Actress Ramya Krishnan said why she left bollywood dgtl
Ramya Krishnan
Ramya Krishnan: ‘আমার কোনও হিন্দি সিনেমাই সফল হল না’, ‘লাইগার’ও ব্যর্থ হওয়ায় হতাশ ‘শিবগামী’
অমিতাভ থেকে শুরু করে বিনোদ খন্না, শাহরুখ থেকে শুরু করে গোবিন্দ— বলিউডের নামকরা অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন রাম্যা কৃষ্ণণ।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২২ ১২:০৫
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৬
২৫ অগস্ট, বৃহস্পতিবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পুরী জগন্নাধ পরিচালিত ‘লাইগার’। বিজয় দেবেরাকোন্ডা, অনন্যা পাণ্ডেকে একসঙ্গে বড় পর্দায় দেখতে পাবেন বলে উৎসুক ছিলেন সিনেমাপ্রেমীরা। রণিত রায় এবং রাম্যা কৃষ্ণণের মতো তারকাও এই ছবিতে অভিনয় করেছেন।
০২১৬
কিন্তু দুর্ভাগ্যবশত, স্পোর্টস অ্যাকশন ঘরানার এই ছবি বক্স অফিসে সাড়া ফেলেনি। ১২৫ থেকে ১৭৫ কোটি টাকা বাজেটের ছবি বক্স অফিস থেকে এখনও পর্যন্ত উপার্জন করেছে মাত্র ৪৬ কোটি টাকা।
০৩১৬
‘বাহুবলী’র ‘শিবগামী’ চরিত্রে অভিনয় করা রাম্যা তাঁর কর্মজীবনে ২৬০টির উপর ছবিতে অভিনয় করেছেন। এই তালিকায় রয়েছে কয়েকটি হিন্দি ছবিও।
০৪১৬
‘লাইগার’ ফ্লপ হওয়া প্রসঙ্গে হতাশ রাম্যা এক সাক্ষাৎকারে জানান, তিনি এখনও পর্যন্ত যে হিন্দি ছবিগুলিতে অভিনয় করেছেন, তার একটিও সফল হয়নি।
০৫১৬
নব্বইয়ের দশকে বলিপাড়ার নামকরা তারকাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন রাম্যা। ১৯৯৩ সালে বিনোদ খন্নার সঙ্গে ‘পরম্পরা’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি।
০৬১৬
একই বছর সঞ্জয় দত্তের সঙ্গে ‘খলনায়ক’ ছবিতে কাজ করতে দেখা যায় নায়িকাকে।
০৭১৬
১৯৯৬ সালে বলিউডের ‘কিং খান’ শাহরুখের সঙ্গে ‘চাহত’ ছবিতেও অভিনয় করেন রাম্যা।
০৮১৬
ঠিক এক বছর পর গোবিন্দর সঙ্গে ‘বেনারসি বাবু’ ছবিতে রাম্যাকে দেখা যায়।
০৯১৬
১৯৯৮ সালে ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ ছবিতে ‘বিগ বি’-এর সঙ্গে অভিনয় করার সুযোগ পান রাম্যা।
১০১৬
নানা পটেকর, মাধুরী দীক্ষিতের সঙ্গে একই বছর ‘ওয়াজুদ’ ছবিতেও ছিলেন তিনি। ‘লাইগার’-এর আগে বলিউডে এই সিনেমাতেই তিনি শেষ বারের মতো অভিনয় করেন।
১১১৬
দক্ষিণী সিনেমাজগতে রাম্যা জনপ্রিয়। তেলুগু, কন্নড়, মালয়ালম ও তামিল ছবিতে কাজ করেছেন তিনি। কিন্তু দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে যে অভিজ্ঞতা তিনি অর্জন করেছেন, তা বলিউড থেকে করতে ব্যর্থ হয়েছেন বলে জানান হতাশ রাম্যা।
১২১৬
দক্ষিণী ইন্ডাস্ট্রি ছেড়ে বলিউডে এসে আবার আলাদা করে নিজের জায়গা তৈরি করে নেবেন সেই সাহস ছিল না, এমনটাই জানিয়েছেন রাম্যা।
১৩১৬
তিনি আরও জানান, কোনও নির্দিষ্ট ইন্ডাস্ট্রিতে কাজ করতে হলে প্রচুর সিনেমায় কাজ করতে হয়। নিজের জায়গা তৈরি করার জন্য সেই ইন্ডাস্ট্রিতে সফল ছবিও করা দরকার।
১৪১৬
যে হিন্দি ছবিগুলিতে তিনি কাজ করেছেন তা রাম্যার কর্মজীবনে কোনও প্রভাব না ফেললেও ‘খলনায়ক’ ও ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ এই দু’টি ছবি হিট হয়েছিল।
১৫১৬
বাকি ছবিগুলি হিট না করলেও বক্স অফিস থেকে তার উপার্জন খুব একটা মন্দও নয়। ১৯৯৮-এর পর আবার ২০২২ সালে রাম্যা বলিউডে ফিরে আসেন। কিন্তু, ‘লাইগার’ সে রকম সাড়া না ফেলায় অভিনেত্রী হতাশ হয়েছেন।
১৬১৬
দক্ষিণের ইন্ডাস্ট্রিতে তিনি মুখ্যচরিত্রে অভিনয় করার প্রচুর সুযোগ পেয়েছেন। বক্স অফিস কাঁপানো ‘বাহুবলী’ ছবিতে ‘শিবগামী’র মতো গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা রাম্যা বলিউডে বেশির ভাগ সময় পার্শ্বচরিত্র অথবা নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন বলেও জানিয়েছেন।