bcci secretary jay shah clears out rumours of the board being angry on virat kohli’s sudden leave before England series dgtl
Virat Kohli
‘বিরাটের সঙ্গে আমরা পরে কথা বলব’, কোহলির ‘ব্যক্তিগত ছুটি’ নিয়ে কি ক্ষুব্ধ বিসিসিআই?
এই নিয়ে বিসিসিআই কি ক্ষুব্ধ বিরাটের উপর? হঠাৎ ছুটিতে স্পষ্টতই আশাহত ক্রিকেট ভক্তেরা, কিন্তু ক্রিকেট বোর্ডের কী মত?
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১১:৪১
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
ইংল্যান্ড সিরিজ়ের আগে হঠাৎ ছুটির আবেদন করেন বিরাট কোহলি। ব্যক্তিগত কারণ দেখিয়ে ছুটি চান তিনি। কিন্তু কেন? একটি টেস্টেও কেন খেললেন না প্রাক্তন ভারত অধিনায়ক?
০২১২
জানা গিয়েছে, ব্যক্তিগত কারণে ইংল্যান্ড সিরিজ় থেকে ছুটি নিয়েছেন বিরাট। তবে এই নিয়ে বিসিসিআই কি ক্ষুব্ধ বিরাটের উপর? বিরাট হঠাৎ ছুটিতে যাওয়ায় স্পষ্টতই আশাহত ক্রিকেট ভক্তেরা। কিন্তু ক্রিকেট বোর্ডের কী মত?
০৩১২
বিসিসিআই সচিব জয় শাহ মুখ খুললেন এই নিয়ে। বোর্ড এই বিষয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে, বিরাটের সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছে তারা।
০৪১২
সংবাদমাধ্যমে কথা বলতে গিয়ে জয় বলেন, “যদি কোনও ক্রিকেটার ১৫ বছরে এক বার ব্যক্তিগত কারণে ছুটি নিতে চায়, সেই অধিকার তাঁর আছে। বিরাট এমন এক জন ক্রিকেটার যিনি অকারণে ছুটি চাইবেন না।”
০৫১২
তিনি আরও বলেন, “আমরা ওঁর সিদ্ধান্তকে সম্মান করি। আমাদের ক্রিকেটারদের উপর ভরসা আছে। বিরাটের সঙ্গে আমরা পরে কথা বলব।”
০৬১২
বিরাট প্রথমে ভারতের প্রথম দুই টেস্ট দলে ছিলেন। কিন্তু সিরিজ় শুরু হওয়ার আগে হঠাৎ ছুটি চান তিনি।
০৭১২
সেই সময় ভারতীয় ক্রিকেট বোর্ড জানায়, ম্যানেজমেন্ট ও অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে কথা বলেছেন বিরাট। দল বিরাটের সিদ্ধান্ত মেনে নিয়েছে।
০৮১২
ঠিক কোন কারণে বিরাট ছুটি নিয়েছেন তা স্পষ্ট না হলেও জল্পনা, বিরাটের স্ত্রী অনুষ্কা শর্মা দ্বিতীয় বার মা হতে চলেছেন।
০৯১২
সেই কারণে, পরিবারের সঙ্গে বেশি সময় কাটাতে চাইছেন তিনি। তবে বিরাট এই বিষয়ে এখনও মুখ খোলেননি।
১০১২
তৃতীয় টেস্টে বিরাট দলে ফিরবেন কি না তা নিয়েও ধোঁয়াশা ছিল। সেই কারণে, দল ঘোষণা করতে দেরি হচ্ছিল।
১১১২
অবশেষে জানা যায়, বিরাট জানিয়ে দিয়েছেন, এই টেস্টের একটি ম্যাচেও খেলতে পারবেন না তিনি।
১২১২
তার পরেই বিরাটকে বাদ দিয়ে দল ঘোষণা করেন নির্বাচকেরা।