Advertisement
০৬ নভেম্বর ২০২৪
Sahana Niren

১২ বছরেই সঙ্গীতে পটু, অন্ধ সাহানার প্রশংসা করেছেন এআর রহমানও

সাহানা নীরেন কুমার। চেন্নাইয়ের বাসিন্দা সাহানা ছোট থেকেই চোখে দেখতে পায় না। ১২ বছর বয়সে গান গেয়ে সকলের মন জিতে নিয়েছে সে।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২২ ১৬:০৫
Share: Save:
০১ ১৫
blind singer Sahana Niren Kumar

মগ্ন হয়ে ডবল সিন্থেসাইজ়ারে সুর বাজিয়ে চলেছে একটি বাচ্চা মেয়ে। সেই সুরেই যেন বিভোর হয়ে রয়েছে সে। সুরটিও ভীষণ চেনা।

০২ ১৫
চলতি বছরেই ‘কোবরা’ নামের সাইকোলজিক্যাল অ্যাকশন থ্রিলার ঘরানার একটি তামিল ছবি মুক্তি পায়। সেই ছবির একটি গান ‘থুম্বি থুলাল’। সেই গানটির সুর হুবহু ডবল সিন্থেসাইজ়ারে তুলে ধরেছে ১২ বছরের ছোট্ট মেয়ে সাহানা নীরেন কুমার।

চলতি বছরেই ‘কোবরা’ নামের সাইকোলজিক্যাল অ্যাকশন থ্রিলার ঘরানার একটি তামিল ছবি মুক্তি পায়। সেই ছবির একটি গান ‘থুম্বি থুলাল’। সেই গানটির সুর হুবহু ডবল সিন্থেসাইজ়ারে তুলে ধরেছে ১২ বছরের ছোট্ট মেয়ে সাহানা নীরেন কুমার।

০৩ ১৫
সাহানার এই সুর শুনে মুগ্ধ হয়ে গিয়েছেন ‘কোবরা’-র সঙ্গীত পরিচালক স্বয়ং এআর রহমান।

সাহানার এই সুর শুনে মুগ্ধ হয়ে গিয়েছেন ‘কোবরা’-র সঙ্গীত পরিচালক স্বয়ং এআর রহমান।

০৪ ১৫
একটি বাচ্চা মেয়ে তাঁর সৃষ্টি এত সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছে দেখে সমাজমাধ্যমে সাহানার এই ভিডিয়োটি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন এআর রহমান।

একটি বাচ্চা মেয়ে তাঁর সৃষ্টি এত সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছে দেখে সমাজমাধ্যমে সাহানার এই ভিডিয়োটি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন এআর রহমান।

০৫ ১৫
পোস্ট করার কিছু সময়ের মধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিয়োটি। সাহানার প্রশংসায় পঞ্চমুখ সকলেই।

পোস্ট করার কিছু সময়ের মধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিয়োটি। সাহানার প্রশংসায় পঞ্চমুখ সকলেই।

০৬ ১৫
কিন্তু সাহানা যে একেবারেই অপরিচিত মুখ, তা নয়। গানের জন্যই দক্ষিণ ভারতে পরিচিত সে।

কিন্তু সাহানা যে একেবারেই অপরিচিত মুখ, তা নয়। গানের জন্যই দক্ষিণ ভারতে পরিচিত সে।

০৭ ১৫
তামিলনাড়ুর চেন্নাইয়ে ২০১০ সালে জন্ম সাহানার। ছোট থেকেই চোখে দেখতে পায় না সে।

তামিলনাড়ুর চেন্নাইয়ে ২০১০ সালে জন্ম সাহানার। ছোট থেকেই চোখে দেখতে পায় না সে।

০৮ ১৫
কিন্তু কখনও এই কারণে থেমে থাকেনি সে। ৪ বছর বয়স থেকেই সঙ্গীতচর্চা করছে সাহানা।

কিন্তু কখনও এই কারণে থেমে থাকেনি সে। ৪ বছর বয়স থেকেই সঙ্গীতচর্চা করছে সাহানা।

০৯ ১৫
গানের একটি জনপ্রিয় রিয়্যালিটি শোয়ে অংশগ্রহণ করে জয়ী হয়েছিল সাহানা।

গানের একটি জনপ্রিয় রিয়্যালিটি শোয়ে অংশগ্রহণ করে জয়ী হয়েছিল সাহানা।

১০ ১৫
অসাধারণ সঙ্গীত পরিবেশনের সঙ্গে সঙ্গে নানা রকমের বাদ্যযন্ত্র বাজাতেও পটু সাহানা।

অসাধারণ সঙ্গীত পরিবেশনের সঙ্গে সঙ্গে নানা রকমের বাদ্যযন্ত্র বাজাতেও পটু সাহানা।

১১ ১৫
বিভিন্ন মঞ্চে গানের অনুষ্ঠানেও দেখা যায় সাহানাকে।

বিভিন্ন মঞ্চে গানের অনুষ্ঠানেও দেখা যায় সাহানাকে।

১২ ১৫
বাড়িতে ক্যামেরার সামনে বসে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে গান করে সেই ভিডিয়ো সমাজমাধ্যমে নিজের অ্যাকাউন্ট থেকে পোস্ট করে সাহানা।

বাড়িতে ক্যামেরার সামনে বসে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে গান করে সেই ভিডিয়ো সমাজমাধ্যমে নিজের অ্যাকাউন্ট থেকে পোস্ট করে সাহানা।

১৩ ১৫
বর্তমানে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গীতজগতের সঙ্গে যুক্ত সাহানা।

বর্তমানে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গীতজগতের সঙ্গে যুক্ত সাহানা।

১৪ ১৫
ইতিমধ্যেই বিভিন্ন তামিল ছবিতে গানও করেছে সে।

ইতিমধ্যেই বিভিন্ন তামিল ছবিতে গানও করেছে সে।

১৫ ১৫
এত ছোট বয়সে দুর্দান্ত গান করে সকলের স্নেহ আদায় করে নিয়েছে সাহানা। এই মুহূর্তে সে তামিল সঙ্গীত-চলচ্চিত্র জগতে সকলের আদরের ‘বেবি সাহানা’।

এত ছোট বয়সে দুর্দান্ত গান করে সকলের স্নেহ আদায় করে নিয়েছে সাহানা। এই মুহূর্তে সে তামিল সঙ্গীত-চলচ্চিত্র জগতে সকলের আদরের ‘বেবি সাহানা’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE