নব্বইয়ের দশকের শেষে ‘দ্য মেট্রিক্স’ নামের এক হলিউডি ছবিতে তোলপাড় হয়েছিল সিনেদুনিয়া। লানা এবং লিলি ওয়াচাউস্কি নামে দুই রূপান্তরিত বোনের সেই কল্পবিজ্ঞান ছবির চরিত্রেরা আটকা পড়েছে ‘সিম্যুলেটেড রিয়্যালিটি’র জগতে। তাদের আশপাশে যা ঘটছে, তার কোনও কিছুই বাস্তব নয়। বরং তা কম্পিউটার সৃষ্ট এক জগৎ, যা নিয়ন্ত্রণ করছে চরিত্রদের মস্তিষ্কের শক্তি। ছবিতে মানুষেরা আসলে ওই শক্তির উৎস, যা অসংখ্য বুদ্ধিমান মেশিনকে চালনা করার রসদ জোগায়। যাতে ওই মেশিনগুলি চরিত্রের আশপাশের এক বাস্তবের মতো জগৎ তৈরি করতে পারে।