All other controversies related to India's Got Latent dgtl
India's Got Latent
দীপিকার অবসাদ নিয়ে মন্তব্য থেকে ঊর্ফী-বিতর্ক! অনেক কাণ্ড জড়িয়ে চর্চিত ‘ল্যাটেন্ট’ শোয়ের সঙ্গে
জনপ্রিয় ইউটিউব শো ‘ইন্ডিয়াজ় গট ল্যাটেন্ট’-এর মাধ্যমে অশ্লীলতা ছড়ানো অভিযোগে বিপাকে পড়েছেন কৌতুকাভিনেতা সময় রায়না এবং ইউটিউবার রণবীর ইলাহাবাদিয়া। এই মুহূর্তে বিষয়টি নিয়ে দেশ জুড়ে হইচই পড়েছে। বিতর্ক তৈরি হয়েছে।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩৭
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১২৩
জনপ্রিয় ইউটিউব শো ‘ইন্ডিয়া’জ় গট ল্যাটেন্ট’-এর মাধ্যমে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে বিপাকে পড়েছেন কৌতুকাভিনেতা সময় রায়না এবং ইউটিউবার রণবীর ইলাহাবাদিয়া। এই মুহূর্তে বিষয়টি নিয়ে দেশ জুড়ে হইচই পড়েছে। বিতর্কও তৈরি হয়েছে।
০২২৩
শুধু সময় এবং রণবীর নন, অনুষ্ঠানের বিচারকের আসনে থাকা জনপ্রিয় ইউটিউবার আশিস চঞ্চলানি, জসপ্রীত সিংহ এবং অপূর্বা মখীজার বিরুদ্ধেও এফআইআর দায়ের হয়েছে।
০৩২৩
তবে এই প্রথম নয়, এর আগেও সময় সঞ্চালিত ইউটিউব শো ‘ইন্ডিয়া’জ় গট ল্যাটেন্ট’ বিতর্কের মুখে পড়েছে। শোয়ের দিকে আঙুল তুলেছেন অনেকে। কী কী সেই বিতর্ক?
০৪২৩
দীপিকা পাড়ুকোন এমন এক জন বলি অভিনেত্রী যিনি নিজের অবসাদের কথা কোনও দিনই লুকোননি। বরং প্রকাশ্যে নিজের এই সমস্যার কথা বলে সকলকে সচেতন করতে চেয়েছেন।
০৫২৩
কিন্তু ‘ল্যাটেন্ট’ শোয়ে দীপিকার সেই অবসাদ নিয়েই রসিকতা করতে দেখা যায় এক মহিলা প্রতিযোগীকে। ওই মহিলা প্রতিযোগী বলেছিলেন, ‘‘দীপিকা সম্প্রতি মা হয়েছেন, তাই না? দুর্দান্ত, এখন তিনি জানবেন আসল অবসাদ কেমন হয়।’’
০৬২৩
মানসিক স্বাস্থ্য নিয়ে কৌতুক করা সেই প্রতিযোগীর কথায় হেসে ওঠেন বিচারকেরা। তাঁদের মধ্যে ছিলেন তন্ময় ভট্ট এবং রঘু রামের মতো খ্যাতনামীরাও।
০৭২৩
এর পর সময় এবং তাঁর শোয়ের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে সমাজমাধ্যমে। যদিও বিষয়টি নিয়ে খুব একটা মাথা ঘামাতে দেখা যায়নি সময়কে। বরং তিনি মন্তব্য করেন, ‘‘বন্ধুরা, এটা ঠিক নয়। টুইটারে ক্ষোভ প্রকাশ না করে ইউটিউবে করুন। অন্তত বিজ্ঞাপন থেকে কিছু আয় হবে।’’
০৮২৩
‘ইন্ডিয়া’জ় গট ল্যাটেন্ট’-এর প্রতিযোগী প্রিয়ঙ্কা হালদার এবং তাঁর বন্ধু মহম্মদ আদিলকে নিয়েও তৈরি হয়েছিল বিতর্ক। প্রিয়ঙ্কা শোয়ে জানান যে তিনি বিবাহিতা। আদিলের সঙ্গে তাঁর বিশেষ বন্ধুত্বের কথা স্বামী জানেন না। এর পর শোয়ে প্রিয়ঙ্কার পোশাক ছিঁড়ে ‘প্রতিভা’ দেখান আদিল।
০৯২৩
তাঁদের সেই কাণ্ড নেটাগরিকদের সমালোচনার মুখে পড়ে। সমালোচিত হন সময়ও। অন্য একটি পর্বে অরুণাচল প্রদেশের প্রতিযোগী জেসি নাবামের বিরুদ্ধে নিজের রাজ্যের বাসিন্দাদের নিয়ে অবমাননাকর মন্তব্য করার জন্য একটি এফআইআর দায়ের করা হয়েছিল।
১০২৩
অরুণাচলের মানুষদের কুকুর এবং অন্য প্রাণীদের খাওয়া নিয়ে কৌতুক করেছিলেন নাবাম। এর পরেই তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হয়।
১১২৩
কাণ্ড আরও আছে। এক বার একটি পর্বে বিচারক হয়ে এসেছিলেন বিতর্কিত মডেল ঊর্ফী জাভেদ। কিন্তু সেই পর্বে এক প্রতিযোগী ঊর্ফীর ব্যক্তিগত জীবন নিয়ে আপত্তিকর মন্তব্য করার পর ঊর্ফী শো থেকে বেরিয়ে যান। ২০২৪ সালের ডিসেম্বরে একটি ইনস্টাগ্রাম স্টোরিতে বিষয়টি নিয়ে বিরক্তি প্রকাশ করেন ঊর্ফী।
১২২৩
তবে এ বারের বিতর্ক আরও বড়। জনপ্রিয় কৌতুকাভিনেতা এবং ইউটিউবারদের বিরুদ্ধে অশ্লীলতা এবং যৌনতাপূর্ণ বিষয়বস্তু প্রচার করার অভিযোগ উঠেছে।
১৩২৩
বিতর্কের সূত্রপাত ইউটিউবের অনুষ্ঠান চলাকালীন রণবীরের এক মন্তব্যকে ঘিরে। ‘বিয়ারবাইসেপ’ নামে পরিচিত রণবীর। সময় সঞ্চালিত অনুষ্ঠানের মাঝে এক প্রতিযোগীকে রণবীর প্রশ্ন করেন, ‘‘আপনি কি সারা জীবন ধরে প্রতি দিন নিজের বাবা-মাকে সঙ্গম করতে দেখতে চান, না এক বার যোগ দিয়ে তাঁদের সঙ্গম চিরতরে বন্ধ করতে চান? কোনটা বেছে নেবেন?’’
১৪২৩
রণবীরকে ওই প্রশ্ন করতে শুনে চমকে যান সময়ও। প্রশ্ন করে বসেন, ‘‘এ সব কী হচ্ছে ভাই?’’ তবে থামানো যায়নি ‘বিয়ারবাইসেপ’কে। পরে ওই প্রতিযোগীকে যৌনাঙ্গের আকার নিয়েও প্রশ্ন করতে শোনা যায় তাঁকে। বাকি বিচারকেরা রণবীরের ওই সব প্রশ্ন শুনে হাসতে থাকেন।
১৫২৩
রণবীরের সেই মন্তব্যের ভিডিয়ো দ্রুত ভাইরাল হয়ে যায়। তাঁর প্রশ্ন অশালীন এবং আপত্তিকর দাবি করে তীব্র প্রতিক্রিয়া জানান অনেকে। সমাজমাধ্যমে রোষের মুখে পড়েন রণবীর। নেটাগরিকদের অনেকেরই দাবি, রণবীর দায়িত্বজ্ঞানহীন ভাবে ওই মন্তব্য করেছেন।
১৬২৩
নেটাগরিকদের সমালোচনার মুখে পড়েন সময়ও। শোয়ে ওই ধরনের কথাবার্তা বলার অনুমতি দেওয়া এবং যৌনতা প্রচারের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। ভিডিয়োটি ইউটিউব থেকে সরানোরও দাবি ওঠে।
১৭২৩
বিতর্কের আবহে মুখ খুলেছেন দেশের খ্যাতনামী ব্যক্তি থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্বেরা। গুয়াহাটি পুলিশ ইতিমধ্যেই ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় সময়, রণবীর, আশিস, জসপ্রীত এবং অপূর্বার বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেছে।
১৮২৩
বিষয়টি নিশ্চিত করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। হিমন্ত বলেছেন, ‘‘অভিযুক্তদের বিরুদ্ধে অশালীনতা প্রচার এবং যৌনতাপূর্ণ আলোচনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে।’’
১৯২৩
তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশও। মুম্বইয়ের খার এলাকার যে স্টুডিয়োয় ওই অনুষ্ঠান ক্যামেরাবন্দি হয়েছিল, সেখানেও তল্লাশি চালিয়েছে পুলিশ।
২০২৩
তবে তাঁর মন্তব্য নিয়ে দেশ জুড়ে তোলপাড় শুরু হওয়ার পরে ক্ষমা চেয়ে নিয়েছেন রণবীর। জনসাধারণের কাছে ক্ষমা চেয়ে তিনি স্বীকার করেছেন যে, তাঁর মন্তব্য অনুপযুক্ত এবং কোনও ভাবেই মজার নয়।
২১২৩
‘বিয়ারবাইসেপ’ বলেন, ‘‘আমার মন্তব্যটি শুধু যে অনুপযুক্ত ছিল তা-ই নয়, এতে মজাও ছিল না। আমি সে ভাবে কৌতুক করতে পারি না। আমি শুধু বলতে চাই যে আমি দুঃখিত।’’
২২২৩
রণবীর বিষয়টির গুরুত্ব বিচার না করার জন্যও ক্ষমা চেয়েছেন এবং অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি যোগ করেছেন যে, কোনও পরিবারকে অসম্মান করা বা আপত্তিকর বিষয়বস্তু প্রচার করার উদ্দেশ্য তাঁর ছিল না।
২৩২৩
যদিও পুরো বিষয়টি নিয়ে মুখ খোলেননি সময়। বর্তমানে তাঁর শো, ‘আনফিল্টারড: নর্থ আমেরিকা ট্যুর ২০২৫’-এর জন্য আমেরিকায় রয়েছেন সময়। শনিবার সান হোসে শহরের শোয়ের একাধিক ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি।