অস্বস্তিকর বিতর্কে পড়তে কার ভাল লাগে বলুন তো? তবে না-চাইলেও অনেক সময় এমন বহু বিতর্ক তৈরি হয়ে যায় যাতে বিব্রত হতে হয়। আর খ্যাতনামী হলে তো কথাই নেই! ব্যক্তিগত জীবনের নানা খুঁটিনাটি দিকে জোরালো আলো ফেলে তা টেনে বার করার চেষ্টা করা হয়। বলিউডের বহু তারকার মতো এমন বহু অস্বস্তিকর বিতর্কে জড়িয়েছেন ঐশ্বর্যা রাই বচ্চনও।