বিগত কয়েক বছরে কোভিডের কারণে অনেক কিছুই বদলে গিয়েছে। ঘরে বসে কাজ করার কারণে জীবনযাপনকে আরও উন্নত করার পরিকল্পনা করেছেন অনেকে। সর্বোপরি বিগত এক থেকে দেড় বছরে নতুন ভাবে গতি পেয়েছে রিয়েল এস্টেট সেক্টর। প্রত্যেকেই চান মনের মতো, স্বপ্নের মতো একটা বাড়ি। তবে বাড়ি কেনার খরচ প্রচুর। পরিসংখ্যান বলছে ভারতে যত জন বাড়ি কেনেন তার মধ্যে ৮০ শতাংশ মানুষই কোনও না কোনও অর্থনৈতিক প্রতিষ্ঠান থেকে লোন বা ঋণ নেন। এবং সেই ঋণ দীর্ঘকাল ধরে ইএমআই বা মাসিক কিস্তিতে টাকা দিয়ে পরিশোধ করতে হয় গ্রহীতাকে।