কখনও অশালীন ভাষার প্রয়োগ, কখনও আপত্তিকর দৃশ্য অথবা এমন কিছু বিষয় যা সামাজিক অশান্তির— বিভিন্ন কারণে মুক্তির আগে সেন্সর বোর্ড সিনেমার উপরে কাঁচি চালিয়েছে। তেমনই এমন কিছু সিনেমা রয়েছে, যেগুলির উপর সরকার থেকে নিষেধাজ্ঞা জারি হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার ‘দ্য কেরালা স্টোরি’ ছবিটির প্রদর্শন রাজ্যে নিষিদ্ধ করার প্রেক্ষিতে আলোচনায় উঠে আসছে তেমনই কিছু ছবির কথা।
৮ মে, সোমবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন এ রাজ্যে ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমার প্রদর্শন নিষিদ্ধ করা হচ্ছে। নবান্ন সূত্রে খবর, এ বিষয়ে মুখ্যসচিবকে বিশেষ নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। শান্তি-সৌহার্দ্য বজায় রাখতে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে রাজ্য। বলা হয়েছে, এই সিনেমায় যে সব দৃশ্য দেখানো হয়েছে, তা রাজ্যের শান্তিশৃঙ্খলার পক্ষে বিপজ্জনক হতে পারে। তাই নিষিদ্ধ করা হল। কলকাতা, জেলা সর্বত্র।