Bengali actor Kanchan Mullick marries Sreemoyee Chattoraj on 14th feb after many rumours of their relationship dgtl
Kanchan-Sreemoyee Marriage
তৃতীয় বার বিয়ের পিঁড়িতে কাঞ্চন, শ্রীময়ীর সঙ্গে জুটি বাঁধলেন অভিনেতা, রইল ফোটো অ্যালবাম
আনন্দবাজার অনলাইনকে শ্রীময়ী জানান, গত ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ‘ভ্যালেনটাইনস্ ডে’-র দিন আইনি মতে বিয়ে সম্পন্ন হয়েছে দু’জনের।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৪০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
তৃতীয় বার বিয়ের পিঁড়িতে বসলেন কাঞ্চন মল্লিক। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার দিন কয়েকের মাথায় তৃতীয় বিয়ের ছবি ভাইরাল হল সমাজমাধ্যমের পাতায়।
০২১২
অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে বিধায়ক-অভিনেতা কাঞ্চন মল্লিকের বিয়ে কেবল হওয়ার অপেক্ষায় ছিল টলিপাড়া। শেষমেশ নতুন জীবনের দিকে পা বাড়ালেন দু’জনে। সইসাবুদ মিটিয়ে নিলেন একান্তেই।
০৩১২
আনন্দবাজার অনলাইনকে শ্রীময়ী জানান, গত ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ‘ভ্যালেনটাইনস্ ডে’-র দিন আইনি মতে বিয়ে সম্পন্ন হয়েছে দু’জনের।
০৪১২
বিয়ে করে কেমন অনুভূতি হচ্ছে? সেই প্রশ্নের উত্তরে শ্রীময়ী বলেন, “এখনও বিশ্বাস করতে পারছি না যে, ‘মিস’ থেকে ‘মিসেস’ হয়ে গিয়েছি।’’
০৫১২
শ্রীময়ী আরও বলেন, “একটা মিশ্র অনুভূতি কাজ করছে। দু’জনে মিলে সামনের দিনগুলি ভাল ভাবে কাটানোর কথা ভাবছি।”
০৬১২
শ্রীময়ী জানান, আগামী ৬ মার্চ ঘরোয়া ভাবে একটি অনুষ্ঠান করা হবে। কোথায় অনুষ্ঠানটি হবে সে সব এখনও নির্ধারণ করা হয়ে ওঠেনি।
০৭১২
আমন্ত্রিতদের একটি তালিকাও প্রাথমিক ভাবে তৈরি করা হয়েছে।
০৮১২
একসঙ্গে থাকা প্রসঙ্গে শ্রীময়ী বলেন, “আপাতত মায়ের কাছে রয়েছি। ৬ মার্চের পর থেকে দু’জনে একসঙ্গে থাকা শুরু করব।”
০৯১২
কাঞ্চন যে শ্রীময়ীকে বিয়ে করতে পারেন, সেই কথা শোনা যাচ্ছিল অনেক দিন ধরেই।
১০১২
দু’জনের সম্পর্কেও কোনও রাখঢাক ছিল না। বাধা ছিল পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাঞ্চনের বিয়ের আইনি বিচ্ছেদ।
১১১২
গত ১০ জানুয়ারি তাঁদের আইনি বিচ্ছেদ সম্পন্ন হয়েছে।
১২১২
তার পরেই আর কোনও বাধা ছিল না দু’জনের সামনে। অবশেষে একে অপরের হলেন দু’জনে।