Advertisement
১৮ ডিসেম্বর ২০২৪
Nisha Upadhyay gets Shot

অনুষ্ঠানের মাঝেই পায়ে এসে লাগে গুলি, লুটিয়ে পড়েন গায়িকা, কে তিনি?

গানের সঙ্গে চলছিল নাচানাচি। আচমকাই ছুটে এল গুলি। পায়ে লাগল গায়িকার। কিছু ক্ষণ পর লুটিয়ে পড়লেন তিনি। তদন্ত শুরু করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
পটনা শেষ আপডেট: ০২ জুন ২০২৩ ১৫:৫৯
Share: Save:
০১ ১৭
image of singer Nisha Upadhyay

বিহারের সরন জেলায় গানের অনুষ্ঠান চলছিল। গান গাইছিলেন নিশা উপাধ্যায়। চলছিল নাচানাচি। আচমকাই ছুটে এল গুলি। পায়ে লাগল গায়িকার। কিছু ক্ষণ পর লুটিয়ে পড়লেন তিনি। তদন্ত শুরু করেছে পুলিশ। কারা চালাল গুলি? কে এই নিশা?

০২ ১৭
image of singer Nisha Upadhyay

নিশা এখন পটনার এক হাসপাতালে ভর্তি। তাঁর অবস্থা স্থিতিশীল। ভক্তেরা প্রিয় গায়িকার জন্য প্রার্থনা করছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন তিনি।

০৩ ১৭
image of singer Nisha Upadhyay

সরনের গৌর বসন্ত গ্রামের বাসিন্দা। তবে এখন থাকেন পটনায়। রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে অনুষ্ঠান করেন।

০৪ ১৭
image of singer Nisha Upadhyay

‘লে লে আয়ে কোকা কোলা’, ‘নবকার মন্ত্র’, ‘ঢোলিদা ঢোল রে’, ‘হাসি হাসি জান মারেলা’— এই গানগুলি মূলত অনুষ্ঠানে গেয়ে থাকেন তিনি। এ সব গান তাঁকে খ্যাতি দিয়েছে।

০৫ ১৭
image of singer Nisha Upadhyay

সমাজমাধ্যমেও দারুণ জনপ্রিয় নিশা। ইনস্টাগ্রামে তাঁর অনুগামীর সংখ্যা প্রায় সাড়ে ১ লক্ষ ২৫ হাজার। ভক্তেরা তাঁর সুস্থতা কামনা করেছেন।

০৬ ১৭
image of singer Nisha Upadhyay

কী হয়েছিল সেই রাতে? ৩১ মে সরন জেলার সেন্ধওয়ার গ্রামে বীরেন্দ্র সিংহ নামে এক ব্যক্তির বাড়িতে অনুষ্ঠান ছিল। অনেকে বলেন, উপনয়নের অনুষ্ঠান হচ্ছিল। কেউ কেউ দাবি করেছেন গৃহপ্রবেশের অনুষ্ঠান চলছিল। সেই নিয়ে দ্বিমত রয়েছে। সেই অনুষ্ঠানেই গান গাইতে গিয়েছিলেন নিশা।

০৭ ১৭
image of singer Nisha Upadhyay

শূন্যে ছোড়া হচ্ছিল গুলি। ভোজপুরী গায়িকা নিশার পায়ে গুলি লাগে। প্রথমে তিনি বুঝতে পারেননি, কী হয়েছে। পায়ে ব্যথা করছিল। তবু গান থামাননি।

০৮ ১৭
image of singer Nisha Upadhyay

কিছু ক্ষণ পরেই মঞ্চেই লুটিয়ে পড়েন তিনি। নিশা জানিয়েছেন, পায়ের দিকে তাকিয়ে দেখেন রক্তপাত হচ্ছে। সেই সঙ্গে পায়ে প্রচণ্ড যন্ত্রণা অনুভব করেন তিনি। বুঝতে পারেন, কী ঘটেছে। সঙ্গে সঙ্গে সভায় হইচই শুরু হয়ে যায়।

০৯ ১৭
image of singer Nisha Upadhyay

সঙ্গে সঙ্গে নিশাকে পটনার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। খবর পেয়ে হাসপাতালে পৌঁছে যায় তাঁর পরিবার। চিকিৎসকেরা তাঁর পা থেকে স্‌প্লিন্টার বার করেন।

১০ ১৭
image of singer Nisha Upadhyay

পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে, অনুষ্ঠানবাড়িতে আনন্দে শূন্যে গুলি চালাচ্ছিলেন কয়েক জন। একটি গুলি এসে নিশার পায়ে লাগে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্ত যুবক।

১১ ১৭
image of singer Nisha Upadhyay

খবর পেয়ে ছুটে আসে পুলিশ। তদন্ত শুরু হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, খুব অল্প সময়ে খ্যাতি পেয়েছিলেন নিশা। তাঁকে গুলি করার নেপথ্যে কি সেটাই কারণ? না কি নেহাতই দুর্ঘটনাবশত ছিটকে এসেছে গুলি!

১২ ১৭
image of singer Nisha Upadhyay

ছাপরার এএসআই সন্তোষ কুমার জয়সওয়াল জানিয়েছেন, গুলিচালনা নিয়ে তদন্ত চলছে।

১৩ ১৭
image of singer Nisha Upadhyay

জনতা বাজার থানার এসএইচও নাসিরুদ্দিন খান জানিয়েছেন, অভিযুক্তের খোঁজ চলছে। তবে এখনও সরকারি ভাবে কোনও অভিযোগ দায়ের হয়নি।

১৪ ১৭
image of singer Nisha Upadhyay

হাসপাতালে একটি সংবাদমাধ্যমকে নিশা জানিয়েছেন, তাঁর ভাগ্য ভাল ছিল বলে সেই রাতে প্রাণে বেঁচেছেন। নয়তো গলা বা শরীরের অন্য কোথাও গুলি লাগতে পারত। তাতে তাঁর মৃত্যু পর্যন্ত হতে পারত। অনুষ্ঠানে প্রকাশ্যে গুলি চালানো বন্ধের দাবি তুলেছেন নিশা।

১৫ ১৭
image of singer Nisha Upadhyay

বিহারের সংস্কৃতি মন্ত্রী জিতেন্দ্র কুমার রায় এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি জানিয়েছে, দোষীরা শিগগিরই শাস্তি পাবেন। আনন্দের অনুষ্ঠানে বন্দুক নিষিদ্ধ করার কথাও বলেছেন। বিহার, উত্তরপ্রদেশ-সহ বেশ কিছু রাজ্যে আনন্দ অনুষ্ঠানে গুলি চালানো হয়। তাতে মৃত্যুর সংখ্যাও নেহাত কম নয়।

১৬ ১৭
image of singer Nisha Upadhyay

২০২২ সালে উত্তরপ্রদেশের শোনভদ্র জেলায় বিয়ে করতে যাওয়ার পথে গুলি ছুড়ছিলেন বর। সেই গুলি লাগে তাঁর বন্ধুর। বর মণীশ মধেশিয়ার গুলিতে মৃত্যু হয় বাবু লাল যাদব নামে এক যুবকের।

১৭ ১৭
image of singer Nisha Upadhyay

অন্য দিকে, গত এপ্রিলে উত্তরপ্রদেশেরই হাথরস জেলার সালেমপুর গ্রামে বিয়ের আসরে বরের পাশে বসে শূন্যে গুলি ছুড়ছিলেন কনে। সেই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর পুলিশ মামলা দায়ের করে কনের খোঁজ শুরু করেন। তার জেরে বিয়ের পর ফেরার হয়ে যান কনে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy