Advertisement
০২ নভেম্বর ২০২৪

যে সব গ্রহে প্রাণ খুঁজছেন বিজ্ঞানীরা

আমাদের এই সৌরমণ্ডলের বাইরে খুব কম করে হলেও, হাজার দু’য়েক ভিন গ্রহ এখনও পর্যন্ত আবিষ্কৃত হয়েছে। ব্র্হ্মাণ্ডের অন্য কোথাও প্রাণের সম্ভাবনা রয়েছে কি না, তা খুঁজতে গিয়েই এই ভিন গ্রহগুলির সন্ধান পাওয়া গিয়েছে। তবে সব ভিন গ্রহেই প্রাণের অস্তিত্ব সম্ভব নয়। যে গ্রহগুলি তাদের তারাদের খুব কাছে রয়েছে, প্রচণ্ড তাপমাত্রার জন্য সেই সব গ্রহে প্রাণের টিঁকে থাকা কার্যত, অসম্ভবই। সেই সব গ্রহেই প্রাণের অস্তিত্ব সম্ভব, যেগুলি সেই তারাদের চেয়ে কিছুটা দূরে রয়েছে, যাকে বলে ‘হ্যাবিটেব্‌ল জোল’। সেই জোনে থাকা কয়েকটি গ্রহের ছবি নিয়েই এই অ্যালবাম।

লাল বামন তারাকে ঘিরে আবর্তন কেপনার-৪৩৮বি ভিন গ্রহের।

লাল বামন তারাকে ঘিরে আবর্তন কেপনার-৪৩৮বি ভিন গ্রহের।

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৫ ১৮:২৯
Share: Save:

আমাদের এই সৌরমণ্ডলের বাইরে খুব কম করে হলেও, হাজার দু’য়েক ভিন গ্রহ এখনও পর্যন্ত আবিষ্কৃত হয়েছে। ব্র্হ্মাণ্ডের অন্য কোথাও প্রাণের সম্ভাবনা রয়েছে কি না, তা খুঁজতে গিয়েই এই ভিন গ্রহগুলির সন্ধান পাওয়া গিয়েছে। তবে সব ভিন গ্রহেই প্রাণের অস্তিত্ব সম্ভব নয়। যে গ্রহগুলি তাদের তারাদের খুব কাছে রয়েছে, প্রচণ্ড তাপমাত্রার জন্য সেই সব গ্রহে প্রাণের টিঁকে থাকা কার্যত, অসম্ভবই। সেই সব গ্রহেই প্রাণের অস্তিত্ব সম্ভব, যেগুলি সেই তারাদের চেয়ে কিছুটা দূরে রয়েছে, যাকে বলে ‘হ্যাবিটেব্‌ল জোল’। সেই জোনে থাকা কয়েকটি গ্রহের ছবি নিয়েই এই অ্যালবাম।

ছবি সৌজন্য- নাসা ও ইউরোপিয়ান স্পেস এজেন্সি।

অন্য বিষয়গুলি:

album planets new exo habitable
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE