কথায় আছে বর্তমানের বিনিয়োগই তৈরি করে দিতে পারে ভবিষ্যতের রূপরেখা। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে যে ব্যক্তি নিজের সঞ্চয় সঠিক ভাবে সুরক্ষিত করতে পারবেন, তিনিই আগামী দিনে স্বচ্ছল ভাবে জীবনযাপন করতে পারবেন। কিন্তু সঞ্চয় মানে কখনই তা ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্ট হতে পারে না। বর্তমানে বাজার চলতি একাধিক প্রকল্পে বিনিয়োগের সুযোগ রয়েছে। এগুলির কোনওটায় রিটার্নও খুব ভাল। তবে ঝুঁকিও রয়েছে বেশ। বাজার খারাপ থাকলে লাভের বদলে উল্টে ক্ষতির আশঙ্কা থেকেই যায়। তাই এই ঝুঁকি থেকে দূরে থাকতে চান অনেকেই।
বিনিয়োগ করার পরে কম-বেশি ভালে লাভের আশা করেন প্রত্যেকেই। কিন্তু বাধ সাধে ঝুঁকি। বহু বার প্রলোভনে পা দেন বিনিয়োগকারীরা। পরবর্তী সময়ে যার ফলও ভুগতে হয় তাঁদের। তাই যে বিনিয়োগকারীরা এমন বিনিয়োগের খোঁজ করছেন যেখানে কোনও ঝুঁকি নেই, তা হলে তাঁদের জন্য খুব ভাল বিকল্প হতে পারে কিসান বিকাশ পত্র। এই প্রকল্পে ঝুঁকি তো নেই-ই, আবার লাভের অঙ্কও কোনও অংশে কম না। ১০ বছরের মেয়াদের বিনিয়োগকারীর বিনিয়োগ করা অর্থ দ্বিগুণ হয়ে যায়। বলা যেতে পারে বাজারচলতি প্রকল্পগুলির তুলনায় এই প্রকল্পে রিটার্ন এককথায় দারুণ।