A new coin worth 192 crore unveiled for Queen Elizabeth II’s death anniversary dgtl
World’s Most Expensive
৪ কেজি সোনা, ছ’হাজার হিরের টুকরো! চোখ ধাঁধাবে বিশ্বের ‘সবচেয়ে দামি’ মুদ্রা
মুদ্রাটি তৈরি করা হয়েছে প্রায় ৪ কেজি সোনা দিয়ে। প্রায় সাড়ে ছ’হাজার হিরে রয়েছে মুদ্রাটিতে।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৩ ১২:৩৯
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
গত বছরের ৮ সেপ্টেম্বর ৯৬ বছর বয়সে মৃত্যু হয়েছিল ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের। তারই এক বছর পূর্তি উপলক্ষে রানির স্মৃতিতে আনুষ্ঠানিক ভাবে নতুন মুদ্রার উদ্বোধন করল ব্রিটেনের রাজ পরিবার।
০২১৫
মনে করা হচ্ছে, রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুবার্ষিকী উপলক্ষে উদ্বোধন করা মুদ্রাটিই বিশ্বের ‘সর্বকালের সবচেয়ে মূল্যবান’ মুদ্রা।
০৩১৫
মুদ্রাটি তৈরি করা হয়েছে প্রায় ৪ কেজি সোনা দিয়ে। প্রায় সাড়ে ছ’হাজারের বেশি হিরেও রয়েছে মুদ্রাটিতে।
০৪১৫
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় টাকায় মুদ্রাটির মূল্য প্রায় ১৯২ কোটি টাকা।
০৫১৫
মুদ্রাটি তৈরি করেছে বিলাসবহুল লাইফস্টাইল ব্র্যান্ড ইস্ট ইন্ডিয়া কোম্পানি। রানির মৃত্যুর এক বছর পূর্তি উপলক্ষে মুদ্রাটি চালু করা হয়েছে বলে সংস্থা জানিয়েছে।
মুদ্রাটির ঠিক কেন্দ্রেও একটি সোনার মুদ্রা রয়েছে। সেই চাকতির উপর রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতিকৃতি মুদ্রণ করা রয়েছে। নীচে লেখা, ‘গড সেভ দ্য কুইন’।
০৮১৫
মুদ্রাটির ভিতরে আরও অনেকগুলি ছোট ছোট মুদ্রা রয়েছে। ব্রিটেনের বিভিন্ন সময়ের শাসকদের প্রতিকৃতি খোদাই করা সেই ছোট মুদ্রাগুলিতে। মেরি গিলিক, আর্নল্ড মাচিন, রাফেল ম্যাকলুফ এবং ইয়ান র্যাঙ্ক-ব্রডলির মতো প্রখ্যাত শিল্পীরা প্রতিকৃতিগুলি বানিয়েছেন।
০৯১৫
মূল মুদ্রাটির ওজন ১ কেজির কিছু কম। ছোট মুদ্রাগুলির প্রতিটির ওজন প্রায় ৩০ গ্রাম করে।
১০১৫
সংস্থার তরফে বহুমূল্য এই মুদ্রার নাম দেওয়া হয়েছে ‘দ্য ক্রাউন’। এই মুদ্রাটি বিক্রি করা হবে কি না, তা এখনও সংস্থার তরফে জানানো হয়নি।
১১১৫
তবে এই মুদ্রাটি তৈরি করা শুরু হয়েছিল রানির মৃত্যুর আগেই। সংস্থার তরফে জানানো হয়েছে, মুদ্রাটি ‘শিল্পীদের ১৬ মাসের ভালবাসার শ্রম’ দিয়ে তৈরি হয়েছে।
১২১৫
ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফে জানানো হয়েছে, ‘দ্য ক্রাউন’ নিয়ে আরও অনেক পরিকল্পনা ছিল তাদের। কিন্তু করোনা অতিমারির সময় হিরের ঘাটতির কারণে তা ফলপ্রসূ হয়নি।
১৩১৫
সংস্থার তরফে জানানো হয়েছে, মুদ্রাটি তৈরির জন্য হিরে কাটা থেকে শুরু করে নকশা তৈরি, সব আলাদা আলাদা শিল্পীরা করেছেন।
১৪১৫
প্রসঙ্গত, গিনেস রেকর্ড অনুযায়ী এখনও অবধি বিশ্বের সব থেকে মূল্যবান মুদ্রার দাম ১৫৭ কোটি টাকা। ২০২১ সালের জুন মাসে নিউ ইয়র্কে এই মুদ্রাটি নিলামে উঠেছিল।
১৫১৫
১৫৭ কোটি টাকায় বিক্রি হওয়া আমেরিকার ওই মুদ্রাটি ১৯৯৩ সালের। মুদ্রাটির নাম ‘ডবল ঈগল’।