বিশ্বের নানা শহরে বায়ু দূষণের পরিমাপ করে যে সংস্থা, তাদের ‘ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট’ অনুযায়ী বিশ্বের সব চেয়ে দূষিত ৫০টি শহরের মধ্যে ৩৫টিই ভারতের। দিল্লি ছাড়া এই তালিকায় রয়েছে বিভাড়ি, গাজিয়াবাদ, জৌনপুর, নয়ডা, গ্রেটার নয়ডা, বাঘপাট, হিসার, ফরিদাবাদ, রোহতক, লখনউ, ঝিন্দ, গুরুগ্রাম, কানপুর। এর পর রয়েছে মুজফ্ফরপুর, বারাণসী, বুলন্দশহর, মেরঠ, কাদৌরা, পটনা, ধারুহেরা, দুর্গাপুর, আনরোহা, চরখি দাদরি, আগরা, যমুনা নগর, মুজফ্ফর নগর, আলমপুর, লুধিয়ানা, সোনিপথ, কুরুক্ষেত্র, জোধপুর, সিংগরৌলী, আঙ্কলেশ্বর, অম্বালা।