a family of seven sleeps with burning oven in closed room, causes five to lose their lives due to asphyxiation dgtl
Asphyxiation
ঘুমোতে গেলেন সাত জন, সকালে দেহ উদ্ধার পাঁচ জনের! দমবন্ধ হয়েই কি মৃত্যু? বাড়ছে রহস্য
একটু উষ্ণতা যেমন প্রাণ বাঁচাতে পারে, তেমন কেড়ে নিতেও পারে। ঠিক এমনটাই ঘটেছে অমরোহায় একটি পরিবারের ক্ষেত্রে।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৪ ১২:৫৯
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
এক দিকে হাড় কাঁপানো ঠান্ডা, অন্য দিকে রাতের বেলায় শান্তির ঘুম। দুইয়ের মাঝে পড়ে উত্তরপ্রদেশের অমরোহা গ্রামে প্রাণ গেল একই পরিবারের পাঁচ জনের।
০২১২
প্রবল ঠান্ডার হাত থেকে বাঁচতে ঘরে উনুন জ্বালিয়ে ঘুমিয়েছিল পুরো পরিবার। ঠান্ডাকে তুড়ি মেরে উড়িয়ে জ্বলন্ত অঙ্গার ওম দিচ্ছিল পরিবারের সাত জনকে।
০৩১২
সোমবার রাতে উত্তরপ্রদেশের অমরোহায় একই পরিবারের পাঁচ জনের মৃত্যু হল দমবন্ধ হয়ে। বাকি দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
০৪১২
পুলিশ সূত্রে খবর, প্রবল ঠান্ডার হাত থেকে বাঁচতে একটি পরিবার গত সোমবার রাতের খাওয়ার শেষে একই ঘরে ঘুমোতে যায়। সেই ঘরকে গরম করতে রাখা ছিল একটি জ্বলন্ত উনুন। তাতে কয়লা জ্বলছিল গনগনে আঁচে।
০৫১২
সকলেই আরামে ঘুমিয়েছিলেন। কিন্তু সেই ঘুম আর ভাঙল না পাঁচ জনের। মঙ্গলবার দুপুরেও যখন বাড়ির কাউকে বাইরে দেখা যায়নি, তখন প্রতিবেশীদের সন্দেহ হয়।
০৬১২
তাঁরা ডাকাডাকি শুরু করেন। মোবাইলে ফোন করেন। কিন্তু কারও কোনও সাড়া মেলে না। এর পর প্রতিবেশীরাই ঘরের দরজা ভেঙে ভিতরে ঢোকেন।
০৭১২
ঘরে ঢুকতেই তাঁদের চক্ষু চড়কগাছ। তাঁরা দেখেন, বিছানায়, মেঝেতে অচৈতন্য অবস্থায় পড়ে সকলে।
০৮১২
সকলকেই তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল পাঁচ জনকে মৃত বলে ঘোষণা করে। দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
০৯১২
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃতেরা হল ১৯ বছরের সোনম, ১৭ বছরের ওয়ারিস, ১৬ বছরের মেহেক, ১৫ বছরের জ়াইদ এবং ১২ বছরের মাহির। মনে করা হচ্ছে, উনুনের ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে পাঁচ জনের।
১০১২
উত্তর ভারতে প্রবল ঠান্ডার হাত থেকে বাঁচতে বদ্ধ ঘরে জ্বলন্ত অঙ্গার রেখে দেওয়ার জেরে দম আটকে মৃত্যুর ঘটনা নতুন নয়।
১১১২
গত সোমবার লখিমপুর খেরিতে একই ভাবে ৭ এবং ৮ বছর বয়সি দুই শিশুর মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় এখনও হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তাদের মা-বাবা।
১২১২
সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এ বার সেই উত্তরপ্রদেশেই একসঙ্গে মৃত্যু হল একই পরিবারের পাঁচ জনের।