All you need to know about Yash Raj Spy Universe and it's characters acted by Shah Rukh Khan, Salman Khan and Hrithik Roshan dgtl
Yash Raj Spy Universe
যশরাজের ‘স্পাইভার্সে’ একসঙ্গে শাহরুখ, সলমন, হৃতিক! ‘পাঠান’ দিয়ে শুরু হল পথচলা
টাইগার-৩ সিনেমার পর মুক্তি পাবে গুপ্তচরদের ব্রহ্মাণ্ডের ষষ্ঠ সিনেমা ওয়ার-২। হৃতিকের এই সিনেমায় আবার ছোট চরিত্রে ‘পাঠান’কে দেখা যেতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৩ ১৯:২৫
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৭
মার্ভেল-এর ‘সুপারহিরো ইউনিভার্স’-এর মতোই ‘স্পাই ইউনিভার্স’ বানাচ্ছে প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস। আর তার ঝলক দেখা গেল শাহরুখ-দীপিকা অভিনীত ‘পাঠান’ সিনেমা দিয়ে।
০২১৭
বুধবার মুক্তি পাওয়া ছবিতে শাহরুখ ‘পাঠান’ খানের সঙ্গে হাতে হাত মিলিয়ে লড়াই করতে দেখা গেল সলমন ‘টাইগার’ খানকে। আর সেই দৃশ্য দেখে প্রেক্ষাগৃহগুলি ফেটে পড়েছে হাততালিতে। তবে শুধু হাততালি পাওয়ার জন্য নয়, স্পাই ইউনিভার্সের অস্তিত্ব প্রমাণ করার জন্যও বিশেষ তাৎপর্যপূর্ণ এই দৃশ্য।
০৩১৭
যশরাজের স্পাই ইউনিভার্সের সূচনা ২০১২ সালে মুক্তি পাওয়া ছবি ‘এক থা টাইগার’ থেকে। যদিও গুপ্তচরদের নিয়ে আলাদা সিনেমাজগৎ তৈরির কথা তখনও ভাবতে শুরু করেনি যশরাজ।
০৪১৭
এর পর একে একে ৫টি সিনেমা মুক্তি পেয়েছে যশ রাজের গুপ্তচরদের ব্রহ্মাণ্ডে। মুক্তির অপেক্ষায় রয়েছে আরও ২টি।
০৫১৭
শাহরুখ-সলমন ছাড়াও যশরাজের স্পাই ইউনিভার্সের আরও একটি মূল চরিত্র রয়েছে। চরিত্রটির নাম কবির ধালিওয়াল।
০৬১৭
কবিরের চরিত্রটি দর্শক আগেই দেখেছে। ২০১৯ সালে মুক্তি পেয়েছিল সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘ওয়ার’। সেই সিনেমায় প্রথম প্রকাশ্যে আসে কবির চরিত্রটি। এই চরিত্রে অভিনয় করেছিলেন হৃতিক রোশন।
০৭১৭
হৃতিক এবং টাইগার শ্রফ অভিনীত এই ছবি সিনেমা সমালোচকদের ‘মনপসন্দ’ না হলেও ব্যাপক ব্যবসা পেয়েছিল। ১৭০ কোটি বাজেটের সিনেমার আয় হয়েছিল প্রায় তিন গুণ।
০৮১৭
হৃতিকের এই সিনেমা মুক্তি পাওয়ার পর পরই স্পাই ইউনিভার্স তৈরির কথা ঘোষণা করে যশরাজ। তত দিনে পাঠান তৈরির প্রাথমিক কাজে হাত পড়ে গিয়েছিল।
০৯১৭
ঠিক করা হয় পর্দার ৩ গুপ্তচর চরিত্র ‘টাইগার’, ‘পাঠান’ এবং ‘কবির’কে পর্দার পিছনে একসঙ্গে আনবে এই প্রযোজনা সংস্থা।
১০১৭
পাশাপাশি প্রযোজনা সংস্থার তরফে এই ইঙ্গিতও দেওয়া হয়েছিল যে, স্পাই ইউনিভার্সের প্রথম ঝলক দেখা যাবে ‘পাঠান’ ছবিতেই। সেই মতোই ‘পাঠান’-এ ‘টাইগার’-এর ঝলক দেখল দর্শককূল।
১১১৭
পাঠানের পর মুক্তি পাবে সলমন খান অভিনীত টাইগার-৩ ছবিটি। ২০২৩ সালের ২৩ নভেম্বর এ ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই সিনেমায় ‘পাঠান’-কে দেখা না গেলেও ‘টাইগার’ সলমনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ‘কবির’ হৃতিককে শত্রুদের সঙ্গে লড়াই করতে দেখা যাবে বলে বলিপাড়ার গুজব।
১২১৭
টাইগার-৩ সিনেমার পর মুক্তি পাবে গুপ্তচরদের ব্রহ্মাণ্ডের ষষ্ঠ সিনেমা ওয়ার-২। হৃতিকের এই সিনেমায় আবার ছোট চরিত্রে ‘পাঠান’কে দেখা যেতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে।
১৩১৭
যদিও পাঠান ছবির দ্বিতীয় পর্ব মুক্তি পাবে কি না, তা নিয়ে প্রযোজনা সংস্থার তরফে কোনও ঘোষণা করা হয়নি। তবে তিন গুপ্তচরকে একসঙ্গে নিয়ে যে একটি সিনেমা হবে, তা সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে। সেই ছবিতে তিন গুপ্তচরই সমান গুরুত্ব পাবেন এবং ছবির বাজেট হবে বিশাল অঙ্কের।
গ্রাফিক: সনৎ সিংহ।
১৪১৭
সেই সিনেমা কবে মুক্তি পাবে বা তার আগে তিন গুপ্তচরের আলাদা আলাদা ক’টা ছবি মুক্তি পাবে তা নিয়েও কোনও ঘোষণা করা হয়নি।
১৫১৭
গুপ্তচরদের আলাদা ব্রহ্মাণ্ড তৈরি নিয়ে যে যশরাজ খুবই মন দিয়ে কাজ করছে তার আরও একটি প্রমাণ ‘সুনীল লুথরা’ চরিত্র। আশুতোষ রাণা অভিনীত এই চরিত্রকে দেখা গিয়েছে ‘পাঠান’ সিনেমায়। দেখা গিয়েছিল হৃতিকের ‘ওয়ার’-এও। দুই ছবিতেই তিনি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায়।
১৬১৭
মনে করা হচ্ছে টাইগার-৩ সিনেমাতেও একই চরিত্রে ফিরে আসবেন আশুতোষ। আর তিনিই হয়তো হবেন ৩ গুপ্তচরকে এক ছাতার তলায় নিয়ে আসার মূল মাথা। এ-ও জল্পনা করা হয়েছে গুপ্তচর ব্রহ্মাণ্ডের কোনও একটি ছবিতে গিয়ে মৃত্যু হবে আশুতোষের চরিত্রের। আর তাঁর মৃত্যুই কাছে টানবে পাঠান, টাইগার, কবির-কে। একজোটে শত্রুদের মোকাবিলা করবেন তাঁরা।
১৭১৭
গুপ্তচর ব্রহ্মাণ্ডের শেষ সিনেমায় খলনায়কের চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়েও একাধিক জল্পনা রয়েছে। সেই ছবির খলনায়ক হিসাবে অভিনেতা রণবীর সিংহ-এর কথা ভাবা হচ্ছে বলেও গুজব রটেছে।