BCCI has announced the team for remaining three Tests against England dgtl
India vs England 2024
নেই বিরাট বা শ্রেয়স, অনিশ্চিত রাহুলও! ভারতের টেস্ট দলে এ বার ঠাঁই কাদের?
প্রথম দু’টি টেস্টে খেলেননি বিরাট। তাই নিয়ে জল্পনা চলছিল। গোটা সিরিজ থেকেই নিজেকে সরিয়ে নিলেন তিনি। দলে এ বার জায়গা পেলেন বাংলার আকাশ দীপ। রয়েছেন বাংলার মুকেশ কুমারও।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:১০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৬
কোহলিকে বাদ দিয়েই হবে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ। কোহলি-হীন দলের খেলোয়াড়দের নাম ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। পুরো সিরিজ থেকেই সরে দাঁড়ালেন প্রাক্তন অধিনায়ক।
০২১৬
প্রথম দু’টি টেস্টে খেলেননি বিরাট। তাই নিয়ে জল্পনা চলছিল। দলে এ বার জায়গা পেলেন বাংলার আকাশ দীপ। রয়েছেন বাংলার মুকেশ কুমারও।
০৩১৬
ব্যক্তিগত কারণে বিরাট খেলবেন না বলে জানিয়েছে বোর্ড। শেষ তিন টেস্টের দলে রাখা হল না শ্রেয়স আয়ারকেও।
০৪১৬
তাঁর পিঠে চোট রয়েছে বলে জানা গিয়েছে। লোকেশ রাহুল এবং রবীন্দ্র জাডেজা দ্বিতীয় টেস্টে চোটের কারণে খেলতে পারেননি। তাঁদের দলে ফেরানো হল।
০৫১৬
যদিও চোট সারলে তবেই খেলতে দেখা যাবে রাহুল এবং জাডেজাকে। বোর্ডের তরফে তেমনটাই জানানো হয়েছে।
০৬১৬
বিরাট এবং শ্রেয়স নেই। অনিশ্চিত রাহুলও। এমন অবস্থায় দলে রাখা হল রজত পাটীদার এবং সরফরাজ় খানকে।
০৭১৬
দলে রাখা হয়েছে দুই উইকেটরক্ষক শ্রীকর ভরত এবং ধ্রুব জুড়েলকে। প্রথম দু’টি টেস্টেও দলে ছিলেন তাঁরা।
০৮১৬
দলে রয়েছেন ওপেনার যশস্বী জয়সওয়াল। অধিনায়ক রোহিত শর্মার সঙ্গী হবেন তিনিই। তিন নম্বরে থাকবেন শুভমন গিল।
০৯১৬
দলে ফেরানো হয়েছে জাডেজাকে। তাঁর সঙ্গে স্পিন বিভাগ সামলানোর জন্য থাকছেন রবিচন্দ্রন অশ্বিনও।
১০১৬
তাঁদের সঙ্গী অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর এবং কুলদীপ যাদব। পেস বিভাগ সামলাবেন যশপ্রীত বুমরা। তিনিই সহ-অধিনায়ক।
১১১৬
বুমরাকে বিশ্রাম দেওয়ার কথা শোনা গেলেও তা করা হয়নি। দলে ফিরলেন মহম্মদ সিরাজও। তাঁকে দ্বিতীয় টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছিল।
১২১৬
সঙ্গে রইলেন মুকেশ কুমার এবং আকাশ দীপ। বাংলার দুই পেসার একসঙ্গে ভারতীয় দলে। প্রথম বারের জন্য টেস্ট দলে ডাক পেলেন বাংলার আকাশ।
১৩১৬
ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট শুরু ১৫ ফেব্রুয়ারি থেকে। রাজকোটে হবে সেই ম্যাচ।
১৪১৬
চতুর্থ টেস্ট রাঁচীতে। ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে সেই টেস্ট।
১৫১৬
শেষ ম্যাচ ধর্মশালায়। সেই টেস্ট শুরু হবে ৭ মার্চ থেকে। প্রথম দুই টেস্টের পর সিরিজ় ১-১।