Aneesa Sheikh winner of Miss Grand Pakistan 2022 had worn lahenga designed by Indian designer sparks controversy dgtl
Aneesa Sheikh
‘মিস পাকিস্তান’ ভারতীয় ডিজ়াইনারের লেহঙ্গায়! দেশের প্রতিনিধিত্ব করে বিতর্কে আনিশা
পাকিস্তানে সেরা সুন্দরীর তকমা পেয়েছেন আনিশা। তিনি নিউ ইয়র্ক ফ্যাশন উইকে সেজেছেন ভারতীয় ডিজ়াইনারের তৈরি লেহঙ্গায়। দেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে তাঁর এই সাজ নিয়ে শুরু বিতর্ক।
সংবাদ সংস্থা
ইসলামাবাদশেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২২ ১১:২২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৯
পাকিস্তানে সেরা সুন্দরীর তকমা পেয়েছেন তিনি। ২০২২ সালে ‘মিস পাকিস্তান’-এর মুকুট উঠেছে তাঁর মাথায়। কিন্তু সেই আনিশা শেখ নতুন করে বিতর্কের কেন্দ্রে। তাঁকে নিয়ে তাঁরই দেশে চর্চা থামছে না।
ছবি: সংগৃহীত।
০২১৯
পাকিস্তানের জনপ্রিয় মডেল আনিশা। তিনি মডেলিংয়ের পাশাপাশি গান এবং অভিনয়ও করে থাকেন। চলতি বছর ‘মিস গ্র্যান্ড পাকিস্তান’ প্রতিযোগিতায় তিনি অংশ নিয়েছিলেন।
ছবি: সংগৃহীত।
০৩১৯
‘মিস গ্র্যান্ড পাকিস্তান ২০২২’-এর তকমা পেয়েছেন আনিশা। এর পর ‘মিস গ্র্যান্ড ইন্টারন্যাশানাল’-এ তিনি পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে চলেছেন। ২০ বছরের তরুণী আনিশার জন্য গর্বিত তাঁর দেশ।
ছবি: সংগৃহীত।
০৪১৯
আনিশা বর্তমানে পাকিস্তানে নেই। তিনি নিউ ইয়র্ক ফ্যাশন উইকে অংশ নিয়েছেন। সেখানেই ব্যস্ত রয়েছেন মডেল। তবে সম্প্রতি সম্পূর্ণ ভিন্ন এক কারণে চর্চার কেন্দ্রে উঠে এসেছেন আনিশা।
ছবি: সংগৃহীত।
০৫১৯
কিছু দিন আগে আনিশা ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন। নিউ ইয়র্ক ফ্যাশন উইকে তাঁর সাজ দেখা গিয়েছে সেই পোস্টের একাধিক ছবিতে। এই ছবি থেকেই বিতর্কের সূত্রপাত।
ছবি: সংগৃহীত।
০৬১৯
ছবিতে আনিশাকে দেখা গিয়েছে কালো রঙের এক জমকালো লেহঙ্গায়। এই সাজে নিজের মোট ৪টি ছবি পোস্ট করেছেন আনিশা। তাঁর লেহঙ্গায় রয়েছে কালোর উপর নানা রঙের চোখধাঁধানো কারুকাজ।
ছবি: সংগৃহীত।
০৭১৯
লেহঙ্গার রঙের সঙ্গে মানানসই গয়নাও পরেছেন আনিশা। হার, কানের দুলের পাশাপাশি চুলও সাজিয়েছেন গয়নার চাকচিক্যে।
ছবি: সংগৃহীত।
০৮১৯
আনিশার পোস্ট করা ৪টি ছবির মধ্যে একটিতে তাঁকে দেখা গিয়েছে ‘মিস গ্র্যান্ড পাকিস্তান ২০২২’-এর উত্তরীয় এবং মুকুট পরে থাকতে। জানা গিয়েছে, জনপ্রিয় এক ভারতীয় ডিজ়াইনারের লেহঙ্গায় সেজে নিউ ইয়র্ক ফ্যাশন উইকে পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে গিয়েছেন আনিশা।
ছবি: সংগৃহীত।
০৯১৯
নিউ ইয়র্ক ফ্যাশন উইকে গিয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ম্যাগাজিন ‘ভোগ’-এ একটি সাক্ষাৎকার দিয়েছেন এই তরুণ পাকিস্তানি মডেল। ইনস্টাগ্রাম পোস্টে সেই সাক্ষাৎকারের একটি অংশ তিনি ভাগ করে নিয়েছেন।
ছবি: সংগৃহীত।
১০১৯
আনিশা লিখেছেন, ‘‘সাংবাদিক আমাকে প্রশ্ন করলেন, আপনি তো পাকিস্তানের প্রতিনিধিত্ব করছেন। অথচ, নিউ ইয়র্ক ফ্যাশন উইকে আপনি ভারতীয় ডিজাইনার স্টাইলে সেজে হাঁটতে এসেছেন! এমন কেন?’’
ছবি: সংগৃহীত।
১১১৯
এমন প্রশ্নের কী জবাব দিয়েছেন আনিশা? তিনি লিখেছেন, ‘‘আমার উত্তর ছিল, যদি অন্য কারও তৈরি পোশাক, ৬ ইঞ্চি হিলের জুতো আর নকল চোখের পাতা পরলে রাজনীতি, প্রতিদ্বন্দ্বিতার ঊর্ধ্বে দক্ষিণ এশিয়ার সংস্কৃতিকে একত্রিত করা যায়, তা হলে আমি আনন্দের সঙ্গেই এমন আরও অনেক পোশাক পরব।’’
ছবি: সংগৃহীত।
১২১৯
তিনি আরও বলেন, ‘‘যুদ্ধ, হানাহানি, হিংসা সরিয়ে ফ্যাশন যদি সকলকে একজোট করতে পারে, আমি ফ্যাশনের প্রতিনিধি হিসাবে তবে গর্ববোধ করছি।’’
ছবি: সংগৃহীত।
১৩১৯
আনিশার মতে, ফ্যাশন এমন এক ক্ষেত্র, যা দেশ-বিদেশের সংস্কৃতি, সাজপোশাক এক জায়গায় এনে জড়ো করে। এটাই ফ্যাশনের কাজ। এই ফ্যাশনের মাধ্যমেই ভারত এবং পাকিস্তান—চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের দ্বন্দ্ব ঘোচাতে চান আনিশা।
ছবি: সংগৃহীত।
১৪১৯
পাকিস্তানি এবং আমেরিকান আবহে বড় হয়েছেন আনিশা। তিনি জানান, ছোটবেলা থেকে তিনি শিখেছেন, কোনও দ্বন্দ্ব মেটাতে সবার আগে প্রয়োজন শ্রদ্ধা। একে অপরকে শ্রদ্ধার মাধ্যমে শান্তি স্থাপন করা সম্ভব। শান্তি স্থাপিত হলে জীবন হয়ে ওঠে আরও সুন্দর।
ছবি: সংগৃহীত।
১৫১৯
অভিনয়, গানবাজনা এবং মডেলিংয়ের বাইরে সমাজসেবা মূলক কাজও করে থাকেন আনিশা। দুঃস্থদের দিকে তাঁকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে দেখা গিয়েছে বারবার।
ছবি: সংগৃহীত।
১৬১৯
পাকিস্তানি বংশোদ্ভূত আনিশার জন্ম আমেরিকার কেন্টুকি প্রদেশে। তাঁরা ৫ ভাই-বোন। আনিশাই সবচেয়ে ছোট, পরিবারে সবচেয়ে আদরের। ছোটবেলা থেকে তিনি খেলাধুলো করতেন। সাঁতার, স্কেটিংয়ে দাপিয়ে বেড়াতেন চারদিকে।
ছবি: সংগৃহীত।
১৭১৯
৯ বছর বয়স থেকে স্কেটিং শুরু আনিশার। একটা সময় দিনে ৮ ঘণ্টা স্কেটিং করতেন তিনি। পরে স্কেটিং ফেলে হাতে তুলে নেন গিটার। গানের সুরে খুঁজে পান মনের শান্তি। নিজের একাধিক গান লিখে তাতে সুর দিয়েছেন আনিশা।
ছবি: সংগৃহীত।
১৮১৯
গানবাজনার পাশাপাশি ফ্যাশনের দিকেও আনিশার ঝোঁক ছিল। ধীরে ধীরে তা বাড়তে থাকে। ২০২০ সালে তিনি ‘মিস মিশিগান টিন ইউএসএ’ প্রতিযোগিতায় অংশ নেন। জয়ের মুকুট ওঠে তাঁর মাথাতেই।
ছবি: সংগৃহীত।
১৯১৯
মাত্র ২০ বছর বয়সেই গ্ল্যামার দুনিয়ায় নিজের জায়গা পাকা করে ফেলেছেন পাকিস্তানের আনিশা। তাঁর উচ্চতা মডেলিংয়ে তাঁর সাফল্যের অন্যতম চাবিকাঠি বলে মনে করেন কেউ কেউ। চোখধাঁধানো ফটোশুটের জন্য বার বার বিনোদন জগতের শিরোনামে উঠে আসেন আনিশা।