All you need to know about Indian Businessman Ravi Jaipuria dgtl
Ravi Jaipuria
স্রেফ নরম পানীয় বোতলবন্দি করে হাজার হাজার কোটির মালিক! অবাক করবে ‘কোলা কিং’-এর কাহিনি
দেবয়ানী ইন্টারন্যাশনাল নামে রবির অন্য একটি সংস্থা কেএফসি থেকে শুরু করে বড় বড় খাদ্য সংস্থার বিপণীর সঙ্গে যুক্ত। ভারতের এক নামী আইসক্রিম সংস্থারও মালিক রবি।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৩ ১৭:০৮
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৩
রবি জয়পুরিয়া। ভারতীয় এই ধনকুবের পরিচিত ‘কোলা কিং’ নামেও। রবির মূল সংস্থার অধীনে অন্য একাধিক সংস্থা রয়েছে।
০২১৩
পৃথিবীর অন্যতম জনপ্রিয় নরম পানীয় বোতলবন্দি করার দায়িত্ব রয়েছে রবির একটি সংস্থার উপরেই।
০৩১৩
আমেরিকার একটি সংস্থার পর রবির সংস্থাই নরম পানীয়টি সব থেকে বেশি বোতলবন্দি করে।
০৪১৩
রবির অন্য একটি সংস্থা কেএফসি-সহ একাধিক বড় বড় খাদ্য সংস্থার বিপণীর সঙ্গে যুক্ত। ভারতের নামী এক আইসক্রিম সংস্থারও মালিক রবি।
০৫১৩
রবির জন্ম ১৯৫৩ সালে ভারতে হলেও পড়াশোনা আমেরিকায়। ১৯৮৫ সালে তিনি আবার ভারতে ফিরে আসেন। বাড়ি ফিরে নরম পানীয় বোতলবন্দি করার পারিবারিক ব্যবসায় যোগ দেন।
০৬১৩
পারিবারিক ব্যবসায় বিভাজনের আগে, রবির পরিবার অন্য একটি জনপ্রিয় নরম পানীয় বোতলে ভরার কাজ করত। পরে রবি অন্য একটি সংস্থা চালু করে সমান জনপ্রিয় অন্য নরম পানীয় বোতলবন্দি করার কাজ শুরু করেন।
০৭১৩
এর পর উদ্যোগী হয়ে একে একে বেশ কয়েকটি সংস্থা তৈরি করেন রবি। তাঁর একাধিক সংস্থা ‘বম্বে স্টক এক্সচেঞ্জ’ এবং ‘ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ’-এ তালিকাভুক্ত।
০৮১৩
একটি স্বাস্থ্য বিষয়ক সংস্থাতেও রবির অংশীদারি রয়েছে। যদিও তিনি ওই সংস্থার বড় অংশীদার নন।
০৯১৩
ব্যবসায়িক দক্ষতার জোরে রবি এখন ভারতের অন্যতম ধনী ব্যবসায়ী। ২০২৩ সালের অক্টোবর মাসের হিসাবে ভারতীয় এই ধনকুবেরের মোট সম্পত্তির পরিমাণ ১১৬০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৯৭ হাজার কোটি)। ভারতের সেরা ধনীদের তালিকাতেও নাম রয়েছে রবির।
১০১৩
রবির স্ত্রীর নাম ধারা জয়পুরিয়া। দম্পতির দুই সন্তান। পুত্র বরুণ জয়পুরিয়া এবং কন্যা দেবয়ানী জয়পুরিয়া।
১১১৩
দুই সন্তানের নামে তাঁর সব থেকে বড় দুই সংস্থার নাম দিয়েছেন রবি।
১২১৩
ভারতের বাইরেও ব্যবসার জাল বিস্তার করেছেন রবি। মরক্কো, শ্রীলঙ্কা, জাম্বিয়া, মোজ়াম্বিক এবং নেপালেও ব্যবসা রয়েছে তাঁর।
১৩১৩
ভারতে ব্যবসায়িক ক্ষেত্রে অবদানের জন্য বহু পুরস্কার পেয়েছেন রবি। পেয়েছেন সম্মানও।