Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Himansh Kohli

নেহা কক্করের প্রাক্তন, রাতারাতি জনপ্রিয় হওয়া এই অভিনেতা এখন ‘বেকার’

২০১৪ সালে ‘ইয়ারিয়াঁ’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়েছিলেন হিমাংশ কোহলি। আপাতত কোনও কাজ নেই তাঁর হাতে। বলিপাড়ায় ‘বেকার’ হয়ে ঘুরছেন অভিনেতা।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২২ ০৯:০২
Share: Save:
০১ ২২
টিনসেল নগরীতে উজ্জ্বল নক্ষত্রের ভিড়ে এসে অনেকেই হারিয়ে গিয়েছেন। তাঁদের জনপ্রিয়তার প্রদীপ ক্ষণিকের জন্যই জ্বলে উঠেছিল। সময়ের সঙ্গে সঙ্গে তাঁদের বলিপাড়া থেকে ধীরে ধীরে সরে গিয়েছেন। হিমাংশ কোহলি এই ক্ষণিকের তারকাদের মধ্যে অন্যতম।

টিনসেল নগরীতে উজ্জ্বল নক্ষত্রের ভিড়ে এসে অনেকেই হারিয়ে গিয়েছেন। তাঁদের জনপ্রিয়তার প্রদীপ ক্ষণিকের জন্যই জ্বলে উঠেছিল। সময়ের সঙ্গে সঙ্গে তাঁদের বলিপাড়া থেকে ধীরে ধীরে সরে গিয়েছেন। হিমাংশ কোহলি এই ক্ষণিকের তারকাদের মধ্যে অন্যতম।

০২ ২২
২০১৪ সালে ‘ইয়ারিয়াঁ’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়েছিলেন হিমাংশ। দিব্যা খোসলা কুমার এই ছবির জন্য নতুন অভিনেতাদের নির্বাচন করেছিলেন। কিন্তু এই ছবি মুক্তি পাওয়ার পর সাফল্যের মুখ দেখেছিল ছবির গানগুলি। হিমাংশও কিছু কম জনপ্রিয়তার স্বাদ পাননি।

২০১৪ সালে ‘ইয়ারিয়াঁ’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়েছিলেন হিমাংশ। দিব্যা খোসলা কুমার এই ছবির জন্য নতুন অভিনেতাদের নির্বাচন করেছিলেন। কিন্তু এই ছবি মুক্তি পাওয়ার পর সাফল্যের মুখ দেখেছিল ছবির গানগুলি। হিমাংশও কিছু কম জনপ্রিয়তার স্বাদ পাননি।

০৩ ২২
১৯৮৯ সালে দিল্লিতে জন্ম হিমাংশের। নয়াদিল্লির কেআর মঙ্গলম ওয়ার্ল্ড স্কুলে ভর্তি হয়েছিলেন তিনি।

১৯৮৯ সালে দিল্লিতে জন্ম হিমাংশের। নয়াদিল্লির কেআর মঙ্গলম ওয়ার্ল্ড স্কুলে ভর্তি হয়েছিলেন তিনি।

০৪ ২২
সুদর্শন ছিলেন বলে ছোটবেলা থেকে পাড়া প্রতিবেশী-সহ স্কুলের শিক্ষকরা হিমাংশকে ‘অভিনেতা’ বলে সম্বোধন করতেন।

সুদর্শন ছিলেন বলে ছোটবেলা থেকে পাড়া প্রতিবেশী-সহ স্কুলের শিক্ষকরা হিমাংশকে ‘অভিনেতা’ বলে সম্বোধন করতেন।

০৫ ২২
স্কুলে পড়াকালীন ‘রামায়ণ’ নাটকে ‘জটায়ু’ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তখন থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ জন্মায় তাঁর।

স্কুলে পড়াকালীন ‘রামায়ণ’ নাটকে ‘জটায়ু’ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তখন থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ জন্মায় তাঁর।

০৬ ২২
স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে ভর্তি হওয়ার সময় মুম্বইয়ে পাড়ি দেন হিমাংশ। কিন্তু চার-পাঁচ মাস একটানা অডিশন দেওয়ার পর কোনও কাজ খুঁজে পাননি তিনি।

স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে ভর্তি হওয়ার সময় মুম্বইয়ে পাড়ি দেন হিমাংশ। কিন্তু চার-পাঁচ মাস একটানা অডিশন দেওয়ার পর কোনও কাজ খুঁজে পাননি তিনি।

০৭ ২২
অবশেষে হতাশ হয়ে দিল্লিতে ফিরে আসেন। গণজ্ঞাপন এবং সাংবাদিকতা নিয়ে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করেন হিমাংশ।

অবশেষে হতাশ হয়ে দিল্লিতে ফিরে আসেন। গণজ্ঞাপন এবং সাংবাদিকতা নিয়ে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করেন হিমাংশ।

০৮ ২২
রেডিয়ো জকি হিসাবেও প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। বিভিন্ন মডেলিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেন তিনি।

রেডিয়ো জকি হিসাবেও প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। বিভিন্ন মডেলিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেন তিনি।

০৯ ২২
একটি প্রতিযোগিতায় জয়ী হওয়ার পর বিশিষ্ট ব্যক্তিদের নজরে আসেন হিমাংশ। একটি নামী চ্যানেল সংস্থার ধারাবাহিকে অভিনয় করার সুযোগ পান তিনি।

একটি প্রতিযোগিতায় জয়ী হওয়ার পর বিশিষ্ট ব্যক্তিদের নজরে আসেন হিমাংশ। একটি নামী চ্যানেল সংস্থার ধারাবাহিকে অভিনয় করার সুযোগ পান তিনি।

১০ ২২
২০১১ সালে ‘হমসে হ্যায় লাইফ’ ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি বাড়তে থাকে তাঁর। পরবর্তী কালে ‘ইয়ারিয়াঁ’ ছবি তাঁর কেরিয়ারে মাইলফলক গড়ে তোলে।

২০১১ সালে ‘হমসে হ্যায় লাইফ’ ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি বাড়তে থাকে তাঁর। পরবর্তী কালে ‘ইয়ারিয়াঁ’ ছবি তাঁর কেরিয়ারে মাইলফলক গড়ে তোলে।

১১ ২২
ছবি মুক্তি পাওয়ার পর বলিউডের জনপ্রিয় নায়িকা নেহা কক্করের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। একই প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করতেন দু’জনে।

ছবি মুক্তি পাওয়ার পর বলিউডের জনপ্রিয় নায়িকা নেহা কক্করের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। একই প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করতেন দু’জনে।

১২ ২২
ফলে সংস্থা আয়োজিত সব অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থাকতেন হিমাংশ এবং নেহা। সেই সূত্রেই আলাপ হয় দু’জনের।

ফলে সংস্থা আয়োজিত সব অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থাকতেন হিমাংশ এবং নেহা। সেই সূত্রেই আলাপ হয় দু’জনের।

১৩ ২২
নেহা তখন কেরিয়ারের তুঙ্গে। কিন্তু অভিনেতার ঝুলিতে একটি মাত্র ছবিই রয়েছে। অভিনেতা কম, বরং নেহার প্রেমিক হিসাবেই বেশি পরিচিতি পেতে শুরু করেন তিনি।

নেহা তখন কেরিয়ারের তুঙ্গে। কিন্তু অভিনেতার ঝুলিতে একটি মাত্র ছবিই রয়েছে। অভিনেতা কম, বরং নেহার প্রেমিক হিসাবেই বেশি পরিচিতি পেতে শুরু করেন তিনি।

১৪ ২২
নেহার সঙ্গে সর্বত্রই দেখা যেত হিমাংশকে। একটি মিউজিক ভিডিয়োতে একসঙ্গে অভিনয়ও করতে দেখা যায়।

নেহার সঙ্গে সর্বত্রই দেখা যেত হিমাংশকে। একটি মিউজিক ভিডিয়োতে একসঙ্গে অভিনয়ও করতে দেখা যায়।

১৫ ২২
প্রায় চার বছর একসঙ্গে থাকার পর তাঁদের সম্পর্কে চিড় ধরে। গায়িকা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে তাঁদের বিচ্ছেদের কথা জানান।

প্রায় চার বছর একসঙ্গে থাকার পর তাঁদের সম্পর্কে চিড় ধরে। গায়িকা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে তাঁদের বিচ্ছেদের কথা জানান।

১৬ ২২
তবে এ নিয়ে কাদা ছোড়াছুড়িও কম হয়নি। সংবাদ সংস্থা সূত্রের খবর, নেহা জনসমক্ষে জানিয়েছেন, হিমাংশ তাঁর যশখ্যাতিকে ব্যবহার করেছেন।

তবে এ নিয়ে কাদা ছোড়াছুড়িও কম হয়নি। সংবাদ সংস্থা সূত্রের খবর, নেহা জনসমক্ষে জানিয়েছেন, হিমাংশ তাঁর যশখ্যাতিকে ব্যবহার করেছেন।

১৭ ২২
এই কথা জানার পর নেহার অনুরাগীরা হিমাংশের উদ্দেশে কটু কথা বলেন বলে জানান অভিনেতা। অবশেষে বরফ গলিয়ে তিনি জানান, এক পক্ষের কাহিনি শুনে তাঁকে খলনায়ক বানিয়ে ফেলা হয়েছে। তাঁর বিরুদ্ধে যা অভিযোগ আনা হয়েছে, সবই মিথ্যা বলে জানান অভিনেতা।

এই কথা জানার পর নেহার অনুরাগীরা হিমাংশের উদ্দেশে কটু কথা বলেন বলে জানান অভিনেতা। অবশেষে বরফ গলিয়ে তিনি জানান, এক পক্ষের কাহিনি শুনে তাঁকে খলনায়ক বানিয়ে ফেলা হয়েছে। তাঁর বিরুদ্ধে যা অভিযোগ আনা হয়েছে, সবই মিথ্যা বলে জানান অভিনেতা।

১৮ ২২
 এর ফলে তাঁর পরিবারের সদস্যদের জীবনেও প্রভাব পড়েছে বলেও জানান তিনি। সংবাদ সংস্থা সূত্রে খবর, তাঁর পরিবারের উদ্দেশেও খারাপ মন্তব্য করেছেন নেহা।

এর ফলে তাঁর পরিবারের সদস্যদের জীবনেও প্রভাব পড়েছে বলেও জানান তিনি। সংবাদ সংস্থা সূত্রে খবর, তাঁর পরিবারের উদ্দেশেও খারাপ মন্তব্য করেছেন নেহা।

১৯ ২২
গায়িকা জানিয়েছেন, অভিনেতা যদি তাঁর নাম খারাপ করার চেষ্টা করেন তবে তিনি হিমাংশের পরিবার সম্পর্কে সব তথ্য ফাঁস করে দেবেন।

গায়িকা জানিয়েছেন, অভিনেতা যদি তাঁর নাম খারাপ করার চেষ্টা করেন তবে তিনি হিমাংশের পরিবার সম্পর্কে সব তথ্য ফাঁস করে দেবেন।

২০ ২২
নেহা আরও জানিয়েছেন, অভিনেতা নিজের কেরিয়ার নিয়ে না ভেবে নেহার নাম নিয়েই বিখ্যাত হওয়ার চেষ্টা করেছেন।

নেহা আরও জানিয়েছেন, অভিনেতা নিজের কেরিয়ার নিয়ে না ভেবে নেহার নাম নিয়েই বিখ্যাত হওয়ার চেষ্টা করেছেন।

২১ ২২
নেহার এই মন্তব্যের পর অবশ্য হিমাংশ তাঁর মতামত জানিয়েছিলেন। অভিনেতা জানান, নেহার ইচ্ছানুসারেই তাঁদের বিচ্ছেদ হয়েছে। কিন্তু তাঁরা দু’জনেই এই বিচ্ছেদে রাজি ছিলেন। তাঁদের নিয়ে যে কাদা ছোড়াছুড়ি হচ্ছে, তা সবই রটনা।

নেহার এই মন্তব্যের পর অবশ্য হিমাংশ তাঁর মতামত জানিয়েছিলেন। অভিনেতা জানান, নেহার ইচ্ছানুসারেই তাঁদের বিচ্ছেদ হয়েছে। কিন্তু তাঁরা দু’জনেই এই বিচ্ছেদে রাজি ছিলেন। তাঁদের নিয়ে যে কাদা ছোড়াছুড়ি হচ্ছে, তা সবই রটনা।

২২ ২২
হিমাংশকে কয়েকটি মিউজিক ভিডিয়ো এবং হাতেগোনা কয়েকটি ছবিতে অভিনয় করতে দেখা গেলেও তাতে তাঁর কেরিয়ারের বিশেষ লাভ হয়নি। আপাতত কোনও কাজ নেই তাঁর হাতে। বলিপাড়ায় ‘বেকার’ হয়ে ঘুরছেন হিমাংশ কোহলি।

হিমাংশকে কয়েকটি মিউজিক ভিডিয়ো এবং হাতেগোনা কয়েকটি ছবিতে অভিনয় করতে দেখা গেলেও তাতে তাঁর কেরিয়ারের বিশেষ লাভ হয়নি। আপাতত কোনও কাজ নেই তাঁর হাতে। বলিপাড়ায় ‘বেকার’ হয়ে ঘুরছেন হিমাংশ কোহলি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy