ভাসবে বিজেপি: ২১ জুলাই তৃণমূলের শহিদ সমাবেশে বৃষ্টি হওয়াটাই দস্তুর। এ বছরও তার ব্যতিক্রম হল না। বৃষ্টি দেখে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বৃষ্টি দেখে বিজেপি, সিপিএম হেসেছিল। ভেবেছিল, তৃণমূলের মিটিং শেষ হয়ে যাবে! কিন্তু এত বৃষ্টিও তৃণমূলকে নড়াতে পারে না। এক জনও বৃষ্টির ভয়ে ফিরে যাননি।’’ তার পরেই বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, ‘‘চব্বিশে মানুষের বৃষ্টিতে ভেসে চলে যাবে বিজেপি।’’