All you need to know about Iranian actress Elnaaz Norouzi dgtl
Elnaaz Norouzi
আদর্শ শাহরুখ খান, হিজাব-বিরোধিতায় প্রকাশ্যে অর্ধনগ্ন হওয়া এলনাজ় সব সময় থেকেছেন বিতর্কে
এলনাজ় নরৌজি। পেশায় মডেল এবং অভিনেত্রী। ইরানের হিজাব বিরোধী আন্দোলনকে প্রকাশ্যে সমর্থন করতে তাঁর পোশাক ছাড়ার একটি ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করেন।
নিজস্ব প্রতিবেদন
কলকাতাশেষ আপডেট: ১২ অক্টোবর ২০২২ ১৬:২৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১২০
হিজাব এবং বোরখায় মাথা থেকে পা পর্যন্ত সারা শরীর ঢাকা। ধীরে ধীরে পরনের হিজাব খুলতে শুরু করেন এক মহিলা। বোরখার তলায় পরে ছিলেন বিভিন্ন পোশাক। একে একে পরে থাকা কুর্তি, ডেনিম শার্ট-জিনস, ক্রপ টপ-মিনি স্কার্ট এমনকি অন্তর্বাসটুকুও খুলে ফেলেন তিনি। সম্প্রতি এই ‘স্ট্রিপিং’ ভিডিয়ো নেটমাধ্যমে ছড়িয়ে পড়ায় ইরানে ঝড় উঠে গিয়েছে।
০২২০
এলনাজ় নরৌজি। পেশায় একাধারে মডেল এবং অভিনেত্রী। ইরানের হিজাব বিরোধী আন্দোলনকে প্রকাশ্যে সমর্থন করতে তাঁর পোশাক ছাড়ার এই ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করেন। শেষে নিজের পোশাক ঢাকা এবং পোশাক ছাড়া ছবি পোস্ট করে লিখেছেন, ‘‘দুটোর যে কোনও একটি আমার পছন্দ হতে পারে। সেই পছন্দ বেছে নেওয়ার স্বাধীনতা আমাদের দিতে হবে।’’
০৩২০
এলনাজ়ের জন্ম ইরানের তেহরানে এক মুসলিম পরিবারে। জন্মের আট বছর পর জন্মভূমি ছেড়ে সপরিবারে জার্মানিতে চলে যান এলনাজ়। ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে সঙ্গে মডেলিংয়ের শখ ছিল তাঁর।
০৪২০
১৪ বছর বয়স থেকেই মডেলিংজগতে নিজের কেরিয়ার শুরু করে দিয়েছিলেন তিনি। পাশাপাশি জার্মান-সহ ইংরেজি, ফরাসি, হিন্দি, উর্দু এবং পঞ্জাবি ভাষাতেও দক্ষ হয়ে উঠেছিলেন এলনাজ়।
০৫২০
১৯ বছর বয়স পর্যন্ত এশিয়া এবং ইউরোপের বিভিন্ন প্রান্তে মডেলিং সূত্রে গিয়েছেন এলনাজ়।
০৬২০
এর পর অভিনয়ের দিকে ঝুঁকতে শুরু করেন। স্কুলের পড়াশোনা শেষ হওয়ার পর জার্মানির হ্যানোভারে এক বছরের জন্য অভিনয় শেখার জন্য ওয়ার্কশপ করেন তিনি।
০৭২০
অভিনয়জগতের সঙ্গে যুক্ত হওয়ার আগে ১০ বছর বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রচারের মুখ ছিলেন এলনাজ়। জামাকাপড় থেকে শুরু করে খেলাধুলোর বিভিন্ন সামগ্রী বিক্রির সংস্থার সঙ্গেও কাজ করতে দেখা গিয়েছে তাঁকে।
০৮২০
পার্সি সংস্কৃতির নাচ থেকে শুরু করে হিপ হপ, কত্থক নাচেও পারদর্শী এলনাজ়।
০৯২০
জার্মানি থেকে তিনি ভারতে আসেন। ভারতে নিজের কেরিয়ার তৈরি করতে বিভিন্ন ওয়ার্কশপে যোগ দেন এলনাজ়।
১০২০
শাহরুখ খান, সলমন খান এবং অজয় দেবগনের মতো বলিউডের নামকরা অভিনেতাদের সঙ্গে ছোট পর্দার বহু বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি।
১১২০
পাকিস্তানি ছবি ‘মান যাও না’, পঞ্জাবি ছবি ‘খিড়ো খুন্ডি’ ছবিতে অভিনয় করার সুযোগও পেয়েছিলেন তিনি।
১২২০
তবে, ২০১৮ সালে ভাগ্যের চাকা ঘুরে যায় এলনাজ়ের। নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত ‘সেক্রেড গেমস’ ওয়েব সিরিজ়ে অভিনয় করতে দেখা যায় এলনাজ়কে।
১৩২০
‘অভয়’ ওয়েব সিরিজ়েও অভিনয় করেছিলেন এই মডেল অভিনেত্রী।
১৪২০
শুধু তা-ই নয়, বিভিন্ন পঞ্জাবি গানের ভিডিয়োতেও অভিনয় করতে দেখা গিয়েছে এলনাজ়কে।
১৫২০
২০১৯ সালে দক্ষিণী ছবি ‘জন গণ মন’ ছবিতে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন তিনি। ২০২১ সালে ‘হেলো চার্লি’ ছবিতে কাজ করেন এলনাজ়।
১৬২০
নিয়মিত শরীরচর্চা করেন এলনাজ়। তিনি জানান, শাহরুখ খান তাঁর জীবনের আদর্শ।
১৭২০
এক সাক্ষাৎকারে এলনাজ় জানান, ‘সেক্রেড গেমস’ সিরিজ়ে কিছু দৃশ্যে অভিনয় করার সময় তিনি অসুবিধার সম্মুখীন হয়েছিলেন। পরিচালক অনুরাগ কশ্যপ তাঁকে এত নিখুঁত ভাবে সব বুঝিয়েছিলেন যে পরবর্তী কালে এই ধরনের দৃশ্যে অভিনয় করতে আর ইতস্তত বোধ করেননি এলনাজ়।
১৮২০
মডেল-অভিনেত্রী জানান, মুম্বইয়ে এসে থাকার সময় জায়গা খুঁজতে গিয়ে তাঁকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়। তিনি কার সঙ্গে থাকবেন, বয়স কত, কোন পেশায় রয়েছেন, সিঙ্গল কিনা— এই ধরনের প্রশ্ন করা হয়েছিল এলনাজ়কে।
১৯২০
শুরুর দিকে মায়ানগরীতে এসে এই শহরের আদব-কায়দার সঙ্গে মানিয়ে নিতে কষ্ট হয়েছিল তাঁর। এমনকি, হিন্দি ভাষা রপ্ত করাও কঠিন ছিল বলে জানিয়েছেন এলনাজ়।
২০২০
পাকিস্তানি, পঞ্জাবি এবং হিন্দি ছবিতে অভিনয় করার পর ইরানের ফিল্মজগতেও কাজ করার প্রস্তাব দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু এত বিধিনিষেধ থাকায় এলনাজ় নিজে থেকেই সেই প্রস্তাব খারিজ করেন। (সব ছবি এলনাজ় নরৌজির নিজস্ব ওয়েবসাইট থেকে সংগৃহীত)