১৯১১ সালের ২১ অগস্টের ঘটনা। সোমবার সকালে প্যারিসের ল্যুভর মিউজ়িয়মের সামনে ৩ জন দাঁড়িয়ে রয়েছেন। এক পলক দেখলে মনে হবে, তাঁরা জাদুঘরেরই কর্মী। তাঁদের পরনেও রয়েছে কর্মীদের পোশাক। কর্মীরা যে দরজা দিয়ে জাদুঘরের ভিতরে প্রবেশ করেন, সেই দরজা খুলে দেওয়া হল। কর্মীরা একের পর এক জাদুঘরে প্রবেশ করলেন। সেই ভিড়ে মিশে গেলেন ওই ৩ জন। জাদুঘরের ভিতরে ঢুকে পড়লেন তাঁরা। কিন্তু তার পরেই এমন এক ঘটনা ঘটল, যা বিশ্ব ইতিহাসে এক অন্ধকার অধ্যায় তৈরি করেছে। সবার সামনেই মোনালিসার ছবি চুরি করা হয়েছিল সে দিন। নারায়ণ সান্যালের লেখা ‘প্রবঞ্চক’ উপন্যাসে এই ঘটনার আভাসও রয়েছে।