Advertisement
২৪ ডিসেম্বর ২০২৪
Presents
Capital Gains Tax on Property

ক্যাপিটাল গেন ট্যাক্সের এ কাল-সে কাল

করযোগ্য মূলধন এবং সিকিউরিটিজ ট্যাক্সের পাশাপাশি মূলধনী কর বা ক্যাপিটাল গেন ট্যাক্সের অঙ্কটা বুঝে নেওয়াও খুব দরকার।

প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৪ ১২:০৭
Share: Save:

সম্পদ এবং সঞ্চয়ের সঙ্গে করের হিসাব জড়িয়ে থাকে পুরোপুরি। করযোগ্য মূলধন এবং সিকিউরিটিজ ট্যাক্সের পাশাপাশি মূলধনী কর বা ক্যাপিটাল গেন ট্যাক্সের অঙ্কটা বুঝে নেওয়াও খুব দরকার।

ক্যাপিটাল গেন ট্যাক্সের হিসাব দুই ধরনের হয়। স্বল্পমেয়াদী মূলধনী কর এবং দীর্ঘমেয়াদী মূলধনী কর।

এর মধ্যে স্বল্পমেয়াদী ক্ষেত্রে সহজ উপায়ে কর হিসাব করতে পারবেন। হাতে যাবতীয় যা সম্পদ রয়েছে, তার থেকে আপনার লাভের অঙ্ক কষে নিন। তার পর অন্যান্য উৎসের আয় তার সঙ্গে যোগ করে নিন। মোট অঙ্কের উপরে আপনার আয়কর দেখে নিন।

দীর্ঘমেয়াদী মূলধনী করের ক্ষেত্রে আরও দেখেশুনে এগোতে হবে। এই ধরনের মূলধন সাধারণত বাড়ি, জমি বা এই জাতীয় দীর্ঘমেয়াদী সম্পদের উপরে নির্ভরশীল। স্থাবর সম্পত্তির জটিল হিসাব তাই মাথায় রাখতে হবে।

বহু দিন ধরে হাতে থাকার জন্য এই সম্পদের দাম বেড়ে যাওয়া বা কমে যাওয়া লেগেই থাকে। যেমন অনেক সময়ে মুদ্রাস্ফীতির কারণে অবমূল্যায়নও হয়। সে ক্ষেত্রে, লাভের অঙ্কটাও অবমূল্যায়ন ধরেই বার করতে হয়।

তবে এখন দীর্ঘমেয়াদি মূলধনী কর হিসাব করা অনেক সহজ হয়ে গিয়েছে। ইন্টারনেটেই আপনি এমন ক্যালকুলেটর পাবেন, যা আপনার আয়কর চটজলদি হিসাব করে দেবে।

মূলধনী কর হিসাব করতে আপনার প্রয়োজন নানা তথ্য। এক নজরে দেখে নিন সেগুলি কী কী।

1. সম্পত্তি বিক্রি করে যত টাকা হাতে এসেছে তার পুরো হিসাব

2. সম্পত্তি যখন কেনা হয়েছিল, তখন যা মূল্য ছিল

3. সম্পত্তি বিক্রির পরে তা কোথায় কোথায় বিনিয়োগ করেছিলেন, তার নথি

4. কেনা বেচা কবে হয়েছিল, তার দিন, তারিখ সবই লাগবে।

5. কেনার সময়ের কস্ট ইনফ্লেশন ইনডেক্স বা সূচক (ইন্টারনেটে পাবেন)

6. এবং অবশ্যই করে কেনা মূল্য আর বিক্রিমূল্যের মধ্যে যা ফারাক, তার নথি।

ইন্টারনেটের ক্যালকুলেটরেই যাবতীয় তথ্যের ভিত্তিতে খুব সহজে মূলধনী কর হিসাব করে নিতে পারবেন।

বিশেষজ্ঞদের কাছে সমাধান খুঁজতে সঞ্চয় নিয়ে আমাদের প্রশ্ন পাঠান — takatalk2023@abpdigital.in এই ঠিকানায় বা হোয়াটস অ্যাপ করুন এই নম্বরে — ৮৫৮৩৮৫৮৫৫২আপনার আয়, খরচ এবং সঞ্চয় জানাতে ভুলবেন না। পরিচয় গোপন রাখতে চাইলে অবশ্যই জানান।

অন্য বিষয়গুলি:

Tax Personal Finance 2023
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy