BCCI To Speak With Mohammed Shami regarding his future in T20 cricket dgtl
Mohammed Shami
শামিকে কি টি-টোয়েন্টি বিশ্বকাপে পাওয়া যাবে? উত্তর পেতে বৈঠক চান নির্বাচকেরা
এ বার শামির সঙ্গে নির্বাচকেরা আলাদা করে বসতে চাইছেন বলে জানা গিয়েছে।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৪ ১৬:০৫
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১১
বিশ্বকাপে ভারত না জিতলেও জ্বলে উঠেছিলেন মহম্মদ শামি। তাঁর আগুনে বোলিং খেলতে সমস্যায় পড়তে হয়েছিল ব্যাটারদের। কিন্তু তারপর থেকেই চোটের কারণে মাঠের বাইরে তিনি। খেলেছেন না আফগানিস্তান সিরিজেও।
০২১১
দক্ষিণ আফ্রিকা সফরে থাকাকালীনই রোহিত শর্মা এবং বিরাট কোহলির সঙ্গে বৈঠক করেছিলেন নির্বাচকেরা।
০৩১১
টি-টোয়েন্টি ফরম্যাটে তাঁদের পরিকল্পনার কথা জানতে চেয়েছিলেন। সেই সিরিজ়ে ছিলেন না মহম্মদ শামি। চোটের জন্য তিনি বাইরে।
০৪১১
এ বার শামির সঙ্গে নির্বাচকেরা আলাদা করে বসতে চাইছেন বলে জানা গিয়েছে।
০৫১১
সম্প্রতি অর্জুন পুরস্কার পেয়েছেন শামি। ইংল্যান্ড সিরিজ়ের আগে ফিট হয়ে ওঠার লক্ষ্যে তিনি অনুশীলনও শুরু করেছেন বলে জানা গিয়েছে।
০৬১১
কিন্তু শামি নিজেকে নিয়ে কী ভাবছেন, তাঁর পরিকল্পনা কী সেটাই জেনে নিতে চাইছেন নির্বাচকেরা। নিজেদের পরিকল্পনাও তাঁরা জানাতে চান।
০৭১১
টেস্ট এবং এক দিনের ক্রিকেটে শামি অনেক দিন ধরেই রয়েছেন। আইপিএলে গুজরাত টাইটান্সের হয়েও খেলছেন।
০৮১১
কিন্তু টি-টোয়েন্টিতে জাতীয় দলের হয়ে তাঁকে অনেক দিন ধরেই দেখা যাচ্ছে না। নির্বাচকেরাও তাঁকে ভাবছেন না।
০৯১১
শামির নিজেরও কোনও আগ্রহ দেখা যাচ্ছে না। ফলে আগামী দিনে শামির টি-টোয়েন্টি ভবিষ্যৎ ঠিক হয়ে যেতে পারে।
১০১১
নির্বাচকেরা জানতে চাইবেন, টি-টোয়েন্টি ক্রিকেটে শামির পরিকল্পনা কী? টেস্টে শামিকে ভবিষ্যতেও খেলানোর পরিকল্পনা রয়েছে। আইপিএলও তিনি খেলবেন।
১১১১
কিন্তু এক দিনের ক্রিকেট এবং টি-টোয়েন্টি ফরম্যাটে তাঁকে আগামী দিনে দেখা যাবে কি না, সেটাই বোঝা যাবে নির্বাচকদের সঙ্গে বৈঠকে।