২০২১ সালে কবীর খানের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘৮৩’। এই ছবিতে কপিল দেবের ভূমিকায় অভিনয় করেন রণবীর সিংহ। রণবীরের বিপরীতে অভিনয় করতে দেখা যায় দীপিকা পাড়ুকোনকে।
০৫১৮
বলিপাড়া সূত্রে খবর, ‘৮৩’ ছবি তৈরিতে খরচ হয় ২৬০ কোটি টাকা। কিন্তু মুক্তি পাওয়ার পর সফল হয়নি এই ছবি। ভারতীয় বক্স অফিসে ছবিটি মাত্র ১৩০ কোটি টাকার ব্যবসা করে।
০৬১৮
২০২২ সালে আদিত্য চোপড়ার প্রযোজনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘সম্রাট পৃথ্বীরাজ’। এই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেন বলিপাড়ার ‘খিলাড়ি’ অক্ষয় কুমার। এই ছবির মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন মানুষী চিল্লর।
০৭১৮
বলিপাড়া সূত্রে খবর, ‘সম্রাট পৃথ্বীরাজ’ ভারতীয় বক্স অফিসে লোকসানের মুখ দেখে। ছবিটি তৈরি করতে খরচ হয় আনুমানিক ২০০ কোটি টাকা। মুক্তির পর ভারতীয় বক্স অফিসে মাত্র ৮১ কোটি টাকার ব্যবসা করে ছবিটি।
০৮১৮
বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানের ছবিও। ২০১৮ সালে আনন্দ এল রাইয়ের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘জ়িরো’। শাহরুখের পাশাপাশি এই ছবিতে অভিনয় করেন ক্যাটরিনা কইফ এবং অনুষ্কা শর্মা।
০৯১৮
বলিপাড়া সূত্রে খবর, ‘জ়িরো’ ছবিটি তৈরি করতে মোট খরচ হয় ২০০ কোটি টাকা। তবে মুক্তির পর লক্ষ্মীর মুখ দেখতে পায়নি শাহরুখের ছবি। ভারতীয় বক্স অফিসে মাত্র ৮৮ কোটি টাকার ব্যবসা করে এই ছবি।
১০১৮
২০১৬ সালে আশুতোষ গোয়ারিকরের পরিচালনায় মুক্তিপ্রাপ্ত ‘মহেঞ্জোদাড়ো’ ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেন বলি অভিনেতা হৃতিক রোশন এবং পূজা হেগড়ে।
১১১৮
বলিপাড়া সূত্রে খবর, মুক্তির পর ভারতীয় বক্স অফিসে ফ্লপ করে ‘মহেঞ্জোদাড়ো’ ছবিটি। হৃতিক-পূজা অভিনীত ছবিটি তৈরি করতে ১৩৮ কোটি টাকা খরচ হয়। বলিপাড়া সূত্রে খবর, মুক্তির পর ভারতীয় বক্স অফিসে মাত্র ৭৫ কোটি টাকা উপার্জন করে এই ছবি।
১২১৮
২০১৯ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ১৩৭ কোটি টাকা বাজেটের ছবি ‘কলঙ্ক’। বলিপাড়া সূত্রে খবর, মাধুরী দীক্ষিত নেনে, সঞ্জয় দত্ত, আলিয়া ভট্ট, বরুণ ধওয়ান এবং আদিত্য রায় কপূর অভিনীত তারকাখচিত এই ছবিটি মুক্তির পর ভারতীয় বক্স অফিসে ৮০ কোটি টাকা আয় করে।
১৩১৮
২০১৭ সালে কবীর খানের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় সলমন খান অভিনীত ‘টিউবলাইট’। বলিপাড়া সূত্রে খবর, ১৩৫ কোটি টাকা বাজেটের ছবি মুক্তির পর ভারতীয় বক্স অফিসে প্রায় ১১৯ কোটি টাকার ব্যবসা করে।
১৪১৮
ফ্লপ হওয়ার তালিকায় রয়েছে শাহরুখ খানের আরও একটি ছবি। কল্পবিজ্ঞান ঘরানার ছবি ‘রা.ওয়ান’। ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করেন করিনা কপূর খান। খলনায়কের চরিত্রে অভিনয় করেন অর্জুন রামপাল।
১৫১৮
বলিপাড়া সূত্রে খবর, ‘রা.ওয়ান’ ছবিটি তৈরি করতে ১৩০ কোটি টাকা খরচ হয়। মুক্তির পর ভারতীয় বক্স অফিস থেকে প্রায় ১১৪ কোটি টাকা উপার্জন করে এই ছবি।
১৬১৮
২০১৫ সালে অনুরাগ কাশ্যপের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘বম্বে ভেলভেট’। রণবীর কপূর, অনুষ্কা শর্মা, কর্ণ জোহর, কেকে মেনন, ভিকি কৌশলের মতো একাধিক বলি তারকাকে এই ছবিতে অভিনয় করতে দেখা যায়।
১৭১৮
বলিপাড়া সূত্রে খবর, ‘বম্বে ভেলভেট’ ছবিটি তৈরি করতে ১১৮ কোটি টাকা খরচ করেন ছবিনির্মাতারা। তবে মুক্তির পর তারকাখচিত এই ছবিটি মুখ থুবড়ে পড়ে। ভারতীয় বক্স অফিসে মাত্র ৩০ কোটি টাকার ব্যবসা করে এই ছবি।
১৮১৮
২০২২ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় কঙ্গনা রানাউত অভিনীত অ্যাকশন ঘরানার ছবি ‘ধকড়’। বলিপা়ড়া সূত্রে খবর, আনুমানিক ৮৫ কোটি টাকা বাজেটে তৈরি এই ছবি মুক্তির পর দে়শ জুড়ে বক্স অফিস থেকে আড়াই কোটি টাকার ব্যবসা করে।