প্রতি বছর ডিসেম্বর পেরিয়ে জানুয়ারি পড়লেই কর্পোরেট কর্মচারী থেকে ব্যবসায়িক জগত— যেন হুলস্থুল পড়ে যায়। আয়কর দাখিল করার তারিখ এগিয়ে এল বলে! কিছু ক্ষেত্রে তাড়াতাড়ি সব কিছু করতে গিয়ে অনেক বিষয়ে খেয়ালই রাখা হয় না। কেউ কেউ আবার স্বাচ্ছন্দ্যে সমস্ত কিছু গুছিয়ে আয়কর জমা দেন। আপনি কি জানেন যে আয়কর রিটার্ন ফাইল করতে দেরি হলে যেমন মোটা অঙ্ক জরিমানা দিতে হয়, ঠিক তেমনই সময় মতো আয়কর রিটার্ন ফাইল করলে বেশ কিছু সুবিধাও পাওয়া যায়!
আয়কর আইন অনুযায়ী সাধারণত আয়কর ফাইলের তারিখ থাকে ৩১ জুলাই। কোভিডের কারণে চলতি অর্থবর্ষ অর্থাৎ ২০২১-২০২২ সালে আয়কর রিটার্ন দাখিলের তারিখ নির্ধারণ করা হয়েছিল ৩১ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত। পরে আয়কর অডিটের ক্ষেত্রে সেই সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়। অবশ্যই নির্ধারিত তারিখ পার হয়ে গেলেও মার্চ পর্যন্ত আয়কর রিটার্ন ফাইল করা সম্ভব। সে ক্ষেত্রে জরিমানা দিতে হবে।