Before Kalki 2898 AD, Amitabh Bachchan’s other fantasy films brought bad luck to box office dgtl
Amitabh Bachchan
ব্যতিক্রম মাত্র এক, ফ্যান্টাসি ঘরানার ছবিতে অমিতাভ অভিনয় করলেই ফ্লপ! ‘কল্কি’ কি বদল আনবে?
অমিতাভের কেরিয়ারে ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিটি কি ‘ব্রহ্মাস্ত্র’-এর মতো ব্যতিক্রমী হয়ে উঠবে, না কি তাঁর কেরিয়ারের অন্যান্য ফ্যান্টাসি ঘরানার ছবির মতোই বক্স অফিসে ব্যর্থ ছবির তালিকায় নাম লিখিয়ে ফেলবে, তা-ই দেখার।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ২৪ জুন ২০২৪ ১৪:০৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৭
নাগ অশ্বিনের পরিচালনায় বৃহস্পতিবার মুক্তি পেতে চলেছে ‘কল্কি ২৮৯৮ এডি’। ফ্যান্টাসি ঘরানার এই ছবিতে দক্ষিণের সঙ্গে মেলবন্ধন ঘটেছে বলিউডের। এই ধরনের ছবি এর আগে দেখা যায়নি বলে দাবি করেছেন সিনেপ্রেমীদের অধিকাংশ। প্রভাস, কমল হাসনের মতো দক্ষিণী তারকা, দীপিকা পাড়ুকোন এবং দিশা পাটানির মতো বলি অভিনেত্রী এবং বাঙালি অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে দেখা যাবে এই ছবিতে। তবে সকলকে ছাপিয়ে গিয়েছেন বলিউডের ‘শাহেনশা’ অমিতাভ বচ্চন। বয়স যে কোনও বাধা মানে না, তা আশির গণ্ডি পার করা ‘বিগ বি’ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন এই ছবিতে।
০২১৭
‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে অশ্বত্থামার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অমিতাভকে। ফ্যান্টাসি ঘরানার এই ছবির প্রথম ঝলক প্রকাশ পেতেই অমিতাভ নজর কেড়েছেন সকলের।
০৩১৭
পাঁচ দশকের কেরিয়ারে ২০০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন অমিতাভ। ‘কল্কি ২৮৯৮ এডি’-ই প্রথম নয়, এর আগেও বহু ফ্যান্টাসি ঘরানার ছবিতে অভিনয় করেছেন ‘বিগ বি’। কিন্তু প্রায় কোনও ছবিই বক্স অফিসে ভাল ব্যবসা করতে পারেনি। তবে কি ‘কল্কি ২৮৯৮ এডি’ও বক্স অফিসে লক্ষ্মীলাভ করতে ব্যর্থ হবে, না কি এই ছবি অমিতাভের অতীতের নজির ভেঙে ফেলবে?
০৪১৭
১৯৮৯ সালে কেতন দেসাইয়ের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘তুফান’। এই ছবিতে দ্বৈতচরিত্রে অভিনয় করতে দেখা যায় অমিতাভকে। অতিমানবের চরিত্রে অভিনয় করেন তিনি।
০৫১৭
মুক্তির পর ‘তুফান’ ভাল ব্যবসা করতে আরম্ভ করলেও কিছু দিন পর টিকিট বিক্রির হার কমতে শুরু করে। বলিপাড়া সূত্রে খবর, বক্স অফিসে আশানুরূপ উপার্জন করতে পারেনি অমিতাভের ছবি।
০৬১৭
‘তুফান’ মুক্তির দু’বছর পর ১৯৯১ সালে আরও একটি ফ্যান্টাসি ঘরানার ছবিতে অভিনয় করতে দেখা যায় অমিতাভকে। শশী কপূর পরিচালিত ‘আজুবা’ ছবিতে অভিনয় করেন অমিতাভ।
০৭১৭
অমিতাভ ছাড়াও ‘আজুবা’ ছবিতে অভিনয় করতে দেখা যায় ঋষি কপূর, ডিম্পল কাপাডিয়া, অমরীশ পুরীর মতো তারকাদের। এই ছবিটিও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।
০৮১৭
২০০২ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘অগ্নি বর্ষা’ ছবিতে দেবরাজ ইন্দ্রের চরিত্রে অভিনয় করতে দেখা যায় অমিতাভকে। অমিতাভ ছাড়াও এই ছবিতে অভিনয় করেন রবীনা টন্ডন, জ্যাকি শ্রফ, মিলিন্দ সোমান এবং দক্ষিণী তারকা নাগার্জুন। এই ছবিটিও বক্স অফিস থেকে উপার্জন করতে পারেনি।
০৯১৭
২০০৫ সালে গৌরী খানের প্রযোজনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘পহেলি’। অমোল পালেকর পরিচালিত এই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেন শাহরুখ খান এবং রানি মুখোপাধ্যায়।
১০১৭
‘পহেলি’ ছবিতে ক্যামিয়ো চরিত্রে অভিনয় করেন অমিতাভ। ফ্যান্টাসি ঘরানার এই ছবিটিও বক্স অফিসের অঙ্কে এগিয়ে থাকতে পারেনি।
১১১৭
২০০৩ সালে ‘ব্রুস অলমাইটি’ নামের হলিউড ছবি থেকে হিন্দি ভাষায় ‘গড তুস্সি গ্রেট হো’ ছবিটি বানানো হয়। সলমন খান এবং প্রিয়ঙ্কা চোপড়া জোনাস অভিনীত এই ছবিতে ঈশ্বরের চরিত্রে অভিনয় করতে দেখা যায় অমিতাভকে। বক্স অফিসের ফ্লপ ছবির তালিকায় নাম রয়েছে ‘গড তুস্সি গ্রেট হো’র।
১২১৭
সুজয় ঘোষের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘আলাদিন’। রীতেশ দেশমুখ এবং জ্যাকলিন ফার্নান্ডেজ় অভিনীত এই ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করেন সঞ্জয় দত্ত।
১৩১৭
‘আলাদিন’ ছবিতে জিনিয়াসের চরিত্রে অভিনয় করতে দেখা যায় অমিতাভকে। ফ্যান্টাসি ঘরানার এই ছবিটিও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।
১৪১৭
২০২২ সালে অয়ন মুখোপাধ্যায়ের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ব্রহ্মাস্ত্র’ ছবির প্রথম পর্ব। রণবীর কপূর এবং আলিয়া ভট্টের ছবিতে অভিনয় করেছিলেন বলিপাড়ার অন্যান্য তারকাও।
১৫১৭
শাহরুখ খান, ডিম্পল কাপাডিয়া, মৌনি রায়, দক্ষিণী তারকা নাগার্জুনের পাশাপাশি ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে অভিনয় করেন অমিতাভও। ‘বিগ বি’ তাঁর কেরিয়ারে যতগুলি ফ্যান্টাসি ছবিতে অভিনয় করেছেন, সেগুলির মধ্যে ‘ব্রহ্মাস্ত্র’ই ব্যতিক্রম।
১৬১৭
বলিপাড়া সূত্রে খবর, ‘ব্রহ্মাস্ত্র’ ছবিটি ভারতের বক্স অফিসে ২৫৪ কোটি টাকার ব্যবসা করে। বিশ্ব জুড়ে ছবিটি বক্স অফিস থেকে ৪৩১ কোটি টাকা উপার্জন করে।
১৭১৭
অমিতাভের কেরিয়ারে ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিটি কি ‘ব্রহ্মাস্ত্র’-এর মতো ব্যতিক্রমী হয়ে উঠবে? না কি তাঁর কেরিয়ারের অন্যান্য ফ্যান্টাসি ঘরানার ছবির মতোই বক্স অফিসে ব্যর্থ ছবির তালিকায় নাম লিখিয়ে ফেলবে, সেটাই দেখার।