Bhojpuri singer Shilpi Raj finally talks about the MMS scandal dgtl
Shilpi Raj
Shilpi Raj: যৌন কেলেঙ্কারিতে নাম জড়িয়েছিল, মুখ খুলে বলিউডের গোপন কথা ফাঁস করলেন ইনি
বর্তমানে ভোজপুরি সিনেমা জগতে শিল্পী পরিচিত নাম। বেশ কিছু মিউজিক ভিডিয়ো প্রস্তুতকারী সংস্থার সঙ্গে জোট বেঁধে তিনি অনেক গান গেয়েছেন।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৪ মে ২০২২ ১৭:০৮
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৮
কিছু দিন আগেই এমএমএস কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে ভোজপুরি সিনেমার জনপ্রিয় গায়িকা শিল্পী রাজের।
০২১৮
এই ঘটনা ইতিমধ্যেই ভোজপুরি সিনে দুনিয়ায় আলোড়ন তৈরি করেছে। রাতারাতি তাঁর ওই ভিডিয়ো ক্লিপিং খুঁজে বের করতে বিভিন্ন ওয়েবসাইটে ভিড় জমাচ্ছেন জনতা।
০৩১৮
বেশ কিছু দিন বিনোদন জগতের আলোর আড়ালে থাকার পর সম্প্রতি একটি সাক্ষাৎকার দেন শিল্পী। এমএমএস কেলেঙ্কারি নিয়ে প্রথম মুখ খুলে তিনি জানিয়েছেন, তাঁর সঙ্গে যা হয়েছে তা অন্যায্য।
০৪১৮
শিল্পীকে জিজ্ঞাসা করা হয়, যখন এই এমএমএস নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে, তখন তিনি কোথায় ছিলেন এবং তাঁকে এই ক্লিপিং কে পাঠিয়েছিল।
০৫১৮
উত্তরে শিল্পী জানান, তিনি প্রথমে এই এমএমএস দেখেননি। তাঁকে কিছু পরিচিত মানুষ বিষয়টি জানান। পরে ক্লিপিংটি দেখলেও তাতে যে মেয়েটিকে দেখা গিয়েছে, তাঁকে তিনি চেনেন না বলেই দাবি করেন শিল্পী।
০৬১৮
ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে এই ভিডিয়োর সঙ্গে তাঁর নাম জড়িয়ে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও দাবি শিল্পীর।
০৭১৮
তবে এ বিষয়ে তিনি কাউকে সন্দেহ করছেন কি না সেই প্রসঙ্গে তাঁর মন্তব্য, যখন কেউ সিনেজগতে সাফল্যের সিঁড়ি চড়েন, তখন বহু মানুষ তাঁদের সম্পর্কে বিরূপ মন্তব্য করেন। তাঁদের চরিত্রে কালি ছেটাতে চান।
০৮১৮
সিনেমার জগতের সঙ্গে যুক্ত মহিলাদের কেউ সম্মান করে না বলেও জানিয়েছেন শিল্পী।
০৯১৮
তবে এই বিতর্কিত ভিডিয়ো যদি সত্যিই তাঁর না হয়ে থাকে, তা হলে পুলিশের কাছে কেন অভিযোগ জানাননি গায়িকা?
১০১৮
শিল্পীর উত্তর, আদালতে মামলা করেছেন তিনি। সত্যতা যাচাই না করে নাকি তিনি কোনও ব্যক্তিকে কাঠগড়ায় তিনি দাঁড় করাবেন না।
১১১৮
কোনও প্রমাণ ছাড়া কারও নাম জড়ানো ভুল বলেও তিনি জানিয়েছেন।
১২১৮
তবে এই বিষয়টি নিয়ে শিল্পীকে একটুও বিভ্রান্ত হতে হয়নি। তাঁর হয়ে নাকি তাঁর ‘স্যর’ সব কিছু সামলাচ্ছিলেন।
১৩১৮
কিন্তু কে এই ‘স্যর’? শিল্পী জানান, তাঁর ম্যানেজার অভয় পাণ্ডেকেই ‘স্যর’ বলে ডাকেন তিনি।
১৪১৮
তবে ভিডিয়ো ভাইরাল হওয়ার পর শিল্পীর বাবা-মার প্রতিক্রিয়া কী ছিল? বাবা-মার প্রসঙ্গ এড়িয়েই শিল্পী জানান, তাঁর ভাই উদ্বেগ প্রকাশ করে ফোন করলে তিনি তাঁর ভাইকে পুরো বিষয়টি বুঝিয়ে বলেন।
১৫১৮
লোকগীতি গাইতেই বেশি স্বচ্ছন্দ শিল্পী গ্রাম থেকে শহর, সর্বত্রই স্বীকৃতি পেয়েছেন। তাই এই ঘটনায় মানুষ তাঁকে খারাপ মনে করবেন না বলেও তিনি মন্তব্য করেন।
১৬১৮
বর্তমানে ভোজপুরি সিনেমা জগতে শিল্পী পরিচিত নাম। বহু মিউজিক ভিডিয়ো প্রস্তুতকারী সংস্থার সঙ্গে জোট বেঁধে তিনি অনেক গান গেয়েছেন।
১৭১৮
গত কয়েক বছরে ভোজপুরি সিনেমার ব্যবসাও বেড়েছে। মুম্বইয়েও রমরমিয়ে ব্যবসা করছে এই সিনেমাগুলি।
১৮১৮
তা হলে কি এ বার বলিউডেও গান গাইবেন শিল্পী? গায়িকা জানান, কাজ তিনি করতে চান। কিন্তু বলিউডে কী কাজ আগে নতুন শিল্পী আগে করেছেন, তা দেখে তবেই প্রস্তাব পাওয়া যায়। নবাগতদের কেউ সুযোগ দেয় না, বলেও দাবি শিল্পীর।