বলিউড সেলিব্রেটিদের জীবন যতটা সহজ মনে হয় ততটা নয়। ছবি, বিজ্ঞাপনের শুটিং, প্রোমোশন, পার্টি নিয়ে প্রায় সারা বছর তাঁদের ব্যস্ত থাকতে হয়। মাঝে মধ্যেই তাঁদের হাতে উঠে আসে মদের গ্লাস। অনেক সময় কেবল অনুরোধের কারণেও অল্পবিস্তর মদ্যপান করতে হয় বলিউডের তারকাদের। বলিউডের এমনও অনেক তারকা রয়েছেন, যাঁরা প্রায় প্রতিনিয়ত কমবেশি মদ্যপান করেন। তবে এর ব্যতিক্রমও রয়েছে। যাঁরা খাওয়া তো দূরের কথা, মদ ছুঁয়েও দেখেন না। এমনকি, মদ খেতে জোর করা হতে পারে ভেবে অনেকে বলিউডের কোনও পার্টিতেও অংশ নেন না। এক নজরে দেখে নেওয়া যাক সে রকমই ১০ বলি তারকাকে, যাঁরা মদ থেকে নিজেদের দূরে রাখেন।