Besides Parag Agarwal, two more top Fired Twitter Executives To Get Over rs 800 Cr After Musk's Takeover dgtl
Twitter
শুধু পরাগ নন, টুইটার থেকে চাকরি খুইয়ে কোটি কোটি টাকা পাবেন আরও এক ভারতীয় বংশোদ্ভূত
পরাগ আগরওয়ালের পাশাপাশি টুইটারের আরও দুই শীর্ষ আধিকারিককে চাকরি থেকে বরখাস্ত করেছেন টেসলাকর্তা ইলন মাস্ক। তাঁরাও কোটি কোটি টাকা পাবেন।
সংবাদ সংস্থা
সান ফ্রান্সিসকোশেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২২ ১৫:৫৩
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
মালিকানা বদল হয়েছে টুইটারের। ‘মাইক্রো ব্লগিং সাইট’-এর রাশ কুক্ষিগত করার সঙ্গে সঙ্গেই সংস্থার সিইও পরাগ আগরওয়াল-সহ তিন শীর্ষ আধিকারিককে ছাঁটাই করেছেন ধনকুবের ইলন মাস্ক। যার জেরে চাকরি হারিয়েছেন টুইটারের ওই তিন শীর্ষ পদাধিকারী। কিন্তু চাকরি থেকে ছাঁটাইয়ের পরও মোটা অঙ্কের টাকা হাতে নিয়ে ঘরে ফিরেছেন পরাগ-সহ ওই তিন কর্তা। টাকার অঙ্ক জানলে চমকে যাবেন।
০২১৫
২৭ অক্টোবর, বৃহস্পতিবার টুইটার অধিগ্রহণের কথা ঘোষণা করেন ইলন মাস্ক। তার পরই টুইটারের সিইও পদ থেকে পরাগকে ছাঁটাই করেছেন মাস্ক। একাধিক সংবাদমাধ্যমে এমনটাই দাবি করা হয়েছে।
০৩১৫
তবে শুধু পরাগ নন। টুইটারের আরও দুই শীর্ষ আধিকারিককে চাকরি থেকে বরখাস্ত করেছেন টেসলাকর্তা। তাঁরা হলেন টুইটারের ‘চিফ ফিনান্সিয়াল অফিসার’ (সিএফও) নেড সেগাল ও টুইটারের আইনি বিষয়ক ও নীতি নির্ধারক কমিটির প্রধান বিজয়া গাড্ডে।
০৪১৫
গত এপ্রিল মাসে ৪ হাজার ৪০০ কোটি ডলার ব্যয়ে টুইটার কেনার কথা ঘোষণা করেছিলেন ইলন। পরাগ-সহ টুইটারের শীর্ষ আধিকারিকদের যে বরখাস্ত করবেন ইলন, এই জল্পনা গত কয়েক মাস ধরেই চলছিল।
০৫১৫
ইলনের অভিযোগ, পরাগরা ভুয়ো অ্যাকাউন্ট নিয়ে তাঁকে ও টুইটারের বিনিয়োগকারীদের বিভ্রান্ত করেছেন। এমনকি, টুইটার পরিচালনা নিয়ে তাঁদের ভূমিকায় সন্তুষ্ট ছিলেন না মাস্ক। আর সে কারণেই পরাগদের ছাঁটাই করেছেন তিনি।
০৬১৫
টুইটার থেকে পরাগকে সরানোয় তাঁকে মোটা অঙ্কের টাকা দিতে হবে। শুধু পরাগই নন। কোটি কোটি টাকা পাবেন নেড ও বিজয়াও।
০৭১৫
ব্লুমবার্গ দাবি করেছে, চাকরি খুইয়ে পরাগের পাওয়ার কথা ৫০ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যার অঙ্কটা ৪৭২ কোটি ৩৩ লক্ষ টাকা।
০৮১৫
যদিও গবেষণা সংস্থা ‘ইক্যুইলার’ জানিয়েছে, মালিকানা বদলের ১২ মাসের মধ্যে যদি পরাগকে বরখাস্ত করা হয়, তা হলে প্রায় ৪ কোটি ২০ লক্ষ ডলার দিতে হবে তাঁকে। ভারতীয় মুদ্রায় যার অঙ্ক ৩৪৫ কোটি টাকারও বেশি।
০৯১৫
ব্লুমবার্গ দাবি করেছে, টুইটার থেকে চাকরি হারানোর পর ৪৪.৫ মিলিয়ন ডলার পাবেন নেড সেগাল। ভারতীয় মুদ্রায় যার অঙ্ক ৩৬৬ কোটি ১৮ লক্ষ টাকা পাবেন নেড সেগাল।
১০১৫
ওই একই সূত্রে আরও দাবি করা হয়েছে যে, বিজয়া পাবেন ২০ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৬৪ কোটি ৫৭ লক্ষ টাকা।
১১১৫
তবে কবে এই টাকা পাবেন টুইটারের ওই তিন পদাধিকারী, তা জানা যায়নি। এমনকি, এ নিয়ে এখনও টুইটারের তরফে কিছু জানানো হয়নি।
১২১৫
টুইটার থেকে বিদায় নেওয়ার কথা ইতিমধ্যেই জানিয়েছেন নেড সেগাল। কিন্তু এখনও এ নিয়ে মুখ খোলেননি পরাগ আগরওয়াল।
১৩১৫
পরাগের মতো বিজয়ারও ভারতীয় যোগ রয়েছে। হায়দরাবাদে জন্ম বিজয়ার। তাঁর যখন তিন বছর বয়স, সে সময় তাঁর পরিবার আমেরিকায় চলে যায়। ব্লুমবার্গের তথ্যানুযায়ী জানা গিয়েছে, ২০২১ সালে টুইটার থেকে প্রায় ১৭ মিলিয়ন ডলার অর্থ উপার্জন করেছেন বিজয়া। ভারতীয় মুদ্রায় যার অঙ্ক ১৩৯ কোটি ৮৮ লক্ষ।
১৪১৫
শোনা যায়, ২০২০ সালের ৬ জানুয়ারি আমেরিকায় ক্যাপিটল হিলে অশান্তির ঘটনার পর টুইটারে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিষিদ্ধ করা নিয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বড় ভূমিকা ছিল বিজয়ার।
১৫১৫
‘মানবতার স্বার্থে’ টুইটার কিনেছেন বলে জানিয়েছেন ইলন। টুইটারের মাধ্যমে ঘৃণা, বিভাজন যাতে না বাড়ে, সে দিকে জোর দেওয়া হবে বলে জানিয়েছেন মাস্ক। তবে টুইটার অধিগ্রহণের পর ইলন একটি টুইটে লেখেন, ‘পাখি এখন মুক্ত’। পরাগদের ছাঁটাইয়ের পর এই বার্তা আলাদা তাৎপর্য পেয়েছে।