461 luxury apartments, Zara founder buys Rs 2671 crore skyscraper here are the pics dgtl
Luxury Apartments
২৬৭১ কোটি টাকার অট্টালিকা কিনলেন ইনি! ৪১ তলার উপর রয়েছে মরূদ্যান
অট্টালিকার নাম রাখা হয়েছে ‘কিয়ারা’। রয়েছে ৪৬১টি অ্যাপার্টমেন্ট, যা দেখলে চোখ জুড়িয়ে যাবে।
সংবাদ সংস্থা
ওয়াশিংটনশেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২২ ০৯:২৪
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১২০
ঘর হো তো অ্যায়সা! ইয়া লম্বা বাড়ি। দূর থেকে দেখে মনে হবে যেন আকাশ ছুঁয়েছে বাড়ির ছাদ। বাড়ির আনাচেকানাচে যেন ছড়িয়ে-ছটিয়ে রয়েছে নানা আমোদের ব্যবস্থা। দেখলে চোখ জুড়িয়ে যাবে আপনার। বাড়িতে রয়েছে বিলাসবহুল ভাবে দিনযাপনের হাজারো ফিরিস্তি।
০২২০
এমন স্বপ্নের বাড়ি কে না চায় বলুন! তবে এই বিলাসবহুল বাড়িতে পা রাখার মতো সাধ্য সকলের নেই। কারণ, বাড়িটির দাম কয়েক কোটি টাকা। এমনই এক বিলাসবহুল বাড়ি কিনে তাক লাগিয়েছেন পোশাক বিপণী ‘জ়ারা’র প্রতিষ্ঠাতা আমানসিও ওর্তেগা।
০৩২০
৪১ তলা টাওয়ারের একটি বাড়ি কিনেছেন বিশ্বের অন্যতম ধনী ওই ব্যক্তি। এই গগনচুম্বী অট্টালিকাটির উচ্চতা ১৩৩ মিটার।
০৪২০
বিলাসবহুল বাড়িটি কিনতে অনেক টাকাই খরচ করতে হয়েছে স্প্যানিশ ব্যবসায়ীকে। বাড়িটির দাম জানলে হতবাক হবেন। ২ হাজার ৬৭১ কোটি টাকারও বেশি দামে বাড়িটি কিনেছেন তিনি।
ওয়াশিংটনের সিয়াটেলের সাউথ লেক ইউনিয়ন এলাকায় তৈরি করা হয়েছে ওই অট্টালিকা। যার নাম রাখা হয়েছে ‘কিয়ারা’। ওই এলাকায় এটিই প্রথম গগনচুম্বী অট্টালিকা।
০৭২০
২০১৮ সালে ওই অট্টালিকা তৈরির কাজ শেষ হয়। বাড়িটি তৈরি করেছে সিয়াটেলের আর্কিটেকচার ফার্ম ‘ওয়েবার থম্পসন’। আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে আগামী প্রজন্মের কথা মাথায় রেখে এই বাড়িটি তৈরি করা হয়েছে।
০৮২০
কী কী রয়েছে বাড়িটিতে? বলা ভাল কী নেই বাড়িতে! বিলাসবহুল ছাদ রয়েছে। সেই সঙ্গে প্রতিটি অ্যাপার্টমেন্টে রয়েছে আধুনিকতার ছোঁয়া। রয়েছে পেন্টহাউস। এমনকি, রয়েছে মরূদ্যানও।
০৯২০
বাড়িটির একাধিক জায়গায় এক টুকরো সবুজের সমারোহ। বিভিন্ন ধরনের গাছ দিয়ে সাজানো বাড়ির ভিতরে বিভিন্ন জায়গা। একাধিক জায়গায় লন। যেখানে সবুজের মধ্যে হাঁটা যাবে।
১০২০
বাড়িতে অত্যাধুনিক সব প্রযুক্তির ব্যবস্থা রয়েছে। যেমন রয়েছে ‘থার্মোস্টেট’ ডিভাইস। যার সাহায্যে ঘরের তাপমাত্রা আপনা থেকেই নিয়ন্ত্রিত হয়।
১১২০
অট্টালিকায় বিলাসবহুল অ্যাপার্টমেন্টগুলিতে রয়েছে ডিশওয়াশার, ওয়াইন ফ্রিজের মতো আধুনিক জীবনযাপনের ব্যবস্থা। সেই সঙ্গে রকমারি আলো দিয়ে সাজানো হয়েছে বাড়ির চারপাশ। রাতের বেলায় ওই সব আলোর রোশনাইয়ে ঝিকমিক করবে গোটা বাড়ি।
১২২০
অ্যাপার্টমেন্টগুলিতে মিলবে আলাদা আলাদা ব্যালকনি। যেখান থেকে চারপাশের সৌন্দর্যে চোখ জুড়িয়ে যাবে।
১৩২০
বাড়িটির অন্যতম আকর্ষণ হল ‘রুফটপ’ এলাকা বা ছাদ। এক কাপ চা বা কফির সঙ্গে গা এলিয়ে এখানে বসলে সারা দিনের ক্লান্তি নিমেষে দূর হয়ে যাবে। সেই সঙ্গে ছাদ থেকে চারপাশের শোভা দারুণ ভাবে উপভোগ করা যাবে।
১৪২০
শুধু তাই নয়, ছাদে রয়েছে বাগান। যেখানে নানা ধরনের গাছ লাগানো। মাটি থেকে অনেকটা দূরে আকাশের কাছাকাছি বসে সবুজের সমারোহে সময় কাটানোর সুযোগ মিলবে সেখানে।
১৫২০
অট্টালিকায় রয়েছে ক্লাবরুম, খেলার ঘর, স্যুইমিং পুল। এ ছাড়াও শরীরচর্চা করার জন্য আধুনিক ফিটনেস সেন্টার, গ্রুপ ফিটনেস স্টুডিও।
১৬২০
‘কিয়ারা’য় রয়েছে ‘কমিউনিটি বিজনেস সেন্টার’। সেখানে আছে কনফারেন্স রুম, ব্যক্তিগত মিটিং রুম।
১৭২০
অট্টালিকায় আরও একটি জায়গা আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। সেটি হল মরূদ্যান। যার নাম দেওয়া হয়েছে ‘দ্য পার্ক’। সেখানে আছে বার্বিকিউ স্টেশন, নিরিবিলিতে বসার ব্যবস্থা ও হাঁটার জায়গা।
১৮২০
বিলাসবহুল বাড়িতে মিলবে একটি কফি বারও। সেখানেও কফির কাপে চুমুক দিতে দিতে প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো যাবে।
১৯২০
পাওয়া যাবে ‘ডগ লাউঞ্জ’। অট্টালিকায় প্রায় ৩৭৪টি গাড়ি রাখার ব্যবস্থা করা হয়েছে।
২০২০
অতীতেও এমন অনেক বিলাসবহুল অট্টালিকা কিনেছেন জ়ারার প্রতিষ্ঠাতা। যার মধ্যে আছে নিউইয়র্কে ৬৫ তলার একটি বাড়ি। টরোন্টতেও মেলে তাঁর একটি বিলাসবহুল বাড়ি। এ ছাড়া স্কটল্যান্ডে রয়েছে আরও একটি সম্পত্তি। এই তালিকায় এ বার জুড়ল সিয়াটেলের নতুন বাড়ি। যার বিলাসবহুল সুযোগ-সুবিধা নজরকাড়া।